ETV Bharat / sitara

বাংলা ছবির গানে ফের সোনু নিগমের জাদু - সোনু নিগম

আবারও বাংলা গানে পাবেন সোনু নিগমের মিঠে গলার সুর ৷ কিশলয় নামে একটি ফিল্মে বাংলা গান গাইলেন বলিউডের এই গায়ক ৷

singer sonu nigam sings bengali song for kishalay
বাংলা ছবির গানে ফের সোনু নিগমের জাদু
author img

By

Published : May 13, 2021, 10:18 AM IST

কলকাতা, 13 মে: একটা সময় ছিল, যখন বাংলা ছবিতে গান গাইতে আসতেন বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা । যাঁরা এখন প্রায় সকলেই কিংবদন্তি । এখন বলিউডের সঙ্গীত জগতে অধিকাংশই বাঙালি । তবু সেই চল থামেনি ৷ বাংলা গানের সুরে গলা মিলিয়েছেন নানা শিল্পী ৷ তাঁদের মধ্য়ে অন্যতম মিঠে গলার অধিকারী সোনু নিগম ৷ আবারও তিনি বাংলা গানের সুরে গলা মিলিয়েছেন ৷

সম্প্রতি 'কিশলয়' নামে একটি বাংলা ছবির জন্য গান গাইলেন বলিউডের নাম করা গায়ক সোনু নিগম । কলকাতার ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে গান গাইলেন সোনু ।দীপঙ্করের কথায় ও অমিত মিত্রের সুরে এই গান মুম্বইতে রেকর্ড করা হয়েছে ।

তবে এই প্রথম নয়, আগেও বহুবার বাংলা ছবিতে গান গেয়েছেন সোনু নিগম । সেগুলির মধ্যে অন্যতম একটি গান হল 'শুভদৃষ্টি' ছবি থেকে মন রাগে অনুরাগে । সেই সময়ে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি । এ ছাড়াও জিৎ কোয়েল জুটির বিভিন্ন ফিল্মে একচেটিয়া গান গেয়েছেন সোনু । তবে সম্প্রতি সেই ধারায় খানিকটা ভাঁটা পড়ে ছিল । কারণ একা অরিজিৎ সিং-ই সেই জায়গা দখল করে রেখেছেন ।

আরও পড়ুন: ভাবমূর্তি তৈরির থেকেও জরুরি মানুষের জীবন, কেন্দ্রকে বিঁধে উল্টো সুরে অনুপম

তবে কিশলয় ছবিতে নবাগতা ইন্দ্রাণীর সঙ্গে সোনু নিগমের গাওয়া 'কেন করলি এ রকম' গানটি নিয়ে যথেষ্ট আশাবাদী সোনু । অসাধারণ কথার এই গান দর্শকদের হৃদয় ছোঁবে বলে তিনি আশাবাদী ।

আগামী কয়েক মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে 'আরণ্যক ফিল্মজ' প্রযোজিত, আতিউল ইসলাম পরিচালিত ছবি 'কিশলয়'।

কলকাতা, 13 মে: একটা সময় ছিল, যখন বাংলা ছবিতে গান গাইতে আসতেন বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা । যাঁরা এখন প্রায় সকলেই কিংবদন্তি । এখন বলিউডের সঙ্গীত জগতে অধিকাংশই বাঙালি । তবু সেই চল থামেনি ৷ বাংলা গানের সুরে গলা মিলিয়েছেন নানা শিল্পী ৷ তাঁদের মধ্য়ে অন্যতম মিঠে গলার অধিকারী সোনু নিগম ৷ আবারও তিনি বাংলা গানের সুরে গলা মিলিয়েছেন ৷

সম্প্রতি 'কিশলয়' নামে একটি বাংলা ছবির জন্য গান গাইলেন বলিউডের নাম করা গায়ক সোনু নিগম । কলকাতার ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে গান গাইলেন সোনু ।দীপঙ্করের কথায় ও অমিত মিত্রের সুরে এই গান মুম্বইতে রেকর্ড করা হয়েছে ।

তবে এই প্রথম নয়, আগেও বহুবার বাংলা ছবিতে গান গেয়েছেন সোনু নিগম । সেগুলির মধ্যে অন্যতম একটি গান হল 'শুভদৃষ্টি' ছবি থেকে মন রাগে অনুরাগে । সেই সময়ে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল এই গানটি । এ ছাড়াও জিৎ কোয়েল জুটির বিভিন্ন ফিল্মে একচেটিয়া গান গেয়েছেন সোনু । তবে সম্প্রতি সেই ধারায় খানিকটা ভাঁটা পড়ে ছিল । কারণ একা অরিজিৎ সিং-ই সেই জায়গা দখল করে রেখেছেন ।

আরও পড়ুন: ভাবমূর্তি তৈরির থেকেও জরুরি মানুষের জীবন, কেন্দ্রকে বিঁধে উল্টো সুরে অনুপম

তবে কিশলয় ছবিতে নবাগতা ইন্দ্রাণীর সঙ্গে সোনু নিগমের গাওয়া 'কেন করলি এ রকম' গানটি নিয়ে যথেষ্ট আশাবাদী সোনু । অসাধারণ কথার এই গান দর্শকদের হৃদয় ছোঁবে বলে তিনি আশাবাদী ।

আগামী কয়েক মাসের মধ্যেই মুক্তি পেতে চলেছে 'আরণ্যক ফিল্মজ' প্রযোজিত, আতিউল ইসলাম পরিচালিত ছবি 'কিশলয়'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.