ETV Bharat / sitara

চিকিৎসায় সামান্য সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় - soumitra chatterjee

সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের এক চিকিৎসক বলেন, "খুব বেশি সাড়া দিচ্ছেন না তিনি । আজ আমরা ভালো করে তাঁর EEG পর্যবেক্ষণ করেছি । ওঁকে সজাগ রাখার চেষ্টা চালাচ্ছি । আজ আবার CSF করা হয়েছে । ইমিউনোগ্লোবিউলিন ও স্টেরয়েডের জন্য খুব সামান্য সাড়া দিয়েছেন ।"

asd
asd
author img

By

Published : Oct 23, 2020, 10:39 PM IST

কলকাতা : 17 দিন ধরে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তিন সপ্তাহ হয়ে গেল তিনি ICU-তে রয়েছেন । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি । কিন্তু, স্নায়ুর অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন । তবে এখন তিনি সামান্য সাড়া দিচ্ছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের এক চিকিৎসক বলেন, "খুব বেশি সাড়া দিচ্ছেন না তিনি । আজ আমরা ভালো করে তাঁর EEG পর্যবেক্ষণ করেছি । ওঁকে সজাগ রাখার চেষ্টা চালাচ্ছি । আজ আবার CSF করা হয়েছে । ইমিউনোগ্লোবিউলিন ও স্টেরয়েডের জন্য খুব সামান্য সাড়া দিয়েছেন । প্লাজ়মাফেলিসিস কার্যকরী হবে কি না সেটা স্নায়ুরোগ বিশেষজ্ঞরা ভাবছেন । সেটাই পরবর্তী পদক্ষেপ হতে চলেছে । অন্য অঙ্গের কার্যকারিতা স্বাভাবিক রয়েছে । কোনও সংক্রমণ বা জ্বর নেই ।"

6 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে অনেকটাই ভালো ছিলেন তিনি । চলতি সপ্তাহে যাতে তিনি বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টা করছিলেন চিকিৎসকরা । কিন্তু তার মধ্যে 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ।

কলকাতা : 17 দিন ধরে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তিন সপ্তাহ হয়ে গেল তিনি ICU-তে রয়েছেন । ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি । কিন্তু, স্নায়ুর অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে ফের অসুস্থ হয়ে পড়েন । তবে এখন তিনি সামান্য সাড়া দিচ্ছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে ওই হাসপাতালের এক চিকিৎসক বলেন, "খুব বেশি সাড়া দিচ্ছেন না তিনি । আজ আমরা ভালো করে তাঁর EEG পর্যবেক্ষণ করেছি । ওঁকে সজাগ রাখার চেষ্টা চালাচ্ছি । আজ আবার CSF করা হয়েছে । ইমিউনোগ্লোবিউলিন ও স্টেরয়েডের জন্য খুব সামান্য সাড়া দিয়েছেন । প্লাজ়মাফেলিসিস কার্যকরী হবে কি না সেটা স্নায়ুরোগ বিশেষজ্ঞরা ভাবছেন । সেটাই পরবর্তী পদক্ষেপ হতে চলেছে । অন্য অঙ্গের কার্যকারিতা স্বাভাবিক রয়েছে । কোনও সংক্রমণ বা জ্বর নেই ।"

6 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে অনেকটাই ভালো ছিলেন তিনি । চলতি সপ্তাহে যাতে তিনি বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টা করছিলেন চিকিৎসকরা । কিন্তু তার মধ্যে 20 অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.