ETV Bharat / sitara

Soumitra Chatterjee: টলিউডের অভিভাবকহীনতার এক বছর, গানে-নাটকে সৌমিত্র-স্মরণে পরিবার - Bengali cinema

টলিউডের অভিভাবকহীনতার এক বছর কেটে গেল ৷ কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে (Soumitra Chatterjee Death Anniversary) তাঁকে গানে-নাটকে-কবিতায় স্মরণ করছে তাঁর পরিবার ৷

soumitra chatterjee death anniversary: daughter poulomi basu's theatre team performed his audio drama
টলিউডের অভিভাবকহীনতার এক বছর, গানে-নাটকে সৌমিত্র-স্মরণে পরিবার
author img

By

Published : Nov 15, 2021, 12:59 PM IST

Updated : Nov 15, 2021, 1:13 PM IST

কলকাতা, 15 নভেম্বর: 15 নভেম্বর, 2020 । টলিউডকে অভিভাবকহীন করে চিরঘুমে নিমজ্জিত হন বাংলার ফেলুদা । প্রথম প্রয়াণ দিবসের আগে তাঁর স্মরণে 14 নভেম্বর আকাদেমিতে মঞ্চস্থ হল তাঁর লেখা 'দুটি কাপুরুষের কথা' এবং 'টাইপিস্ট'।

"সময় বহিয়া যায় নদীর স্রোতের মতো"- প্রবাদটা মিথ্যে প্রমাণ করে কার সাধ্যি ? এই তো সে দিন, ভক্তদের কাঁদিয়ে, টলিউডকে অভিভাবকহীন করে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা তথা নাট্যকার, লেখক, বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee Death Anniversary) । আজও মানুষ চকিতে ভুলে যায় তিনি নেই । মনেই হয় না তিনি নেই । হাসপাতালে ভর্তির প্রায় আগের দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন মানুষটি । আজ এক বছর অতিক্রান্ত । নেই তিনি । রয়ে গিয়েছে তাঁর মূল্যবান সব সৃষ্টি ।

soumitra chatterjee death anniversary: daughter poulomi basu's theatre team performed his audio drama
কাজেই ডুবে ছিলেন অভিনেতা

আরও পড়ুন: অভিযানের ট্রেলার প্রকাশ পরমের, সৌমিত্রের চরিত্রে অনবদ্য যিশু

14 নভেম্বর রাত 12টার পর তাঁর জীবনাবসান হয় । তাই গতকালই সৌমিত্র কন্যা পৌলমী বসুর (Poulomi Basu) নাটক দল 'মুখোমুখি'তে বাবার স্মৃতিতে তাঁরই লেখা 'টাইপিস্ট' এবং 'দুটি কাপুরুষের কথা' শ্রুতিনাটক দুটি মঞ্চস্থ হয় আকাদেমিতে ।

আরও পড়ুন: 'বেলাশুরু' আর দেখে যেতে পারলেন না সৌমিত্রদা : শিবপ্রসাদ মুখোপাধ্যায়

soumitra chatterjee death anniversary: daughter poulomi basu's theatre team performed his audio drama
প্রয়াণ দিবসে সৌমিত্রের লেখাতেই তাঁকে স্মরণ

প্রসঙ্গত, ম্যুরে সিসগালের (Murray Schisgal) মূল ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে 'টাইপিস্ট' নাটকটি লেখেন বাঙালির ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় । প্রায় এক ঘণ্টা পনেরো মিনিটের এই নাটকটি বহুবার পড়েছেন তিনি । নাটকে রয়েছে মাত্র দুটি চরিত্র - অনিরুদ্ধ হালদার ও ইন্দ্রাণী দাশগুপ্ত । 14 নভেম্বর আকাদেমিতে ওই দুটি চরিত্রে অভিনয় করেন দেবশঙ্কর হালদার ও সৌমিত্র কন্যা পৌলমী বসু । 'টাইপিস্ট'-এর ধারণা ও নির্দেশনায় পৌলমী বসু ।

আরও পড়ুন: বিশ্বনাথের মতোই 'বেলাশুরু' দেখা হল না আরতির

soumitra chatterjee death anniversary: daughter poulomi basu's theatre team performed his audio drama
সৌমিত্র-স্মরণে

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন, আজ 15 নভেম্বর অভিনেতার প্রয়াণ দিবসে কোনও বাড়তি আয়োজন নয় । পরিবারের সদস্যরা মিলেই গল্পে, কবিতায়, কথায় স্মরণ করবেন তাঁকে । থাকছেন না পরিবারের বাইরের কেউ ৷ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । তিনি আরও বলেন, "বাবাকে স্মরণ করে গতকালই মঞ্চস্থ হয়েছে 'টাইপিস্ট' এবং 'দুটি কাপুরুষের কথা'। বাবা কাজে বিশ্বাসী ছিলেন । তাই কাজ দিয়েই বাবাকে স্মরণ করেছি আমরা । আর আজ ঘরেই পরিবারের সকলে মিলে স্মরণ করব বাবাকে ।"

