ETV Bharat / sitara

Sidharth Shukla death: শরীরে মেলেনি ক্ষত, কী বলছে সিদ্ধার্থের ময়নাতদন্তের রিপোর্ট ? - ময়নাতদন্ত রিপোর্ট

অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর (Sidharth Shukla Death) প্রকৃত কারণ (Cause of Death) এখনও স্পষ্ট নয় ৷ তবে তাঁর দেহের ময়নাতদন্তের রিপোর্টে (Autopsy Report) জানা গিয়েছে যে, তাঁর শরীরে কোনও ক্ষত মেলেনি ৷

sidharth-shukla-death-no-injuries-found-in-autopsy-report cause-of-death-yet-to-be-established
সিদ্ধার্থের শরীরে মেলেনি ক্ষত, ময়নাতদন্তের পর হচ্ছে ভিসেরা
author img

By

Published : Sep 3, 2021, 3:54 PM IST

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: টিভি স্টার সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) শরীরে কোনও ক্ষত মেলেনি ৷ বৃহস্পতিবার রাতেই তাঁর ময়নাতদন্তের (Sidharth Shukla Autopsy) রিপোর্ট (Autopsy Report) হাতে এসেছে ৷ সিদ্ধার্থের ভিসেরা রিপোর্ট (Viscera Report) খতিয়ে দেখার পরই জানা যাবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ৷ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হলেও আচমকা এত অল্প বয়সে অভিনেতার মৃত্যু ঘিরে প্রশ্ন দানা বেঁধেছে নানা মহলে ৷

গতকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সেই প্রয়াত (Sidharth Shukla Death) হন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিনেতাকে হাসপাতালে আনতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ৷ প্রায় মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ এই খবরে শোকের ছায়া নেমে আসে বিনোদনের দুনিয়ায় ৷ খবরটা বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে ৷ সোশ্যাল মিডিয়ায় 'বালিকা বধূ' (Balika Vadhu) স্টারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন সেলিব্রিটিরা ৷

আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

সিদ্ধার্থ শুক্লার আচমকা মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠার পর তাঁর দেহের ময়নাতদন্ত করা হয় ৷ একদল ডাক্তার তাঁর যে ময়নাতদন্ত করেছেন, তার ভিডিয়ো রেকর্ড করে রাখা হয়েছে ৷ সূত্র জানিয়েছে, শরীরের বাইরে বা ভেতরে কোনও ক্ষত মেলেনি ৷ সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, সিদ্ধার্থের ভিসেরা রিপোর্ট কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে ৷ হিস্টোপ্যাথোলজির পরই অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে ৷

আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড

এই শোকের সময়ে তাঁদের একা থাকতে দেওয়ার আবেদন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে মুম্বইয়ের অভিনেতার পরিবার ৷ তাতে বলা হয়েছে, "আমরা সবাই কষ্টে রয়েছি ৷ আপনাদের মতোই আমরাও শোকাহত ৷ আর সবাই জানেন সিদ্ধার্থ তাঁর ব্যক্তিগত জীবন গোপনই রাখতে চাইতেন ৷ তাই অনুগ্রহ করে তাঁর ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার কথা মাথায় রাখবেন ৷ এবং তাঁর আত্মা যাতে শান্তি পায় সেই প্রার্থনা করবেন ৷"

