কলকাতা : প্রবীণ অভিনেতাদের মধ্যে সবথেকে বেশি অভিনয় করতে দেখা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে । প্রতি বছরই একাধিক ছবিতে অভিনয় করেন তিনি । এই লকডাউনে বেশ কয়েকটা দিন গৃহবন্দী কাটাতে হয়েছে তাঁকেও । এদিকে আগামীকাল থেকেই শুটিং শুরু হচ্ছে টলিউডে । তবে এই কোরোনা পরিস্থিতির মধ্যে কি আদৌ শুটিং করবেন তিনি ? তা জানতে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল ETV ভারত সিতারা ।
শুটিংয়ে যোগ দেওয়া নিয়ে সৌমিত্র বলেন, "শুটিং হওয়া কি অত সহজ ? যদিও আমার নিয়ম নিয়ে কোনও বক্তব্য নেই । শুটিং করাই তো ভালো । আমরা তো শুটিং করারই লোক । শুটিং হলে আসব ।"
তিনি আরও বলেন, "তবে আমাকে নিয়ে যাওয়ায় জন্য সব রকম ব্যবস্থা করতে হবে । অন্য শিল্পীরা কী করছেন আমি জানি না । আমার জন্য ব্যবস্থা করলে, সঠিক নিয়ম মানলেই আমি যাব ।"
আরও পড়ুন : এখনই অভিনয় শুরু করতে চান না প্রবীণ অভিনেতারা
তবে শুটিং করতে সৌমিত্রর সমস্যা না থাকলেও, এই পরিস্থিতির মধ্যে শুটিং করতে চান না টলিউডের একাধিক প্রবীণ তারকা । আর সেই তালিকায় রয়েছেন মাধবী মুখোপাধ্যায় থেকে শুরু করে লিলি চক্রবর্তী, দীপঙ্কর দে, শুভাশিস মুখোপাধ্যায়ের মতো তারকারা । এত তাড়াতাড়ি শুটিং ফ্লোরে ফিরতে চান না তাঁরা কেউই ।