আরও পড়ুন: "সৌমিত্র চট্টোপাধ্যায়দের মৃত্যু হয় না" স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী

কলকাতা, 15 নভেম্বর: 15 নভেম্বর, 2020 । টলিউডকে অভিভাবকহীন করে চিরঘুমে নিমজ্জিত হন বাংলার ফেলুদা । প্রথম প্রয়াণ দিবসের আগে তাঁর স্মরণে 14 নভেম্বর আকাদেমিতে মঞ্চস্থ হল তাঁর লেখা 'দুটি কাপুরুষের কথা' এবং 'টাইপিস্ট'।

"সময় বহিয়া যায় নদীর স্রোতের মতো"- প্রবাদটা মিথ্যে প্রমাণ করে কার সাধ্যি ? এই তো সে দিন, ভক্তদের কাঁদিয়ে, টলিউডকে অভিভাবকহীন করে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা তথা নাট্যকার, লেখক, বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee Death Anniversary) । আজও মানুষ চকিতে ভুলে যায় তিনি নেই । মনেই হয় না তিনি নেই । হাসপাতালে ভর্তির প্রায় আগের দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন মানুষটি । আজ এক বছর অতিক্রান্ত । নেই তিনি । রয়ে গিয়েছে তাঁর মূল্যবান সব সৃষ্টি ।

soumitra chatterjee death anniversary: daughter poulomi basu's theatre team performed his audio drama
কাজেই ডুবে ছিলেন অভিনেতা

আরও পড়ুন: অভিযানের ট্রেলার প্রকাশ পরমের, সৌমিত্রের চরিত্রে অনবদ্য যিশু

14 নভেম্বর রাত 12টার পর তাঁর জীবনাবসান হয় । তাই গতকালই সৌমিত্র কন্যা পৌলমী বসুর (Poulomi Basu) নাটক দল 'মুখোমুখি'তে বাবার স্মৃতিতে তাঁরই লেখা 'টাইপিস্ট' এবং 'দুটি কাপুরুষের কথা' শ্রুতিনাটক দুটি মঞ্চস্থ হয় আকাদেমিতে ।

আরও পড়ুন: 'বেলাশুরু' আর দেখে যেতে পারলেন না সৌমিত্রদা : শিবপ্রসাদ মুখোপাধ্যায়

soumitra chatterjee death anniversary: daughter poulomi basu's theatre team performed his audio drama
প্রয়াণ দিবসে সৌমিত্রের লেখাতেই তাঁকে স্মরণ

প্রসঙ্গত, ম্যুরে সিসগালের (Murray Schisgal) মূল ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে 'টাইপিস্ট' নাটকটি লেখেন বাঙালির ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় । প্রায় এক ঘণ্টা পনেরো মিনিটের এই নাটকটি বহুবার পড়েছেন তিনি । নাটকে রয়েছে মাত্র দুটি চরিত্র - অনিরুদ্ধ হালদার ও ইন্দ্রাণী দাশগুপ্ত । 14 নভেম্বর আকাদেমিতে ওই দুটি চরিত্রে অভিনয় করেন দেবশঙ্কর হালদার ও সৌমিত্র কন্যা পৌলমী বসু । 'টাইপিস্ট'-এর ধারণা ও নির্দেশনায় পৌলমী বসু ।

আরও পড়ুন: বিশ্বনাথের মতোই 'বেলাশুরু' দেখা হল না আরতির

soumitra chatterjee death anniversary: daughter poulomi basu's theatre team performed his audio drama
সৌমিত্র-স্মরণে

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন, আজ 15 নভেম্বর অভিনেতার প্রয়াণ দিবসে কোনও বাড়তি আয়োজন নয় । পরিবারের সদস্যরা মিলেই গল্পে, কবিতায়, কথায় স্মরণ করবেন তাঁকে । থাকছেন না পরিবারের বাইরের কেউ ৷ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । তিনি আরও বলেন, "বাবাকে স্মরণ করে গতকালই মঞ্চস্থ হয়েছে 'টাইপিস্ট' এবং 'দুটি কাপুরুষের কথা'। বাবা কাজে বিশ্বাসী ছিলেন । তাই কাজ দিয়েই বাবাকে স্মরণ করেছি আমরা । আর আজ ঘরেই পরিবারের সকলে মিলে স্মরণ করব বাবাকে ।"

আরও পড়ুন: "সৌমিত্র চট্টোপাধ্যায়দের মৃত্যু হয় না" স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী

Last Updated : Nov 15, 2021, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.