ETV Bharat / sitara

Shilpa Shetty: সাহসী হেয়ারকাট কীভাবে করালেন ? ভিডিয়ো শেয়ার শিল্পার - শিল্পা শেট্টির ছবি

নয়া হেয়ারকাটে (Bold Haircut) ভক্তদের তাক লাগিয়ে দিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ কী ভাবে নয়া এই স্টাইলিং করলেন, তার ভিডিয়োও শেয়ার করেছেন তিনি ৷

shilpa-shetty-shares-video-of-how-her-bold haircut-happened
সাহসী হেয়ারকাট কীভাবে করালেন ? ভিডিয়ো শেয়ার শিল্পার
author img

By

Published : Oct 19, 2021, 5:49 PM IST

মুম্বই, 19 অক্টোবর: নিত্যনতুন হেয়ারস্টাইলে ভক্তদের চমকে দেওয়া সেলিব্রিটিদের কাছে নতুন কোনও ব্যাপার নয় ৷ তবে বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) যে হেয়ারকাট করেছেন, তাতে রীতিমতো তাক লেগে গিয়েছে অনুরাগীদের ৷ শিল্পার নয়া লুক বোল্ড আন্ডারকাট হেয়ারস্টাইলিং (Bold Haircut)৷ অভিনেত্রীর এই কাটিং করতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়েছিলেন তাঁর হেয়ারস্টাইলিস্টও ৷ নয়া হেয়ারকাটের ভিডিয়ো শেয়ার করেছেন হাঙ্গামা টু স্টার ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিয়োটি পোস্ট করেছেন শিল্পা শেট্টি ৷ তিনি জানিয়েছেন, এই হেয়ারকাট করতে গিয়ে তাঁর থেকেও বেশি ভয় পেয়েছিলেন তাঁর হেয়ারস্টাইলিস্ট আব্দুল ওয়াহিদ ৷ তাঁর নয়া হেয়ারস্টাইলিং-এর অভিজ্ঞতা শেয়ার করে ভিডিয়োর ক্যাপশনে শিল্পা লিখেছেন, "যে ভাবে এটা ঘটেছিল !!! আমার থেকেও বেশি ভয় পেয়েছিল ওয়াহিদ ৷"

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

তাঁর এই হেয়ারস্টাইলে হতবাক তাঁর অনুরাগীরা ৷ অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছেন, কেন এমন হেয়ারকাট ? কেউ জানতে চেয়েছেন, কোনও মানত ছিল বলেই কি এ ভাবে চুল কাটালেন ধড়কন অভিনেত্রী ? তবে এই বোল্ড হেয়ারকাটের কারণ জানাননি শিল্পা শেট্টি ৷

আরও পড়ুন : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব

কর্মক্ষেত্রে একের পর এক রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করে চলেছেন শিল্পা ৷ সুপার ডান্সার 4 (Super Dancer 4)-এর পর তিনি ইন্ডিয়াস গট ট্যালেন্টে (India's Got Talent) বিচারক হিসেবে অংশ নিতে চলেছেন ৷ জনপ্রিয় সঙ্গীতশিল্পী-ব়্যাপার বাদশাও থাকবেন তাঁর পাশের আসনে ৷ চলতি বছরই সোনি টিভিতে সম্প্রচারিত হবে এই শো ৷ এর আগে, সুপার ডান্সার, নাচ বলিয়ে ও জরা নাচকে দিখার মতো ডান্স রিয়েলিটি শোতেও বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে শিল্পাকে ৷ বড় পর্দায় সাব্বির খানের আপকামিং ফিল্ম নিকাম্মা-তে (Nikamma) দেখা যাবে তাঁকে ৷ সেই ছবিতে থাকবেন অভিমন্যু দাসানি ও শিরলে শেটিয়া ৷ শিগগিরই মুক্তি পাবে এই ছবি ৷

আরও পড়ুন: SidNaaz Music Video : ভক্তদের দাবি মেনে বদলাল সিড-নাজের অপ্রকাশিত গানের নাম

মুম্বই, 19 অক্টোবর: নিত্যনতুন হেয়ারস্টাইলে ভক্তদের চমকে দেওয়া সেলিব্রিটিদের কাছে নতুন কোনও ব্যাপার নয় ৷ তবে বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) যে হেয়ারকাট করেছেন, তাতে রীতিমতো তাক লেগে গিয়েছে অনুরাগীদের ৷ শিল্পার নয়া লুক বোল্ড আন্ডারকাট হেয়ারস্টাইলিং (Bold Haircut)৷ অভিনেত্রীর এই কাটিং করতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য ঘাবড়ে গিয়েছিলেন তাঁর হেয়ারস্টাইলিস্টও ৷ নয়া হেয়ারকাটের ভিডিয়ো শেয়ার করেছেন হাঙ্গামা টু স্টার ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিয়োটি পোস্ট করেছেন শিল্পা শেট্টি ৷ তিনি জানিয়েছেন, এই হেয়ারকাট করতে গিয়ে তাঁর থেকেও বেশি ভয় পেয়েছিলেন তাঁর হেয়ারস্টাইলিস্ট আব্দুল ওয়াহিদ ৷ তাঁর নয়া হেয়ারস্টাইলিং-এর অভিজ্ঞতা শেয়ার করে ভিডিয়োর ক্যাপশনে শিল্পা লিখেছেন, "যে ভাবে এটা ঘটেছিল !!! আমার থেকেও বেশি ভয় পেয়েছিল ওয়াহিদ ৷"

আরও পড়ুন: Antardhan Movie : 'অন্তর্ধান' রহস্য উন্মোচন ১০ ডিসেম্বর, ট্রেলার নভেম্বরে

তাঁর এই হেয়ারস্টাইলে হতবাক তাঁর অনুরাগীরা ৷ অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছেন, কেন এমন হেয়ারকাট ? কেউ জানতে চেয়েছেন, কোনও মানত ছিল বলেই কি এ ভাবে চুল কাটালেন ধড়কন অভিনেত্রী ? তবে এই বোল্ড হেয়ারকাটের কারণ জানাননি শিল্পা শেট্টি ৷

আরও পড়ুন : প্রথম সপ্তাহে বক্স অফিসে কামাল দেখাল 'গোলন্দাজ', আপ্লুত দেব

কর্মক্ষেত্রে একের পর এক রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করে চলেছেন শিল্পা ৷ সুপার ডান্সার 4 (Super Dancer 4)-এর পর তিনি ইন্ডিয়াস গট ট্যালেন্টে (India's Got Talent) বিচারক হিসেবে অংশ নিতে চলেছেন ৷ জনপ্রিয় সঙ্গীতশিল্পী-ব়্যাপার বাদশাও থাকবেন তাঁর পাশের আসনে ৷ চলতি বছরই সোনি টিভিতে সম্প্রচারিত হবে এই শো ৷ এর আগে, সুপার ডান্সার, নাচ বলিয়ে ও জরা নাচকে দিখার মতো ডান্স রিয়েলিটি শোতেও বিচারকের ভূমিকায় দেখা গিয়েছে শিল্পাকে ৷ বড় পর্দায় সাব্বির খানের আপকামিং ফিল্ম নিকাম্মা-তে (Nikamma) দেখা যাবে তাঁকে ৷ সেই ছবিতে থাকবেন অভিমন্যু দাসানি ও শিরলে শেটিয়া ৷ শিগগিরই মুক্তি পাবে এই ছবি ৷

আরও পড়ুন: SidNaaz Music Video : ভক্তদের দাবি মেনে বদলাল সিড-নাজের অপ্রকাশিত গানের নাম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.