ETV Bharat / sitara

এক মহিলার মানসিক যন্ত্রণার ছবি ফুটে উঠবে 'দুগ্গা'-তে - bengali short film dugga

শুরু হল অনুরাগ পাতি পরিচালিত শর্ট ফিল্ম 'দুগ্গা'-র শুটিং । ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয় সেনগুপ্ত, প্রত্যুষা ও অনিন্দিতাকে ।

dfg
gf
author img

By

Published : Dec 30, 2019, 3:29 PM IST

কলকাতা : শুরু হল অনুরাগ পাতি পরিচালিত শর্ট ফিল্ম 'দুগ্গা'-র শুটিং । ছবির গল্প এক মহিলার মানসিক যন্ত্রণা এবং তার চরিত্রের পরিবর্তনকে কেন্দ্র করে । সে এমন এক মানসিক রোগে ভুগতে থাকে যে তার হাতে খুন হতে হয় কয়েকজনকে । ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয় সেনগুপ্ত, প্রত্যুষা ও অনিন্দিতাকে । সংগীত পরিচালনা করেছেন দেবজিৎ রায় । গতকাল দক্ষিণ কলকাতার এক বাড়িতে চলছিল ছবির ক্লাইম্যাক্সের শুটিং । যেখানে, ছবির কেন্দ্রীয় চরিত্র দুগ্গা তার জীবনের শেষ খুনটা করে ।

জয় সেনগুপ্ত বলেন," এটা একটা সাইকোলজিকাল ড্রামা যেখানে ছবির গল্প এগোয় দুগ্গা ও তার স্বামী এবং এক বন্ধুকে কেন্দ্র করে । এই ছবিতে যে ঘটনাগুলি ঘটে সেগুলো আসলে দুগ্গা চিন্তা করছে । এই দ্বন্দ্বকে নিয়ে তৈরি ছবিটি । ছবির শেষে দর্শকরা জানতে পারবেন যে আসল ঘটনা গুলি কী । এবং দুগ্গা সেই ঘটনা গুলোকে কীভাবে দেখছে । আর ছবিতে রয়েছে সম্পর্কের টানাপোড়েন,পরকীয়া এবং খুন ।"

পরিচালক অনুরাগ বলেন, "এটা একটা মহিলা কেন্দ্রিক ছবি । যে বিষয়টা নিয়ে এই ছবির গল্প, সেটা কিন্তু নারী বা পুরুষ যে কারোরই হতে পারে । এক কথায় বলতে গেলে এটা এমন একটা গল্প যখন, আমরা কোনও কিছু নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করা শুরু করি তখন সেটাই আমাদের মাথার মধ্যে বসে যায় । আর এর থেকেই একটা রোগের সৃষ্টি হয় । যেখান থেকে সন্দেহ জন্মায় । এই শর্ট ফিল্মে চারটি মাত্র চরিত্র রয়েছে । শুটিং কলকাতায় হচ্ছে এবং এতে কোনও গান থাকছে না ।তবে ব্যাকগ্রাউন্ড মিউজ়িক রয়েছে এবং এটি মূলত ফেস্টিভালের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে । তাই দর্শকদের দেখতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : শুরু হল অনুরাগ পাতি পরিচালিত শর্ট ফিল্ম 'দুগ্গা'-র শুটিং । ছবির গল্প এক মহিলার মানসিক যন্ত্রণা এবং তার চরিত্রের পরিবর্তনকে কেন্দ্র করে । সে এমন এক মানসিক রোগে ভুগতে থাকে যে তার হাতে খুন হতে হয় কয়েকজনকে । ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয় সেনগুপ্ত, প্রত্যুষা ও অনিন্দিতাকে । সংগীত পরিচালনা করেছেন দেবজিৎ রায় । গতকাল দক্ষিণ কলকাতার এক বাড়িতে চলছিল ছবির ক্লাইম্যাক্সের শুটিং । যেখানে, ছবির কেন্দ্রীয় চরিত্র দুগ্গা তার জীবনের শেষ খুনটা করে ।

জয় সেনগুপ্ত বলেন," এটা একটা সাইকোলজিকাল ড্রামা যেখানে ছবির গল্প এগোয় দুগ্গা ও তার স্বামী এবং এক বন্ধুকে কেন্দ্র করে । এই ছবিতে যে ঘটনাগুলি ঘটে সেগুলো আসলে দুগ্গা চিন্তা করছে । এই দ্বন্দ্বকে নিয়ে তৈরি ছবিটি । ছবির শেষে দর্শকরা জানতে পারবেন যে আসল ঘটনা গুলি কী । এবং দুগ্গা সেই ঘটনা গুলোকে কীভাবে দেখছে । আর ছবিতে রয়েছে সম্পর্কের টানাপোড়েন,পরকীয়া এবং খুন ।"

