মুক্তি পেল 'জ়ম্বিস্তান'-এর গান - জ়ম্বিস্তান
মুক্তি পেল 'জ়ম্বিস্তান' ছবির গান 'মৃতের শহর' । ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী । সব ঠিক থাকলে 13 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।
কলকাতা : অভিরূপ ঘোষের পরিচালনায় এই প্রথম বাংলায় সায়েন্স ফিকশন ছবি দেখতে পাবে দর্শক । ছবির নাম 'জ়ম্বিস্তান'। 13 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি । মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী । মুক্তি পেল ছবির গান 'মৃতের শহর' । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ।
ইঞ্জিনিয়ারিং ছেড়ে পরিচালনায় মন দিয়েছেন অভিরূপ । এর আগেও 'কে : সিক্রেট আই' বলে একটি ছবি তৈরি করেছিলেন তিনি । এরপর 'জ়ম্বিস্তান' পরিচালনা করছেন । ছবির গল্প 2030 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে । ছবির গল্পে দর্শকরা দেখতে পাবেন, বায়োকেমিকাল অস্ত্রের প্রভাবে মানুষের অস্তিত্ব বিপন্ন । এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সমগ্র জীবকূল ধ্বংসের হয়ে যাচ্ছে । সেই ভয়ংকর অবস্থার মধ্যেও কয়েকজন বাঁচার চেষ্টা করছেন । তখনই ছবির মুখ্য চরিত্রগুলির একে অপরের সঙ্গে দেখা হয় । তনুশ্রীর চরিত্রটির নাম আখিরা । আর রুদ্রনীলের চরিত্রের নাম অনীল ।
ছবি সম্পর্কে রজতাভ বলেন, "এটা 2030 সালের গল্প । এক কথায় বলতে গেলে এটা মানুষের একটা বেঁচে থাকার লড়াইয়ের গল্প । কারণ 2030 সালে মানুষ নরখাদক হয়ে উঠছে সেখান থেকে গুটি কয়েকজন কীভাবে বাকিদেরকে উদ্ধার করে এই ছবি সেই গল্পই বলে ।"
এই ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস । তিনি বলেন, "এই ধরনের ছবিতে সংগীত যে হবে সেটা ভাবাই একটা দুঃসাহসিক ব্যাপার । এই বিষয়কে কেন্দ্র করে আমরা যে সব ছবি দেখি সেখানে গান খুব একটা ব্যবহার করা হয়নি । কিন্তু, ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব গুরুত্বপূর্ণ । ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি এখানে গান ব্যবহার করেছি ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
Body:বাংলার প্রথম সাইন্সফিকশন জম্বিস্থান ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠান অভিনেতা রজতাভ জানালেন, "এটা 2030 সালের গল্প আর প্রথম জম্বি ছবি বলে চারদিকে একটা হইচই রয়েছে।আগামী 13 তারিখ ছবিটি মুক্তি পেতে চলেছে, আর আমরা খুবই এক্সাইটেড। এক কথায় বলতে গেলে এটা মানুষের একটা বেঁচে থাকার লড়াই এর গল্প। কারণ 2030 সালে কোন এক কারণে মানুষ নরখাদক হয়ে উঠছে সেখান থেকে গুটি কয়েকজন কিভাবে বাকিদেরকে উদ্ধার করে এই ছবি সেই গল্পই বলে"।
জম্বিস্থান ছবির গান গাওয়া নিয়ে তিমির বিশ্বাস জানালেন,এই ধরনের ছবিতে সঙ্গীত যে হবে সেটা ভাবাটাই একটা দুঃসাহসীক ব্যাপার। এই ধরনের বিষয়কে কেন্দ্র করে আমরা যে অন্যান্য ভাষায় ছবি দেখেছি তাতে গানের ব্যবহার কিন্তু খুব একটা নেই।কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি এখানে গান ব্যবহার করেছি।
Conclusion: