ETV Bharat / sitara

Lata Mangeshkar Health Update : এখনও আইসিইউ-তে সুরসম্রাজ্ঞী, সেরে উঠতে লাগবে সময় - আইসিইউ-তে লতা মঙ্গেশকর

পাশাপাশি লতার স্বাস্থ্য নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ভুল খবর পরিবেশন করছে বলে অভিযোগ করেন বোন উষা মঙ্গেশকর ৷ এমন ভুয়ো খবর পরিবেশন না করার অনুরোধ জানান তিনি ৷

Lata Mangeshkar
Lata Mangeshkar
author img

By

Published : Jan 17, 2022, 9:38 PM IST

মুম্বই, 17 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অগুনতি অনুরাগীরা ৷ কারণ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ করোনা প্রথম দুটি ঢেউ থেকে বাঁচলেও তৃতীয় ঢেউয়ে এই ভাইরাসের কবলে পড়েছেন দেশের এই কিংবদন্তি গায়িকা ৷ বর্তমানে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ সেখান থেকে নিয়মিত তাঁর স্বাস্থ্যের আপডেট দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই বাড়ি ফিরছেন না তিনি ৷

অবস্থার অবনতি হওয়ায় দিন কয়েক আগে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷ যে খবরে উদ্বেগে পড়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা ৷ তবে বর্তমানে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ যদিও এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না ৷ বয়সজনিত কারণে কোভিডের ধাক্কা সামলে সেরে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ আপাতত আরও 15 দিন তাঁকে হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Stars remember Pandit Birju Maharaj: বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত তারকারা, স্মৃতিচারণায় কমল-হেমা-জাহ্নবী

বোন উষা মঙ্গেশকর নবতিপর গায়িকার স্বাস্থ্য সম্পর্কিত আপডেট দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, লতা দিদির স্বাস্থ্যের উন্নতি হয়েছে ৷ সামান্য কিছু সমস্যা ছিল ৷ কিন্তু এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৷ তবে বাড়ি কবে ফিরবেন তা এখনও বলা সম্ভব নয় ৷ চিকিৎসকদের উপর সবকিছু নির্ভর করছে ৷ পাশাপাশি লতার স্বাস্থ্য নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ভুল খবর পরিবেশন করছে বলে অভিযোগ করেন তিনি ৷ এমন ভুয়ো খবর পরিবেশন না করার অনুরোধ জানান উষা মঙ্গেশকর ৷

মুম্বই, 17 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অগুনতি অনুরাগীরা ৷ কারণ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ করোনা প্রথম দুটি ঢেউ থেকে বাঁচলেও তৃতীয় ঢেউয়ে এই ভাইরাসের কবলে পড়েছেন দেশের এই কিংবদন্তি গায়িকা ৷ বর্তমানে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ৷ সেখান থেকে নিয়মিত তাঁর স্বাস্থ্যের আপডেট দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ ৷ জানা গিয়েছে, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই বাড়ি ফিরছেন না তিনি ৷

অবস্থার অবনতি হওয়ায় দিন কয়েক আগে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় ৷ যে খবরে উদ্বেগে পড়ে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা ৷ তবে বর্তমানে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ যদিও এখনই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না ৷ বয়সজনিত কারণে কোভিডের ধাক্কা সামলে সেরে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ আপাতত আরও 15 দিন তাঁকে হাসপাতালে রাখা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Stars remember Pandit Birju Maharaj: বিরজু মহারাজের প্রয়াণে শোকাহত তারকারা, স্মৃতিচারণায় কমল-হেমা-জাহ্নবী

বোন উষা মঙ্গেশকর নবতিপর গায়িকার স্বাস্থ্য সম্পর্কিত আপডেট দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, লতা দিদির স্বাস্থ্যের উন্নতি হয়েছে ৷ সামান্য কিছু সমস্যা ছিল ৷ কিন্তু এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ৷ তবে বাড়ি কবে ফিরবেন তা এখনও বলা সম্ভব নয় ৷ চিকিৎসকদের উপর সবকিছু নির্ভর করছে ৷ পাশাপাশি লতার স্বাস্থ্য নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ভুল খবর পরিবেশন করছে বলে অভিযোগ করেন তিনি ৷ এমন ভুয়ো খবর পরিবেশন না করার অনুরোধ জানান উষা মঙ্গেশকর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.