ETV Bharat / sitara

Somraj-Ayushi : রাজার গেরোয় ত্রিকোণ প্রেমে বন্দি সোমরাজ-বনি-আয়ূষী - Amrapali

রাজা চন্দর (Raja Chanda) ফিল্ম আম্রপালীতে (Amrapali) ত্রিকোণ প্রেমে বন্দি হচ্ছেন সোমরাজ মাইতি (Somraj Maity), আয়ূষী তালুকদার (Ayushi Talukder) ও বনি সেনগুপ্ত ।

somraj-maity-bonny-sengupta-and-ayushi-talukder-to-create-love-triangle-raja-chandas-film-amrapali
রাজার গেরোয় ত্রিকোণ প্রেমে বন্দি সোমরাজ-বনি-আয়ূষী
author img

By

Published : Nov 10, 2021, 7:26 PM IST

কলকাতা, 10 নভেম্বর : রিয়েল লাইফ জুটির সঙ্গে রিলে বন্দি হতে চলেছেন সোমরাজ মাইতি । আছেন বনি সেনগুপ্তও ।

বড় পর্দায় ব্যাক টু ব্যাক দুটি কাজ চলছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতির (Somraj Maity)। সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ পরিচালিত 'জয় কালী কলকাত্তাওয়ালি' ছাড়াও আরেকটি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলে নিজেই জানিয়েছেন ইটিভি ভারতকে । রাজা চন্দর আগামী ছবি 'আম্রপালী'তে (Amrapali) অভিনয় করছেন সোমরাজ । রয়েছেন বনি সেনগুপ্তর মতো হেভিওয়েট অভিনেতাও । এ ছাড়াও থাকছেন সোমরাজের অফস্ক্রিন প্রেমিকা আয়ূষী তালুকদার (Ayushi Talukder) । এই তিনজনের মধ্যেই চলবে ত্রিকোণ প্রেম ।

ফ্লেভারটা চমক হিসেবেই থাক । গল্পটা রাজা চন্দের । গল্পের চিত্রনাট্য বাঁধবেন আদিত্য সেনগুপ্ত । জানালেন সোমরাজ । বললেন, "ছবিটা অনেকদিন আগেই ভেবেছিলেন রাজাদা । কিন্তু হয়ে উঠছিল না । এ বার অপেক্ষার অবসান । ছবিতে আমার বাবা একজন রাজনীতিবিদ । বাবার চরিত্রে রয়েছেন অরিন্দম গাঙ্গুলি । বাবা চায়, আমার রাজনৈতিক ভিতটা গ্রামে গিয়ে পোক্ত হোক । এবং সেটা সৎ পথে । একজন সৎ এবং সম্মানীয় মাস্টারমশাইয়ের কাছে আমি জীবনে এগিয়ে চলার সঠিক দিশা পাই, সেটাই চায় আমার বাবা । পরেরটা চমক । প্রেমের একটা বড় দিক তো আছেই । তাও আবার ত্রিকোণ প্রেম । সুতরাং গণ্ডগোল একটা বাঁধবে প্রেম ঘিরে, তা তো বলার অপেক্ষা রাখে না ।"

আরও পড়ুন: Poonam Pandey: স্বামীর মারে হাসপাতালে পুনম পান্ডে ! গ্রেফতার স্যাম বম্বে

সোমরাজ আরও বলেন, "আমি খুব এক্সাইটেড । কেননা গল্পটা আমি জানতাম সেই 2019 সাল থেকেই । একটা দারুণ কাজ হতে চলেছে বন্ধু এবং পরিবারের সঙ্গে। যেখানে একে অপরকে খুব ভাল চেনে আর বোঝে সেই টিম খুব স্ট্রং হয় ।"

আয়ূষী জানান, "আমি এই ছবির অংশ হতে পারায় বেশ উত্তেজিত । কারণ সত্যিই গল্পটা আমার মনে ধরেছে । এ ছাড়াও আমি যাঁদের খুব ভাল ভাবে চিনি তাঁদের সঙ্গে শুটিং করতে চলেছি । আপনি যখন দলের সঙ্গে স্বচ্ছন্দ্যবোধ করেন, তখন কাজটা সত্যিই সহজ হয়ে যায় । সোমরাজের সঙ্গে প্রথমবার কাজ, তাই রিল লাইফে দর্শক কীভাবে আমাদের এক সঙ্গে গ্রহণ করে, তা দেখার জন্য অপেক্ষায় আছি । আর রাজাদা ও বনির সঙ্গে পৃথকভাবে আমার এটা দ্বিতীয় কাজ । ওঁরা দুজনেই খুব কো-অপারেটিভ । সামগ্রিক ভাবে আমি নিশ্চিত যে এটি একটি মজার শুটিং হতে চলেছে ।"