পরিচালক অনুরাগ বলেন, "এটা একটা মহিলা কেন্দ্রিক ছবি । যে বিষয়টা নিয়ে এই ছবির গল্প, সেটা কিন্তু নারী বা পুরুষ যে কারোরই হতে পারে । এক কথায় বলতে গেলে এটা এমন একটা গল্প যখন, আমরা কোনও কিছু নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করা শুরু করি তখন সেটাই আমাদের মাথার মধ্যে বসে যায় । আর এর থেকেই একটা রোগের সৃষ্টি হয় । যেখান থেকে সন্দেহ জন্মায় । এই শর্ট ফিল্মে চারটি মাত্র চরিত্র রয়েছে । শুটিং কলকাতায় হচ্ছে এবং এতে কোনও গান থাকছে না ।তবে ব্যাকগ্রাউন্ড মিউজ়িক রয়েছে এবং এটি মূলত ফেস্টিভালের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে । তাই দর্শকদের দেখতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ।"

দেখুন ভিডিয়ো
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা:শুরু হলো অনুরাগ পাতি পরিচালিত শর্ট ফিল্ম দুগ্গার শুটিং। ছবির গল্প এক মহিলার মানসিক যন্ত্রণা এবং তার চরিত্রের পরিবর্তন কে কেন্দ্র করে।যার ফলস্বরূপ তিনি এমন এক মানসিক রোগে ভুগতে থাকেন যে তার হাতে খুন হতে হয় কয়েকজনকে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয় সেনগুপ্ত,প্রত্যুষা ও অনিন্দিতাকে। শর্ট ফিল্মটি সংগীত পরিচালক হিসেবে দেখা যাবে দেবজিৎ রায় কে। গতকাল দক্ষিণ কলকাতার এক ফ্লাট বাড়িতে দেখা গেল জোরকদমে চলছে ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং। যেখানে, ছবির কেন্দ্রীয় চরিত্র দুগ্গা তার জীবনের শেষ খুন টা করে।

দুগ্গা শর্ট ফিল্মে অভিনয় প্রসঙ্গে অভিনেতা জয় সেনগুপ্ত জানালেন," এটা একটা সাইকোলজিকাল ড্রামা যেখানে ছবির গল্প এগোয় দুগ্গা তার স্বামী এবং তার এক বন্ধু কে ঘিরে। এই ছবিতে যে ঘটনাগুলি ঘটে সেগুলো আসলে বাইরে ঘটছে না সেই দুগ্গা বলে চরিত্রের মনে ঘটছে, সেই দ্বন্দ্বকে নিয়েই এই শর্ট ফিল্মের গল্প। ছবির শেষে দর্শকরা জানতে পারবেন যে আসল ঘটনা গুলি কি এবং দুগ্গা সেই ঘটনা গুলোকে কিভাবে দেখছে। আর ছবিতে রয়েছে সম্পর্কের টানাপোড়েন,পরকীয়া এবং খুন"।

ছবির পরিচালক অনুরাগ জানালেন," এটা একটা মহিলা কেন্দ্রিক ছবি,আর নাম যখন দুগ্গা তখন এর সঙ্গে মহিলাদের জীবনের উত্থান-পতনের একটা কাহিনী রয়েছে। কিন্তু যে বিষয়টা নিয়ে এই ছবির গল্পটা, সেটা কিন্তু নারী বা পুরুষ যে কারোরই হতে পারে। এক কথায় বলতে গেলে এটা এমন একটা গল্প যখন, আমরা কোনো কিছু নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করা শুরু করি তখন সেটাই আমাদের মাথার মধ্যে বসে যায়। আর এর থেকেই একটা রোগের সৃষ্টি হয়। যেখান থেকে সন্দেহের অবকাশ জন্মায়। এই শর্ট ফিল্মে চারটি মাত্র চরিত্র রয়েছে। যেখানে অভিনয় করতে দেখা যাবে জয় সেনগুপ্ত, প্রত্যুষা,ঐন্দ্রিলা এবং সুমিত কে। শুটিং পুরোপুরি কলকাতায় হচ্ছে এবং এতে কোন গান থাকছে না।তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এবং এটি মূলত ফেস্টিভ্যালের কথা মাথায় রেখে বানানো। তাই দর্শকদের দেখতে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে"।


Body:ভিডিও কপি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.