কলকাতা : এই ছবিতে দেবারতির সঙ্গে ফের কাজ করতে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বহু বছর আগে 'হইচই' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা এবং দেবারতি। বলা যেতে পারে এই ছবিতে তাঁদের রিউনিয়ন হতে চলেছে।
ছবি সম্পর্কে পরিচালক দেবারতিগুপ্ত বললেন, "দুর্গাপুজোর আগেই আমরা পুজোর সিকোয়েন্সের শুটিং করছি। আজই কালিকাপুরের একটা বাড়িতে আমরা শুট করলাম। পুজোটা যেন দুমাস এগিয়ে এসেছে আমাদের জন্য। খুব আনন্দ করে কাজ করছি আমরা।"
![প্রিয়াঙ্কা সরকার](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3875011_filter-coffee.jpg)
ফিল্টার কফি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় পানীয়। আর বাঙালিদের অন্যতম প্রিয় পানীয় লিকার চা। দক্ষিণ ভারতীয় হিরোকে সিম্বলাইজ় করতে ফিল্টার কফি আর বাঙালি হিরোইনের জন্য লিকার চা। সব মিলিয়ে একটা জমজমাট প্রডোকশন হতে চলেছে 'ফিল্টার কফি লিকার চা'-এর।