আরও পড়ুন: Pori Moni: বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা

শোবিজ-এ মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ শুক্লা ৷ টেলিভিশন শো 'বাবুল কা আঙ্গান ছুটে না'তে মুখ্য চরিত্র দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি ৷ পরবর্তীতে 'জানে পেহচানে সে','ইয়ে আজনবি','লাভ ইউ জিন্দেগি'-এর মতো শো-তে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে 'বালিকা বধূ'-তে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ৷ তিনি অংশ নিয়েছিলেন একাধিক জনপ্রিয় শো-তেও ৷ 'ঝলক দিখলা যা-6' থেকে শুরু করে 'ফিয়ার ফ্যাক্টর : খতরোঁ কে খিলাড়ি-7' ও 'বিগ বস-13' (Big Boss 13), সব মঞ্চেই সাবলীল ছিলেন সিদ্ধার্থ শুক্লা ৷ 2014 সালে করণ জোহর প্রযোজিত 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন তিনি ৷ তাঁর অকালপ্রয়াণে শোকাহত গোটা দেশ ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: টিভি স্টার সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) শরীরে কোনও ক্ষত মেলেনি ৷ বৃহস্পতিবার রাতেই তাঁর ময়নাতদন্তের (Sidharth Shukla Autopsy) রিপোর্ট (Autopsy Report) হাতে এসেছে ৷ সিদ্ধার্থের ভিসেরা রিপোর্ট (Viscera Report) খতিয়ে দেখার পরই জানা যাবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ৷ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হলেও আচমকা এত অল্প বয়সে অভিনেতার মৃত্যু ঘিরে প্রশ্ন দানা বেঁধেছে নানা মহলে ৷

গতকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সেই প্রয়াত (Sidharth Shukla Death) হন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিনেতাকে হাসপাতালে আনতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ৷ প্রায় মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ এই খবরে শোকের ছায়া নেমে আসে বিনোদনের দুনিয়ায় ৷ খবরটা বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে ৷ সোশ্যাল মিডিয়ায় 'বালিকা বধূ' (Balika Vadhu) স্টারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন সেলিব্রিটিরা ৷

আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

সিদ্ধার্থ শুক্লার আচমকা মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠার পর তাঁর দেহের ময়নাতদন্ত করা হয় ৷ একদল ডাক্তার তাঁর যে ময়নাতদন্ত করেছেন, তার ভিডিয়ো রেকর্ড করে রাখা হয়েছে ৷ সূত্র জানিয়েছে, শরীরের বাইরে বা ভেতরে কোনও ক্ষত মেলেনি ৷ সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, সিদ্ধার্থের ভিসেরা রিপোর্ট কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে ৷ হিস্টোপ্যাথোলজির পরই অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে ৷

আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড

এই শোকের সময়ে তাঁদের একা থাকতে দেওয়ার আবেদন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে মুম্বইয়ের অভিনেতার পরিবার ৷ তাতে বলা হয়েছে, "আমরা সবাই কষ্টে রয়েছি ৷ আপনাদের মতোই আমরাও শোকাহত ৷ আর সবাই জানেন সিদ্ধার্থ তাঁর ব্যক্তিগত জীবন গোপনই রাখতে চাইতেন ৷ তাই অনুগ্রহ করে তাঁর ও তাঁর পরিবারের গোপনীয়তা রক্ষার কথা মাথায় রাখবেন ৷ এবং তাঁর আত্মা যাতে শান্তি পায় সেই প্রার্থনা করবেন ৷"

আরও পড়ুন: Pori Moni: বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা

শোবিজ-এ মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ শুক্লা ৷ টেলিভিশন শো 'বাবুল কা আঙ্গান ছুটে না'তে মুখ্য চরিত্র দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি ৷ পরবর্তীতে 'জানে পেহচানে সে','ইয়ে আজনবি','লাভ ইউ জিন্দেগি'-এর মতো শো-তে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে 'বালিকা বধূ'-তে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন ৷ তিনি অংশ নিয়েছিলেন একাধিক জনপ্রিয় শো-তেও ৷ 'ঝলক দিখলা যা-6' থেকে শুরু করে 'ফিয়ার ফ্যাক্টর : খতরোঁ কে খিলাড়ি-7' ও 'বিগ বস-13' (Big Boss 13), সব মঞ্চেই সাবলীল ছিলেন সিদ্ধার্থ শুক্লা ৷ 2014 সালে করণ জোহর প্রযোজিত 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন তিনি ৷ তাঁর অকালপ্রয়াণে শোকাহত গোটা দেশ ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.