আরও পড়ুন: Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

ছবির শুটিং হবে বোলপুরে । শুভ মহরত হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

কলকাতা, 10 নভেম্বর : রিয়েল লাইফ জুটির সঙ্গে রিলে বন্দি হতে চলেছেন সোমরাজ মাইতি । আছেন বনি সেনগুপ্তও ।

বড় পর্দায় ব্যাক টু ব্যাক দুটি কাজ চলছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতির (Somraj Maity)। সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ পরিচালিত 'জয় কালী কলকাত্তাওয়ালি' ছাড়াও আরেকটি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলে নিজেই জানিয়েছেন ইটিভি ভারতকে । রাজা চন্দর আগামী ছবি 'আম্রপালী'তে (Amrapali) অভিনয় করছেন সোমরাজ । রয়েছেন বনি সেনগুপ্তর মতো হেভিওয়েট অভিনেতাও । এ ছাড়াও থাকছেন সোমরাজের অফস্ক্রিন প্রেমিকা আয়ূষী তালুকদার (Ayushi Talukder) । এই তিনজনের মধ্যেই চলবে ত্রিকোণ প্রেম ।

ফ্লেভারটা চমক হিসেবেই থাক । গল্পটা রাজা চন্দের । গল্পের চিত্রনাট্য বাঁধবেন আদিত্য সেনগুপ্ত । জানালেন সোমরাজ । বললেন, "ছবিটা অনেকদিন আগেই ভেবেছিলেন রাজাদা । কিন্তু হয়ে উঠছিল না । এ বার অপেক্ষার অবসান । ছবিতে আমার বাবা একজন রাজনীতিবিদ । বাবার চরিত্রে রয়েছেন অরিন্দম গাঙ্গুলি । বাবা চায়, আমার রাজনৈতিক ভিতটা গ্রামে গিয়ে পোক্ত হোক । এবং সেটা সৎ পথে । একজন সৎ এবং সম্মানীয় মাস্টারমশাইয়ের কাছে আমি জীবনে এগিয়ে চলার সঠিক দিশা পাই, সেটাই চায় আমার বাবা । পরেরটা চমক । প্রেমের একটা বড় দিক তো আছেই । তাও আবার ত্রিকোণ প্রেম । সুতরাং গণ্ডগোল একটা বাঁধবে প্রেম ঘিরে, তা তো বলার অপেক্ষা রাখে না ।"

আরও পড়ুন: Poonam Pandey: স্বামীর মারে হাসপাতালে পুনম পান্ডে ! গ্রেফতার স্যাম বম্বে

সোমরাজ আরও বলেন, "আমি খুব এক্সাইটেড । কেননা গল্পটা আমি জানতাম সেই 2019 সাল থেকেই । একটা দারুণ কাজ হতে চলেছে বন্ধু এবং পরিবারের সঙ্গে। যেখানে একে অপরকে খুব ভাল চেনে আর বোঝে সেই টিম খুব স্ট্রং হয় ।"

আয়ূষী জানান, "আমি এই ছবির অংশ হতে পারায় বেশ উত্তেজিত । কারণ সত্যিই গল্পটা আমার মনে ধরেছে । এ ছাড়াও আমি যাঁদের খুব ভাল ভাবে চিনি তাঁদের সঙ্গে শুটিং করতে চলেছি । আপনি যখন দলের সঙ্গে স্বচ্ছন্দ্যবোধ করেন, তখন কাজটা সত্যিই সহজ হয়ে যায় । সোমরাজের সঙ্গে প্রথমবার কাজ, তাই রিল লাইফে দর্শক কীভাবে আমাদের এক সঙ্গে গ্রহণ করে, তা দেখার জন্য অপেক্ষায় আছি । আর রাজাদা ও বনির সঙ্গে পৃথকভাবে আমার এটা দ্বিতীয় কাজ । ওঁরা দুজনেই খুব কো-অপারেটিভ । সামগ্রিক ভাবে আমি নিশ্চিত যে এটি একটি মজার শুটিং হতে চলেছে ।"

আরও পড়ুন: Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

ছবির শুটিং হবে বোলপুরে । শুভ মহরত হয়ে গিয়েছে ।

আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.