ETV Bharat / sitara

Kabir Suman : জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন - কবীর সুমন অসুস্থ

অসুস্থ কবীর সুমন (Kabir Suman) ৷ জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথা নিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি ৷ তাঁর কোভিড পরীক্ষা করানো হয়েছে ৷

singer kabir suman admitted to sskm with fever and breathing trouble
জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন
author img

By

Published : Jun 28, 2021, 2:25 PM IST

Updated : Jun 28, 2021, 4:16 PM IST

কলকাতা, 28 জুন: অসুস্থ বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন ৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে ৷ গতকাল গভীর রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ শ্বাসকষ্টের পাশাপাশি জ্বরও আছে তাঁর ৷

রবিবার রাত থেকেই অসুস্থতা বোধ করেন 72 বছরের শিল্পী ৷ তাঁর চিকিৎসকরা ঝুঁকি না-নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন ৷ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের 103 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন কবীর সুমন । তাঁর চিকিৎসা করছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষ । তিনি জানিয়েছেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন কবীর সুমন । তাঁর গলাতেও খুবই ব্যথা রয়েছে ৷ ভর্তির সময় তাঁর অক্সিজেনের মাত্রা ছিল 90 ৷ এখন অক্সিজেন দিতে হচ্ছে সঙ্গীতশিল্পীকে ৷ চলছে অন্যান্য ওষুধ ৷

ইতিমধ্যেই তাঁর প্রাথমিক কোভিড পরীক্ষা করা হয়েছে এবং তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু ডা. ঘোষ জানান, যেহেতু সেই প্রাথমিক পরীক্ষা শুধুমাত্র ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট, তাই তার উপর পুরোপুরি আস্থা রাখার ঝুঁকি তাঁরা নিতে চাইছেন না । কবীর সুমনের আরটি-পিসিআর টেস্টও করা হয়েছে । যদিও সেই পরীক্ষার রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি চিকিৎসকদের । সেই রিপোর্ট হাতে পেলে তারপরই পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে ।

আরও পড়ুন: দেশে নিম্নমুখী করোনার গ্রাফ, গত 24 ঘণ্টায় আক্রান্ত 46 হাজার, মৃত 979

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিল্পীকে অক্সিজেন দিতে হচ্ছে কারণ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে । এ ছাড়াও ধরা পড়েছে ফুসফুসের সংক্রমণ । দুই সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে শিল্পীর ।

আরও পড়ুন: নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া

কবীর সুমনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । শ্বাসকষ্টও ছিল বেশ কয়েকদিন ধরে । কিন্তু রবিবার রাত থেকে তাঁর কষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় আর কোনও ঝুঁকি না-নিয়ে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । যদিও হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে যে, শ্বাসকষ্ট থাকলেও শিল্পীর শারীরিক অবস্থা বিশেষ গুরুতর নয় ।

কলকাতা, 28 জুন: অসুস্থ বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন ৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে ৷ গতকাল গভীর রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ শ্বাসকষ্টের পাশাপাশি জ্বরও আছে তাঁর ৷

রবিবার রাত থেকেই অসুস্থতা বোধ করেন 72 বছরের শিল্পী ৷ তাঁর চিকিৎসকরা ঝুঁকি না-নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন ৷ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের 103 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন কবীর সুমন । তাঁর চিকিৎসা করছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষ । তিনি জানিয়েছেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন কবীর সুমন । তাঁর গলাতেও খুবই ব্যথা রয়েছে ৷ ভর্তির সময় তাঁর অক্সিজেনের মাত্রা ছিল 90 ৷ এখন অক্সিজেন দিতে হচ্ছে সঙ্গীতশিল্পীকে ৷ চলছে অন্যান্য ওষুধ ৷

ইতিমধ্যেই তাঁর প্রাথমিক কোভিড পরীক্ষা করা হয়েছে এবং তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু ডা. ঘোষ জানান, যেহেতু সেই প্রাথমিক পরীক্ষা শুধুমাত্র ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট, তাই তার উপর পুরোপুরি আস্থা রাখার ঝুঁকি তাঁরা নিতে চাইছেন না । কবীর সুমনের আরটি-পিসিআর টেস্টও করা হয়েছে । যদিও সেই পরীক্ষার রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি চিকিৎসকদের । সেই রিপোর্ট হাতে পেলে তারপরই পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে ।

আরও পড়ুন: দেশে নিম্নমুখী করোনার গ্রাফ, গত 24 ঘণ্টায় আক্রান্ত 46 হাজার, মৃত 979

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিল্পীকে অক্সিজেন দিতে হচ্ছে কারণ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে । এ ছাড়াও ধরা পড়েছে ফুসফুসের সংক্রমণ । দুই সদস্যের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে শিল্পীর ।

আরও পড়ুন: নুসরতের রোদচশমায় কার প্রতিচ্ছবি ? সরগরম নেটপাড়া

কবীর সুমনের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । শ্বাসকষ্টও ছিল বেশ কয়েকদিন ধরে । কিন্তু রবিবার রাত থেকে তাঁর কষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় আর কোনও ঝুঁকি না-নিয়ে হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । যদিও হাসপাতাল সূত্র থেকে জানা যাচ্ছে যে, শ্বাসকষ্ট থাকলেও শিল্পীর শারীরিক অবস্থা বিশেষ গুরুতর নয় ।

Last Updated : Jun 28, 2021, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.