নয়াদিল্লি, 31 অক্টোবর: 'সর্দার উধম' অস্কারের (Sardar Udham Oscars) দৌড় থেকে ছিটকে যাওয়ার পর তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নানা মহলে ৷ দুই বাঙালি জুরির আপত্তিতে সুজিত সরকারের (Shoojit Sircar) ছবির শিকে না-ছেঁড়ায়, তা নিয়ে সরব হয়েছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও (Taslima Nasreen)৷ এ প্রসঙ্গে উপরে উঠতে থাকা কাঁকরাকে নিচে টেনে ধরার গল্প শুনিয়েছেন তিনি ৷ তবে স্বয়ং সুজিত সরকার এই নিয়ে বিতর্ক বাড়াতে চাননি ৷ তাঁর মতে, যোগ্য বাছাই হিসেবেই অস্কার মনোনয়নে ভারত থেকে অন্তর্ভুক্তি পেয়েছে তামিল ছবি 'কুঝঙ্গল' (পেবলস) (Koozhangal)৷
অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে ভিকি কৌশল অভিনীত সুজিত সরকারর ফিল্ম 'সর্দার উধম' ৷ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া নিযুক্ত 15 জনের জুরির মধ্যে দু'জন বাঙালি জুরি সদস্যের আপত্তিতেই সবচেয়ে বেশি চর্চায় থাকা এই ছবিকে পিছনে ফেলে এ বছর অস্কারের জন্য ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে তামিল ছবি 'কুঝঙ্গল' (পেবলস) (Koozhangal) ৷ জানা গিয়েছে, বাঙালি সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও অপর সদস্য সুমিত বসু সুজিতের ছবিতে আপত্তি জানিয়েছেন ৷ স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিং-এর জীবন নিয়ে তৈরি সুজিত সরকারের ফিল্ম বেশি ব্রিটিশ বিদ্বেষী বলে এক সংবাদপত্রকে জানিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ এতেই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
সাধারণ মানুষের পাশাপাশি এই নিয়ে সরব হয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও ৷ তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "সর্দার উধমের অস্কার মনোনয়ন খারিজ করে ভারতীয় জুরি বলেছেন, এই ছবি অত্যধিক ব্রিটিশ বিদ্বেষী ৷ সত্যিই খুব খারাপ অজুহাত ৷ ঘৃণা থাকতে পারে বলে কি আমরা ইতিহাস নিয়ে ছবি তৈরি করা ও দেখা বন্ধ করে দেব ? আমাদের বদলানো উচিত, আমাদের অতীত থেকে শেখা উচিত ৷"
আরও পড়ুন: Aryan Khan: সিম্বা রিটার্নস ! আরিয়ান ঘরে ফেরায় সেলিব্রেশনের মুডে ভক্ত-সেলেবরা
বাঙালি জুরির দ্বারা বাঙালি পরিচালকের ছবির অস্কার মনোনয়ন থেকে ছিটকে যাওয়া নিয়ে তসলিমা আরও লিখেছেন, "সুজিত সরকার একজন বাঙালি ৷ তাঁর ফিল্ম সর্দার উধমের অস্কার মনোনয়ন খারিজ করেছেন দু'জন জুরি সদস্য ৷ একজন হলেন সুমিত বসু ও অপরজন ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ দু'জনেই বাঙালি ৷ তাঁরা দিনের শেষে বাঙালি কাঁকরা ৷ যে মুহূর্তে একটি কাঁকরা উপরে চড়ার চেষ্টা করে, তখনই অন্যরা তাকে পেছনে টেনে ধরে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
তবে এই নিয়ে মুখ খুলে বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন সুজিত সরকার ৷ তিনি বলেছেন, "এটাই বলতে চাই যে, পেবলসও একটা দুর্দান্ত ছবি ৷ সবে আমি ছবিটি দেখিছি ৷ ওটাই যোগ্য বাছাই ৷ জুরির নেতৃত্বে যিনি আছেন, সেই সাজি এন করুণ খুবই শ্রদ্ধার ব্যক্তিত্ব, আমাদের মতো চিত্রনির্মাতারা তাঁর দিকেই তাকিয়ে থাকেন ৷ তিনি যা করবেন, তাতে কোনও ভুল নেই ৷" একজন চিত্রনির্মাতা হিসেবে তিনি সবসময় জুরির সিদ্ধান্তকে সম্মান করেন বলেও জানিয়ে দেন সুজিত সরকার ৷
-
Shoojit Sircar is Bengali. His 'Sardar Udham' was rejected for Oscar nomination by two jury members. One is Sumit Basu, another is Indraadip Dasgupta. Both are Bengali. They are Bengali crabs, after all. The moment one crab tried climbing up, the others would pull him down.
— taslima nasreen (@taslimanasreen) October 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shoojit Sircar is Bengali. His 'Sardar Udham' was rejected for Oscar nomination by two jury members. One is Sumit Basu, another is Indraadip Dasgupta. Both are Bengali. They are Bengali crabs, after all. The moment one crab tried climbing up, the others would pull him down.
— taslima nasreen (@taslimanasreen) October 30, 2021Shoojit Sircar is Bengali. His 'Sardar Udham' was rejected for Oscar nomination by two jury members. One is Sumit Basu, another is Indraadip Dasgupta. Both are Bengali. They are Bengali crabs, after all. The moment one crab tried climbing up, the others would pull him down.
— taslima nasreen (@taslimanasreen) October 30, 2021
আরও পড়ুন: Puneeth Rajkumar's Funeral: পুনিত রাজকুমারের অন্ত্যেষ্টি রবিবার, জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী
94তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়নের জন্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে বিনোথরাজ পিএস পরিচালিত ছবি পেবলস ৷ যে 14টি ভারতীয় ছবি এই দৌড়ে ছিল তার মধ্যে সর্দার উধম ছাড়াও ছিল, বিদ্যা বালানের শেরনি ও ফারহান আখতারের তুফান ৷
আরও পড়ুন: Kulpi: পায়েলকে প্রেম নিবেদন বামনের, ব্যতিক্রমী গল্প শোনাবে কুলপি