ETV Bharat / sitara

"50 একটা সংখ্যা হলেও তার প্রভাব পড়ে শরীরে"

সম্প্রতি 50 বছরে পা দিলেন ক্যাকটাস ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য সিধু । জন্মদিনকে বিশেষভাবে পালন করতে ব্যান্ডের সহযোগিতায় একটি মিউজ়িকাল কনসার্টের আয়োজন করা হয়েছিল । ক্যাকটাসের পাশাপাশি সেখানে পারফর্ম করে অন্য ব্যান্ডের সদস্যরাও ।

fg
fg
author img

By

Published : Dec 30, 2019, 1:47 PM IST

কলকাতা : পেশায় একজন ডাক্তার হলেও,গান তাঁর বরাবরই প্রিয় । আর গানের প্রতি ভালোবাসা থেকে একটি ব্যান্ড তৈরি করেন সিদ্ধার্থ শংকর । যদিও সিধু মানেই বহুল পরিচিত । সালটা 1992 । ডাক্তারি পড়ার পাশাপাশি কয়েকজন বন্ধুকে নিয়ে খুলে ফেলেন একটি বাংলা ব্যান্ড । নাম 'ক্যাকটাস'। শুরুর দিনগুলিতে খুব একটা জনপ্রিয়তা পাননি । তারপর অবশ্য সাধারণ মানুষের কাছে পরিচিত একটি নাম হয়ে ওঠে । এরপর যত দিন গেছে এই ব্যান্ডের পরিচিতি তত বেড়েছে । সম্প্রতি 50 বছরে পা দিলেন এই ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য সিধু ।

জন্মদিনকে বিশেষভাবে পালন করতে ব্যান্ডের সহযোগিতায় একটি মিউজ়িকাল কনসার্টের আয়োজন করা হয়েছিল । ক্যাকটাসের পাশাপাশি সেখানে পারফর্ম করে অন্য ব্যান্ডের সদস্যরাও । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন হৈমন্তী শুক্লা, অনিন্দ্য শহর, উজ্জয়নী, ডিজে বাপন, গাবু সহ আরও অনেকে ।

50 বছর পা দিয়ে সিধু বলেন, "50 বছর একটা মাইলস্টোন । এই সময় পিছনে ফিরেও কখনও দেখতে ইচ্ছে করে । তখন মনে হয় এতদিন যতটুকু করেছি তাতে আমার তৃপ্তি রয়েছে । কখনও সামনেও তাকাতে ইচ্ছে করে । তবে এখনও অনেক কাজ করা বাকি রয়েছে । খুব তাড়াতাড়ি বাকি কাজ করতে হবে । 50 শুধুমাত্র একটা সংখ্যা হলেও তার কিছু প্রভাব শরীর ও গলাতে পড়ে । সেগুলো আমাকে মাথায় রেখে অনেক কাজ করতে হবে ।"

সিধু সম্পর্কে হৈমন্তী শুক্লা বলেন,"সিধুকে আমি ভীষণ পছন্দ করি । ওর সঙ্গে যখন আমার প্রথমবার দেখা হয়েছিল আমাকে রাস্তায় দাঁড়িয়ে গান শুনিয়েছিল । যদিও বা আমি অন্য ধরনের গান গাই ওরা অন্য ধরনের গান গায় । তবুও আমার সিধুর গান সব সময় ভালো লাগে । ওর সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত। কারণ যখনই আমার শরীর খারাপ হয় তখনই ওকে ফোন করে বলি ভাই বলতো কী ওষুধ খাব ।"

