ETV Bharat / sitara

জন্মদিনে চোখে জল ইমনের - undefined

আজ বাড়িতেই খাওয়া-দাওয়া করছেন ইমন । জন্মদিনের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, মুরগির মাংস এবং মিষ্টি । সকালের দিকে পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করেছেন । আর সন্ধেতে বন্ধুদের সঙ্গে দিনটি পালন করবেন ।

dfg
dfg
author img

By

Published : Sep 13, 2020, 4:50 PM IST

কলকাতা : আজ ইমন চক্রবর্তীর জন্মদিন । 31 বছরে পা দিলেন তিনি । রবীন্দ্রসংগীত, লোকগীতি বা সিনেমায় প্লেব্যাক যে কোনও গানেই অত্যন্ত সাবলীল । এই প্রজন্মের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠেছেন ইমন । আর এই বিশেষ দিনে গায়িকার জন্য ফ্যান ক্লাবের তরফে কিছু করা হবে না সেটা কখনও হয় ?

ইমনের জন্মদিন উপলক্ষ্যে তাঁর ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিয়ো করা হয় । যা দেখে আনন্দে চোখে জল আসে গায়িকার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

1989-এর আজকের দিনে লিলুয়ায় জন্ম ইমনের । মা তৃষ্ণা চক্রবর্তী যতদিন ছিলেন, ততদিন ঘড়ি ধরে সকাল 7টা 15 মিনিটে মা, বাবা, দাদু, দিদা সবাইকে প্রণাম করতেন তিনি । আর সবাই তাঁকে আশীর্বাদ করতেন । কিন্তু, 2014 সালে মা চলে যাওয়ার পর থেকে সেই প্রথা আর পালন করেন না ইমন । সকালে ঘুম থেকে উঠে বাবাকে প্রণাম করে আবার শুয়ে পড়েন । তবে প্রতিবছর এই দিনে ইমনের বাড়িতে তাঁর বড় মাসি আসেন । এবছরও তার অন্যথা হয়নি ।

asd
.

আজ বাড়িতেই খাওয়া-দাওয়া করছেন ইমন । জন্মদিনের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, মুরগির মাংস এবং মিষ্টি । সকালের দিকে পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করেছেন । আর সন্ধেতে বন্ধুদের সঙ্গে দিনটি পালন করবেন ।

জন্মদিনে ETV ভারতের তরফে ফ্যানদের উদ্দেশে ইমন বলেন, "এই কটা বছরে যে ভালোবাসা আমাকে আপনারা দিয়েছেন এতটা পাওয়ার যোগ্য কি না, সেটা জানি না । তবে যতটুকু পেয়েছি, নিজেকে সেই যোগ্যতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব ।"

কলকাতা : আজ ইমন চক্রবর্তীর জন্মদিন । 31 বছরে পা দিলেন তিনি । রবীন্দ্রসংগীত, লোকগীতি বা সিনেমায় প্লেব্যাক যে কোনও গানেই অত্যন্ত সাবলীল । এই প্রজন্মের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে উঠেছেন ইমন । আর এই বিশেষ দিনে গায়িকার জন্য ফ্যান ক্লাবের তরফে কিছু করা হবে না সেটা কখনও হয় ?

ইমনের জন্মদিন উপলক্ষ্যে তাঁর ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিয়ো করা হয় । যা দেখে আনন্দে চোখে জল আসে গায়িকার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

1989-এর আজকের দিনে লিলুয়ায় জন্ম ইমনের । মা তৃষ্ণা চক্রবর্তী যতদিন ছিলেন, ততদিন ঘড়ি ধরে সকাল 7টা 15 মিনিটে মা, বাবা, দাদু, দিদা সবাইকে প্রণাম করতেন তিনি । আর সবাই তাঁকে আশীর্বাদ করতেন । কিন্তু, 2014 সালে মা চলে যাওয়ার পর থেকে সেই প্রথা আর পালন করেন না ইমন । সকালে ঘুম থেকে উঠে বাবাকে প্রণাম করে আবার শুয়ে পড়েন । তবে প্রতিবছর এই দিনে ইমনের বাড়িতে তাঁর বড় মাসি আসেন । এবছরও তার অন্যথা হয়নি ।

asd
.

আজ বাড়িতেই খাওয়া-দাওয়া করছেন ইমন । জন্মদিনের মেনুতে ছিল ভাত, বেগুন ভাজা, ডাল, মুরগির মাংস এবং মিষ্টি । সকালের দিকে পরিবারের সঙ্গেই জন্মদিন পালন করেছেন । আর সন্ধেতে বন্ধুদের সঙ্গে দিনটি পালন করবেন ।

জন্মদিনে ETV ভারতের তরফে ফ্যানদের উদ্দেশে ইমন বলেন, "এই কটা বছরে যে ভালোবাসা আমাকে আপনারা দিয়েছেন এতটা পাওয়ার যোগ্য কি না, সেটা জানি না । তবে যতটুকু পেয়েছি, নিজেকে সেই যোগ্যতার জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.