ETV Bharat / sitara

কোভিড ICU থেকে সরানো হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে, চলছে মিউজ়িক থেরাপি

40 ঘণ্টায় জ্বর আসেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের । লিভার, কিডনি, হার্ট ভালো কাজ করছে । শরীরে অক্সিজেনের পরিমাণ 90 শতাংশেরও বেশি । 40 শতাংশ অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে । নতুনভাবে কোনও জটিলতা তৈরি হয়নি আর । রেমডেসিভির, প্লাজ়মা ও অন্যান্য কিছু চিকিৎসা সম্পূর্ণ করা হয়েছে । পালস মিথাইলপ্রেডনিসোলোনের ডোজ় বাড়ানোর কথাও ভাবছেন চিকিৎসকরা । এনকেফ্যালোপ্যাথি কমানোর কথা ভাবা হচ্ছে ।

soumitra
soumitra
author img

By

Published : Oct 16, 2020, 8:52 AM IST

Updated : Oct 16, 2020, 9:41 AM IST

কলকাতা, 16 অক্টোবর : কোরোনা মুক্ত হওয়ার পর পরই চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন । কোভিড ICU থেকেও সরানো হয়েছে তাঁকে । নতুন করে আর কোনও জটিলতা তৈরি হয়নি । ধীরে ধীরে জ্ঞান ফিরছে । চলছে মিউজ়িক থেরাপি । সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে খুবই উদ্বেগে আছেন সকলে । পরিবার ও প্রিয়জনরা তো বটেই, তাঁর আরোগ্য কামনা করছেন অগণিত ভক্ত । শরীরে একাধিক কোমর্বিডিটি রয়েছে । বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে অভিনেতার । কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । তবে বুধবার তাঁর সোয়াব নমুনা পরীক্ষা হয় । রিপোর্ট নেগেটিভ আসে ।

এখন তাঁকে কোভিড ICU থেকে সরানো হয়েছে । মিউজ়িক থেরাপি চলছে সৌমিত্রর । রবীন্দ্র সংগীত এবং তাঁরই ছবির কিছু গান সেই থেরাপিতে রাখা হয়েছে । তাতে ভালোই সাড়া দিয়েছেন সৌমিত্র, জানান চিকিৎসক অরিন্দম কর । তিনি সর্বক্ষণ সৌমিত্রর চিকিৎসা করছেন ।

15 জন চিকিৎসকের একটি দল সৌমিত্রর চিকিৎসা করছেন । সবমসয় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে । হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে এবার ETV ভারতের সঙ্গে সরাসরি কথা বললেন চিকিৎসক অরিন্দম কর । ওই দলের একজন তিনিও ।

সৌমিত্রর শারীরিক অবস্থার কথা জানান এই চিকিৎসক । বলেন, "তিনি চিকিৎসায় খুব ভালো মতোই সাড়া দিচ্ছেন । কোভিড নেগেটিভ রিপোর্ট আসার পর ওঁকে কোভিড ICU থেকে সরানো হয়েছে । অবস্থা অনেকেই স্বাভাবিক হচ্ছে । ধীরে ধীরে জ্ঞান ফিরছে । কিছু কথাও বললেও বুঝতে পারছেন । অল্পবিস্তর কথা বলতেও পারছেন । আমরা কিছু ভালো থেরাপি দিচ্ছি ওঁকে ।"

40 ঘণ্টায় জ্বর আসেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের । লিভার, কিডনি, হৃদযন্ত্র ভালো কাজ করছে । শরীরে অক্সিজেনের পরিমাণ 90 শতাংশেরও বেশি । 40 শতাংশ অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে । নতুনভাবে কোনও জটিলতা তৈরি হয়নি আর । রেমডেসিভির, প্লাজ়মা ও অন্যান্য কিছু চিকিৎসা সম্পূর্ণ করা হয়েছে । পালস মিথাইলপ্রেডনিসোলোনের ডোজ় বাড়ানোর কথাও ভাবছেন চিকিৎসকরা । এনকেফ্যালোপ্যাথি কমানোর কথা ভাবা হচ্ছে ।