মাত্র কয়েকদিন আগেই 50-এ পা দিয়েছেন অনিন্দ্য শহর । তাই বন্ধুর 50-এ পা দেওয়া সম্পর্কে বলেন,"হিসেব মতো সিধু আমার থেকে 10 দিনের ছোটো । আর 50 কমপ্লিট করার পর আমাদের একটাই কথা মনে আসতে লাগল যে আমরাও আধ বুড়ো হয়ে গেলাম । কিন্তু, এই আধবুড়ো হয়ে যাওয়ার পরও সিধু এরকম একটা অনুষ্ঠান করার সাহস দেখাল । সেটাই আমাদের নতুন করে বেঁচে থাকার রসদ দেবে ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : পেশায় একজন ডাক্তার হলেও,গান তাঁর বরাবরই প্রিয় । আর গানের প্রতি ভালোবাসা থেকে একটি ব্যান্ড তৈরি করেন সিদ্ধার্থ শংকর । যদিও সিধু মানেই বহুল পরিচিত । সালটা 1992 । ডাক্তারি পড়ার পাশাপাশি কয়েকজন বন্ধুকে নিয়ে খুলে ফেলেন একটি বাংলা ব্যান্ড । নাম 'ক্যাকটাস'। শুরুর দিনগুলিতে খুব একটা জনপ্রিয়তা পাননি । তারপর অবশ্য সাধারণ মানুষের কাছে পরিচিত একটি নাম হয়ে ওঠে । এরপর যত দিন গেছে এই ব্যান্ডের পরিচিতি তত বেড়েছে । সম্প্রতি 50 বছরে পা দিলেন এই ব্যান্ডের অন্যতম প্রধান সদস্য সিধু ।

জন্মদিনকে বিশেষভাবে পালন করতে ব্যান্ডের সহযোগিতায় একটি মিউজ়িকাল কনসার্টের আয়োজন করা হয়েছিল । ক্যাকটাসের পাশাপাশি সেখানে পারফর্ম করে অন্য ব্যান্ডের সদস্যরাও । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে ছিলেন হৈমন্তী শুক্লা, অনিন্দ্য শহর, উজ্জয়নী, ডিজে বাপন, গাবু সহ আরও অনেকে ।

50 বছর পা দিয়ে সিধু বলেন, "50 বছর একটা মাইলস্টোন । এই সময় পিছনে ফিরেও কখনও দেখতে ইচ্ছে করে । তখন মনে হয় এতদিন যতটুকু করেছি তাতে আমার তৃপ্তি রয়েছে । কখনও সামনেও তাকাতে ইচ্ছে করে । তবে এখনও অনেক কাজ করা বাকি রয়েছে । খুব তাড়াতাড়ি বাকি কাজ করতে হবে । 50 শুধুমাত্র একটা সংখ্যা হলেও তার কিছু প্রভাব শরীর ও গলাতে পড়ে । সেগুলো আমাকে মাথায় রেখে অনেক কাজ করতে হবে ।"

সিধু সম্পর্কে হৈমন্তী শুক্লা বলেন,"সিধুকে আমি ভীষণ পছন্দ করি । ওর সঙ্গে যখন আমার প্রথমবার দেখা হয়েছিল আমাকে রাস্তায় দাঁড়িয়ে গান শুনিয়েছিল । যদিও বা আমি অন্য ধরনের গান গাই ওরা অন্য ধরনের গান গায় । তবুও আমার সিধুর গান সব সময় ভালো লাগে । ওর সঙ্গে আমার সম্পর্ক ব্যক্তিগত। কারণ যখনই আমার শরীর খারাপ হয় তখনই ওকে ফোন করে বলি ভাই বলতো কী ওষুধ খাব ।"

মাত্র কয়েকদিন আগেই 50-এ পা দিয়েছেন অনিন্দ্য শহর । তাই বন্ধুর 50-এ পা দেওয়া সম্পর্কে বলেন,"হিসেব মতো সিধু আমার থেকে 10 দিনের ছোটো । আর 50 কমপ্লিট করার পর আমাদের একটাই কথা মনে আসতে লাগল যে আমরাও আধ বুড়ো হয়ে গেলাম । কিন্তু, এই আধবুড়ো হয়ে যাওয়ার পরও সিধু এরকম একটা অনুষ্ঠান করার সাহস দেখাল । সেটাই আমাদের নতুন করে বেঁচে থাকার রসদ দেবে ।"

