ETV Bharat / sitara

শুটিং শুরু 'ফিল্টার কফি লিকার চা'-এর - Tollywood

পুজোয় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনব উপহার। খাবার নিয়ে তিনটি ছবি প্রযোজনা করতে চলেছেন তিনি। তিন ছবির মধ্যে একটি ছবির শুটিং শুরু হল। পরিচালক দেবারতি গুপ্তর ছবি 'ফিল্টার কফি লিকার চা', নামটা খুবই আনকোড়া লাগলেও এক আদ্যোপান্ত প্রেমের গল্প বলবে ছবিটি।

প্রিয়াঙ্কা সরকার
author img

By

Published : Jul 18, 2019, 4:48 PM IST

কলকাতা : এই ছবিতে দেবারতির সঙ্গে ফের কাজ করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বহু বছর আগে 'হইচই' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা এবং দেবারতি। বলা যেতে পারে এই ছবিতে তাঁদের রিউনিয়ন হতে চলেছে।

ছবি সম্পর্কে পরিচালক দেবারতিগুপ্ত বললেন, "দুর্গাপুজোর আগেই আমরা পুজোর সিকোয়েন্সের শুটিং করছি। আজই কালিকাপুরের একটা বাড়িতে আমরা শুট করলাম। পুজোটা যেন দুমাস এগিয়ে এসেছে আমাদের জন্য। খুব আনন্দ করে কাজ করছি আমরা।"

প্রিয়াঙ্কা সরকার
পরিচালকের সঙ্গে প্রিয়াঙ্কা
একটি বাঙালি মেয়ে এবং একটি দক্ষিণ ভারতীয় ছেলের প্রেমের গল্প নিয়ে ছবি। তাঁদের প্রেম, তাঁদের খুনসুটি নিয়েই 'ফিল্টার কফি লিকার চা'। ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন নিশান কে পি নানাইয়া। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন উষা উত্থুপ।

ফিল্টার কফি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পানীয়। আর বাঙালিদের অন্যতম প্রিয় পানীয় লিকার চা। দক্ষিণ ভারতীয় হিরোকে সিম্বলাইজ় করতে ফিল্টার কফি আর বাঙালি হিরোইনের জন্য লিকার চা। সব মিলিয়ে একটা জমজমাট প্রডোকশন হতে চলেছে 'ফিল্টার কফি লিকার চা'-এর।


কলকাতা : এই ছবিতে দেবারতির সঙ্গে ফের কাজ করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বহু বছর আগে 'হইচই' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা এবং দেবারতি। বলা যেতে পারে এই ছবিতে তাঁদের রিউনিয়ন হতে চলেছে।

ছবি সম্পর্কে পরিচালক দেবারতিগুপ্ত বললেন, "দুর্গাপুজোর আগেই আমরা পুজোর সিকোয়েন্সের শুটিং করছি। আজই কালিকাপুরের একটা বাড়িতে আমরা শুট করলাম। পুজোটা যেন দুমাস এগিয়ে এসেছে আমাদের জন্য। খুব আনন্দ করে কাজ করছি আমরা।"

প্রিয়াঙ্কা সরকার
পরিচালকের সঙ্গে প্রিয়াঙ্কা
একটি বাঙালি মেয়ে এবং একটি দক্ষিণ ভারতীয় ছেলের প্রেমের গল্প নিয়ে ছবি। তাঁদের প্রেম, তাঁদের খুনসুটি নিয়েই 'ফিল্টার কফি লিকার চা'। ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন নিশান কে পি নানাইয়া। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন উষা উত্থুপ।

ফিল্টার কফি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পানীয়। আর বাঙালিদের অন্যতম প্রিয় পানীয় লিকার চা। দক্ষিণ ভারতীয় হিরোকে সিম্বলাইজ় করতে ফিল্টার কফি আর বাঙালি হিরোইনের জন্য লিকার চা। সব মিলিয়ে একটা জমজমাট প্রডোকশন হতে চলেছে 'ফিল্টার কফি লিকার চা'-এর।


Intro:পুজোয় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনব উপহার। সেই উপহার তিনি দর্শককে প্রদান করছেন zee5 ডিজিটাল প্লাটফর্মে সঙ্গে হাত ধরে। আনতে চলেছেন তিনটি খাদ্য ভিত্তিক ছবি। তাই পুজোয় এবার আনন্দ দ্বিগুণ। সেই ছবিগুলির একটি ছবির শুটিং শুরু হল। পরিচালক দেবারতি গুপ্তের 'ফিল্টার কফি লিকার চা'।


Body:এই ছবিতে দেবারতির সঙ্গে ফের কাজ করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কার। বহু বছর আগে হইচই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা এবং দেবারতি। বলা যেতে পারে এই ছবিতে তাঁদের রিউনিয়ন হতে চলেছে।

ছবির গল্প খুব অভিনব। একটি বাঙালি মেয়ে এবং একটি দক্ষিণ ভারতীয় ছেলের গল্প। তাঁদের প্রেম, তাঁদের খুনসুটি নিয়েই ফিল্টার কফি লিকার চা। ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করছেন নিশান কে পি নানাইয়া। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন উষা উত্থুপ। যেহেতু এটি বাঙালি এবং ছেলেটি দক্ষিণ ভারতীয়, তাই ছবির নাম ফিল্টার কফি লিকার চা। ফিল্টার কফি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পানীয়। আর বাঙালিদের যে লিকার চায়ের প্রতি আলাদা আকর্ষণ আছে তা তো সবাই জানে।




Conclusion:ছবি সম্পর্কে পরিচালক দেবারতিগুপ্ত বললেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.