ETV Bharat / sitara

'অনুরূপ' এবার অ্যামেরিকান সেন্টারে - Anurup

এর আগেই বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে কঙ্কনা চক্রবর্তী পরিচালিত শর্টফিল্ম 'অনুরূপ'। দর্শকের মনে দাগ কাটার সঙ্গে সঙ্গে একাধিক পুরস্কারও জিতেছে ছবিটি। এবার 'অনুরূপ'-এর মুকুটে আরও একটি পালক।

অনুরূপ
author img

By

Published : Jun 21, 2019, 1:49 PM IST

কলকাতা : 'অনুরূপ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হল কলকাতার অ্যামেরিকান সেন্টারে। শহরের সিনেপ্রেমী মানুষদের সঙ্গে অ্যামেরিকান এম্বাসির উচ্চপদস্থ আধিকারিকরাও এই ছবিটির স্বাদ নিলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী। তিনিই 'অনুরূপ'-এর মুখ্য চরিত্রে রয়েছেন। লস অ্যাঞ্জেলসে ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। ETV ভারত সিতারাকে সব্যসাচী বললেন, "ছবিটির পরিচালক কঙ্কনা লস অ্যাঞ্জেলস থেকে ডিরেক্টোরিয়াল কোর্স করেছেন আর নিউ ইয়র্ক থেকে অভিনয় নিয়ে পাশ করেছেন। তাই এই ছবিটা অ্যামেরিকান সেন্টারে দেখানো উচিত মনে করেছিলেন শমীক ঘোষ। আমারও এই উদ্যোগটা খুব ভালো লেগেছে।"

অনুরূপ
পুরস্কার নিচ্ছেন সব্যসাচী

কথা বললেন পরিচালক কঙ্কনা চক্রবর্তীও। কী বললেন তিনি? দেখুন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো

কলকাতা : 'অনুরূপ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হল কলকাতার অ্যামেরিকান সেন্টারে। শহরের সিনেপ্রেমী মানুষদের সঙ্গে অ্যামেরিকান এম্বাসির উচ্চপদস্থ আধিকারিকরাও এই ছবিটির স্বাদ নিলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী। তিনিই 'অনুরূপ'-এর মুখ্য চরিত্রে রয়েছেন। লস অ্যাঞ্জেলসে ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। ETV ভারত সিতারাকে সব্যসাচী বললেন, "ছবিটির পরিচালক কঙ্কনা লস অ্যাঞ্জেলস থেকে ডিরেক্টোরিয়াল কোর্স করেছেন আর নিউ ইয়র্ক থেকে অভিনয় নিয়ে পাশ করেছেন। তাই এই ছবিটা অ্যামেরিকান সেন্টারে দেখানো উচিত মনে করেছিলেন শমীক ঘোষ। আমারও এই উদ্যোগটা খুব ভালো লেগেছে।"

অনুরূপ
পুরস্কার নিচ্ছেন সব্যসাচী

কথা বললেন পরিচালক কঙ্কনা চক্রবর্তীও। কী বললেন তিনি? দেখুন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো
Intro:আমেরিকান সেন্টারে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেওয়া হলো সব্যসাচী চক্রবর্তী হাতে

অমিত চক্রবর্তী,কলকাতা: সম্প্রতি মুক্তি পেয়েছিল নবাগত পরিচালক কঙ্কণা চক্রবর্তী পরিচালিত প্রথম শর্ট ফিল্ম অনুরূপ। একদম নতুন ধরনের গল্প এবং সব্যসাচী চক্রবর্তীর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। শুধুমাত্র দর্শক প্রশংসায় নয় এই শর্ট ফিল্মে অভিনয়ের জন্য সব্যসাচী চক্রবর্তী ইতিমধ্যেই সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন লস এঞ্জেলেস ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আর সেই খুশির খবর কে দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে আজ কলকাতার আমেরিকান সেন্টারে সাধারণ সিনে প্রেমী দর্শক ও কলকাতায় অবস্থিত আমেরিকান এম্বাসির উচ্চপদস্থ আধিকারিক এর সঙ্গে বসে একসঙ্গে অনুরূপ ও রিটেন বাই এই দুটি শর্ট ফিল্ম দেখলেন সব্যসাচী চক্রবর্তী, তাঁর স্ত্রী মিঠুন চক্রবর্তী ও পরিচালক কঙ্কণা চক্রবর্তী। ছবি দেখার পাশাপাশি এদিন অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর হাতে আমেরিকান কনস্যুলেটের পক্ষ থেকে তার সম্মানে পুরস্কারের স্মারক উপহার তুলে দেওয়া হয়।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.