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: পেশায় একজন ডাক্তার হলেও,গান তার বরাবরই প্রিয়। কিন্তু সেই গান দিয়ে যে আস্ত একটা ব্যান্ডের স্থাপন হয়ে যাবে সেটা বোধহয় কল্পনাতেও ছিল না গায়ক সিদ্ধার্থ শংকর রায় ওরফে সিধুর। সালটা ছিল 1992, ডাক্তারি পড়ার পাশাপাশি গায়ক সিধু তার কয়েকজন বন্ধুদের সঙ্গে খুলে ফেললেন বাংলা রক ব্যান্ড ক্যাকটাস। শীতের আমেজে শহরের বিভিন্ন জায়গায় আনকোরা কয়েকজন মানুষের বাংলা ব্যান্ড ক্যাকটাস যখন প্রথম যাত্রা শুরু করে,তখন সে ভাবে মানুষের পাত্তা না পেলেও ধীরে ধীরে ক্যাকটাস হয়ে ওঠে অত্যন্ত পরিচিত একটি নাম। এরপর যতই দিন গড়িয়েছে ক্যাকটাস হয়ে উঠেছে বাংলা রক ব্যান্ডের অন্যতম শ্রেষ্ঠ একটি ব্যান্ড।ইতিমধ্যেই ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রায় আড়াই হাজারের ওপরে কনসার্ট করে ফেলেছে। আর এই ব্যান্ডের প্রধান গায়ক হিসেবে গাইতে গাইতেই বাংলা গানের জগতে অত্যন্ত পরিচিত নাম হয়ে উঠলেন সিধু। গতকাল ছিল তার 50 তম জন্মদিন। আর এই জন্মদিনটিকে বিশেষভাবে উদযাপন করতে গায়ক সিধু এবং ক্যাকটাস ব্যান্ডের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল এক বিশেষ মিউজিকাল কনসার্টের। যেখানে ক্যাকটাস ব্যান্ড এর পাশাপাশি আরও নতুন ধরনের ব্যান্ড রাও সেই অনুষ্ঠানে পারফর্ম করেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৈমন্তী শুক্লা, অনিন্দ্য শহর,উজ্জয়নী, ডিজে বাপন,গাবু সহ আরো অনেকে।

ডাক্তার ভাই তথা গায়ক সিঁদুর এই 50 বছর এর জন্মদিন সেলিব্রেশন উপলক্ষে গায়িকা হৈমন্তী শুক্লা জানালেন," সিধুক আমি ভীষণ পছন্দ করি, ওর সঙ্গে যখন আমার প্রথমবার দেখা হয়েছিল আমাকে রাস্তায় দাঁড়িয়ে গান শুনিয়েছিল। যদিও বা আমি অন্য ধরনের গান গাই ওরা অন্য ধরনের গান গায়। তবুও আমার সিধুর গান সব সময় তেই ভালো লাগে। আর ওর সঙ্গে আমার সম্পর্ক টা ব্যক্তিগত। কারণ যখনই আমার শরীর খারাপ হয় তখনই ওকে ফোন করে বলি ভাই বলতো কি ওষুধ খাব"।

উজ্জয়নী জানালেন," শিল্পীদের বয়স বারা উচিত নয়।কিন্তু তবুও শিল্পীদের বয়স বাড়ে। কিন্তু বয়স বাড়লেও তারা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠেন। আর সিধু দার ক্ষেত্রে এই কথাটা সুন্দর ভাবে খাটে।কারণ সিধু দা,আমাদের সবারই খুব খুব প্রিয় একজন মানুষ। আর নিজের 50 তম জন্মদিনে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন সত্যিই দেখার মতন"।

গায়ক অনিন্দ্য শহর জানালেন," হিসেব মতন সিধু আমার থেকে 10 দিনের ছোট। আর পঞ্চাশ কমপ্লিট করবার পর আমাদের একটাই কথা মনে আসতে লাগল যে আমরাও আধ বুড়ো হয়ে গেলাম। কিন্তু আশাপ্রদ ব্যাপার হলো,এই আধবুড়ো হয়ে যাওয়ার পরেও সিধু এরকম একটা অনুষ্ঠান করার সাহস দেখালো সেটাই আমাদের নতুন করে বেঁচে থাকার রসদ দেবে"।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.