ETV Bharat / sitara

কোরোনা-আতঙ্ক : পিছিয়ে গেল 'আবার বছর কুড়ি পর'-এর শুটিং

author img

By

Published : Mar 16, 2020, 7:26 PM IST

আগামীকাল থেকে 'আবার বছর কুড়ি পর'-এর শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে গেল শুটিং ।

dfg
dfg

কলকাতা : কোরোনার জেরে পিছিয়ে গেল 'আবার বছর কুড়ি পর'-এর শুটিং । আর্থিক ক্ষতি হলেও কলাকুশলীদের প্রাণকে প্রাধান্য দিলেন ছবির প্রযোজক ।

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ছবির চরিত্রদের লুক । আগামীকাল থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল । ছবির প্রথম অংশের শুটিং হওয়ার কথা ছিল কালিম্পং ও তার আশপাশের জায়গাগুলিতে । সেইমতো ছবির ইউনিট চলেও গিয়েছিল কালিম্পঙে । তাঁরা আবার ফিরে আসছে কলকাতায় । সৌজন্যে কোরোনা ভাইরাস ।

sdf
অনিমেষ গাঙ্গুলি

ছবির কলাকুশলীদের কোরোনার হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক অনিমেষ গাঙ্গুলি এবং সৌম্য সরকার । ETV ভারতকে অনিমেষ বলেন, "শুটিং করব এটা ভেবে গোটা টিম খুব আনন্দে ছিল । আগামীকাল কালিম্পঙে শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা ভাইরাসের কারণে আমরা শুটিং পিছিয়ে দিতে বাধ্য হলাম । কলাকুশলীদের আমাদের কাছে সবার আগে । সেখানে আমাদের দায়িত্বশীল আচরণ করাই উচিত । কারও যাতে প্রাণ সংশয় না হয়, সেটাই আগে দেখার বিষয় । পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হলে শুটিং শুরু হবে । আর্টিস্টরা আমাদের কথা দিয়েছে, তাঁরা প্রাওরিটি বুঝে আমাদেরই আগে সময় দেবেন । আমাদের বারবার এইটাই মনে হয়েছে সিকিউরিটি সবার আগে, তারপরে ক্রিয়েটিভ কাজ । শুটিং পিছিয়ে দেওয়ার জন্য আমাদের খুব ক্ষতি হয়েছে । আমাদের গোটা ইউনিট চলে গিয়েছিল কালিম্পঙে । সেটাকেও আমরা সেকেন্ডারি ধরেছি ।" ছবিটি পরিচালনা করছেন শ্রীমন্ত সেনগুপ্ত । মুখ্য চরিত্রে রয়েছেন

কোরোনা ভাইরাসের থাবা এখন সব জায়গাতেই । দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এর জেরে ইতিমধ্যেই বলিউডে বন্ধ একাধিক ছবির শুটিং । পাশাপাশি পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তির তারিখও । আর সেখানে দাঁড়িয়ে এতদিন টলিউড থেকে তেমন কোনও খবর পাওয়া যায়নি । কিন্তু, এবার কোরোনা আতঙ্কের আঁচ পড়ল টলি ইন্ডাস্ট্রিতেও । পিছিয়ে গেল 'আবার বছর কুড়ি পর'-এর শুটিং ।

কলকাতা : কোরোনার জেরে পিছিয়ে গেল 'আবার বছর কুড়ি পর'-এর শুটিং । আর্থিক ক্ষতি হলেও কলাকুশলীদের প্রাণকে প্রাধান্য দিলেন ছবির প্রযোজক ।

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে ছবির চরিত্রদের লুক । আগামীকাল থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল । ছবির প্রথম অংশের শুটিং হওয়ার কথা ছিল কালিম্পং ও তার আশপাশের জায়গাগুলিতে । সেইমতো ছবির ইউনিট চলেও গিয়েছিল কালিম্পঙে । তাঁরা আবার ফিরে আসছে কলকাতায় । সৌজন্যে কোরোনা ভাইরাস ।

sdf
অনিমেষ গাঙ্গুলি

ছবির কলাকুশলীদের কোরোনার হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক অনিমেষ গাঙ্গুলি এবং সৌম্য সরকার । ETV ভারতকে অনিমেষ বলেন, "শুটিং করব এটা ভেবে গোটা টিম খুব আনন্দে ছিল । আগামীকাল কালিম্পঙে শুটিং শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা ভাইরাসের কারণে আমরা শুটিং পিছিয়ে দিতে বাধ্য হলাম । কলাকুশলীদের আমাদের কাছে সবার আগে । সেখানে আমাদের দায়িত্বশীল আচরণ করাই উচিত । কারও যাতে প্রাণ সংশয় না হয়, সেটাই আগে দেখার বিষয় । পরিস্থিতি সম্পূর্ণ ঠিক হলে শুটিং শুরু হবে । আর্টিস্টরা আমাদের কথা দিয়েছে, তাঁরা প্রাওরিটি বুঝে আমাদেরই আগে সময় দেবেন । আমাদের বারবার এইটাই মনে হয়েছে সিকিউরিটি সবার আগে, তারপরে ক্রিয়েটিভ কাজ । শুটিং পিছিয়ে দেওয়ার জন্য আমাদের খুব ক্ষতি হয়েছে । আমাদের গোটা ইউনিট চলে গিয়েছিল কালিম্পঙে । সেটাকেও আমরা সেকেন্ডারি ধরেছি ।" ছবিটি পরিচালনা করছেন শ্রীমন্ত সেনগুপ্ত । মুখ্য চরিত্রে রয়েছেন

কোরোনা ভাইরাসের থাবা এখন সব জায়গাতেই । দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । এর জেরে ইতিমধ্যেই বলিউডে বন্ধ একাধিক ছবির শুটিং । পাশাপাশি পিছিয়ে যাচ্ছে ছবির মুক্তির তারিখও । আর সেখানে দাঁড়িয়ে এতদিন টলিউড থেকে তেমন কোনও খবর পাওয়া যায়নি । কিন্তু, এবার কোরোনা আতঙ্কের আঁচ পড়ল টলি ইন্ডাস্ট্রিতেও । পিছিয়ে গেল 'আবার বছর কুড়ি পর'-এর শুটিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.