চিকিৎসক অরিন্দম কর বলেন, "ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন এবং থাইমোসিন আলফা দেওয়া হবে প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য । আপনারা অনেকেই মিউজ়িক থেরাপির বিষয়ে প্রশ্ন করছিলেন । আমরা মিউজ়িক থেরাপিতে কিছু গান রাখা হয়েছে । সেইগুলি তিনি শুনতে ভালোবাসেন । সেই তালিকায় রয়েছে রবীন্দ্র সংগীত এবং তাঁর ছবির কিছু গান । সেই থেরাপিতেও তিনি খুব ভালো সাড়া দিয়েছেন । আগামী দু-তিন দিনে আমাদের আশা তিনি আরও অনেক সুস্থ হবেন ।"

কলকাতা, 16 অক্টোবর : কোরোনা মুক্ত হওয়ার পর পরই চিকিৎসায় সাড়া দিতে শুরু করেছেন । কোভিড ICU থেকেও সরানো হয়েছে তাঁকে । নতুন করে আর কোনও জটিলতা তৈরি হয়নি । ধীরে ধীরে জ্ঞান ফিরছে । চলছে মিউজ়িক থেরাপি । সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ।

সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে খুবই উদ্বেগে আছেন সকলে । পরিবার ও প্রিয়জনরা তো বটেই, তাঁর আরোগ্য কামনা করছেন অগণিত ভক্ত । শরীরে একাধিক কোমর্বিডিটি রয়েছে । বার্ধক্যজনিত সমস্যাও রয়েছে অভিনেতার । কোরোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । তবে বুধবার তাঁর সোয়াব নমুনা পরীক্ষা হয় । রিপোর্ট নেগেটিভ আসে ।

এখন তাঁকে কোভিড ICU থেকে সরানো হয়েছে । মিউজ়িক থেরাপি চলছে সৌমিত্রর । রবীন্দ্র সংগীত এবং তাঁরই ছবির কিছু গান সেই থেরাপিতে রাখা হয়েছে । তাতে ভালোই সাড়া দিয়েছেন সৌমিত্র, জানান চিকিৎসক অরিন্দম কর । তিনি সর্বক্ষণ সৌমিত্রর চিকিৎসা করছেন ।

15 জন চিকিৎসকের একটি দল সৌমিত্রর চিকিৎসা করছেন । সবমসয় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে । হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে এবার ETV ভারতের সঙ্গে সরাসরি কথা বললেন চিকিৎসক অরিন্দম কর । ওই দলের একজন তিনিও ।

সৌমিত্রর শারীরিক অবস্থার কথা জানান এই চিকিৎসক । বলেন, "তিনি চিকিৎসায় খুব ভালো মতোই সাড়া দিচ্ছেন । কোভিড নেগেটিভ রিপোর্ট আসার পর ওঁকে কোভিড ICU থেকে সরানো হয়েছে । অবস্থা অনেকেই স্বাভাবিক হচ্ছে । ধীরে ধীরে জ্ঞান ফিরছে । কিছু কথাও বললেও বুঝতে পারছেন । অল্পবিস্তর কথা বলতেও পারছেন । আমরা কিছু ভালো থেরাপি দিচ্ছি ওঁকে ।"

40 ঘণ্টায় জ্বর আসেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের । লিভার, কিডনি, হৃদযন্ত্র ভালো কাজ করছে । শরীরে অক্সিজেনের পরিমাণ 90 শতাংশেরও বেশি । 40 শতাংশ অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে । নতুনভাবে কোনও জটিলতা তৈরি হয়নি আর । রেমডেসিভির, প্লাজ়মা ও অন্যান্য কিছু চিকিৎসা সম্পূর্ণ করা হয়েছে । পালস মিথাইলপ্রেডনিসোলোনের ডোজ় বাড়ানোর কথাও ভাবছেন চিকিৎসকরা । এনকেফ্যালোপ্যাথি কমানোর কথা ভাবা হচ্ছে ।

চিকিৎসক অরিন্দম কর বলেন, "ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন এবং থাইমোসিন আলফা দেওয়া হবে প্রতিরোধক্ষমতা বাড়ানোর জন্য । আপনারা অনেকেই মিউজ়িক থেরাপির বিষয়ে প্রশ্ন করছিলেন । আমরা মিউজ়িক থেরাপিতে কিছু গান রাখা হয়েছে । সেইগুলি তিনি শুনতে ভালোবাসেন । সেই তালিকায় রয়েছে রবীন্দ্র সংগীত এবং তাঁর ছবির কিছু গান । সেই থেরাপিতেও তিনি খুব ভালো সাড়া দিয়েছেন । আগামী দু-তিন দিনে আমাদের আশা তিনি আরও অনেক সুস্থ হবেন ।"

Last Updated : Oct 16, 2020, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.