ETV Bharat / sitara

Shilpa Shetty: সন্তানদের নিয়ে রাজ কুন্দ্রার থেকে আলাদা হচ্ছেন শিল্পা শেট্টি ? - শিল্পা শেট্টির ছবি

স্বামী রাজ কুন্দ্রার (Raj Kundra) থেকে আলাদা হচ্ছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)? সন্তানদেরও রাজের থেকে দূরে সরাতে চাইছেন তিনি ? শিল্পার এক ঘনিষ্ঠ বান্ধবীর মন্তব্যে এমনই নানা প্রশ্ন ঘোরাফেরা করছে ৷

Shilpa Shetty planning a life separate from Raj Kundra ?
সন্তানদের নিয়ে রাজ কুন্দ্রার থেকে আলাদা হচ্ছেন শিল্পা শেট্টি ?
author img

By

Published : Aug 31, 2021, 8:17 PM IST

মুম্বই, 31 অগস্ট: আগামী দিনে কি স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ছাড়াই জীবন কাটানোর কথা ভাবছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)? নিজের সন্তানদের কি রাজের থেকে দূরত্বে রাখতে চাইছেন তিনি ? বলিউডে ঘুরছে এমনই সব নানা জল্পনা ৷ শিল্পার এক ঘনিষ্ঠ বান্ধবীর মন্তব্য সেই জল্পনা আরও উস্কে দিয়েছে ৷

অভিনেত্রীর সেই বন্ধু বলেছেন, "খুব শিগগিরই রাজ কুন্দ্রার সমস্যা কাটছে না ৷ বরং প্রতি সপ্তাহেই তা কয়েক গুণ বাড়বে ৷ রাজ কুন্দ্রার সঙ্গে প্রাপ্তবয়স্কদের কনটেন্টের সংযোগের বিষয়টি আমাদের মতোই ভীষণ আঘাত করেছে শিল্পাকেও ৷ ঘৃণ্য উৎস থেকেই যে তাঁর হিরে ও ডুপ্লেক্স আসছে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি ৷"

আরও পড়ুন: Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?

শিল্পা তাঁর সন্তানদেরও বাবার সম্পদের থেকে দূরে রাখতে চান বলে জানিয়েছেন তাঁর বন্ধু ৷ তিনি বলেন, "আমরা যতটুকু জানি, তিনি (শিল্পা) কুন্দ্রার সম্পত্তির একটা পয়সাও স্পর্শ করবেন না ৷ রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে তিনি যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করেন ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি খুবই পরিচিত ৷ হাঙ্গামা টু এখনও মুক্তি না-পাওয়া নিকম্মার পর তিনি বলিউডে আরও বেশ কিছু ফিল্মে অভিনয়ের জন্য মুখিয়ে রয়েছেন ৷"

আরও পড়ুন: Raj Kundra : সাইবার পুলিশের মামলায় বম্বে হাইকোর্টে সাময়িক স্বস্তি রাজ কুন্দ্রার

সূত্রের মারফৎ জানা গিয়েছে, চিত্রনির্মাতা অনুরাগ বসু ও প্রিয়দর্শন শিল্পা শেট্টিকে তাঁদের ফিল্মে ভাল চরিত্রে কাজ করার সুযোগ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ৷ সূত্র বলেছে, রাজ যদি দীর্ঘদিন জেলেও থাকেন, তাহলেও শিল্পা যে স্ট্যান্ডার্ডের জীবন যাপন করেন, তাতে তাঁর কোনও সমস্যা হবে না ৷

আরও পড়ুন: Nusrat Jahan: ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের

পর্ন ফিল্ম (Porn Film Case) বানানো ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত 19 জুলাই গ্রেফতার করা হয় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে ৷ এরপর হানা দেওয়া হয়েছে শিল্পার বাড়িতে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ তার পর থেকে বেশ কয়েকদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন বাজিগরের অভিনেত্রী ৷ সোশ্যাল মিডিয়া, এমনকী নিজের কাজের জায়গা থেকেও নিজেকে গুটিয়ে নেন তিনি ৷ তবে সপ্তাহখানেক আগে আবার তিনি কাজে ফেরেন ৷ সুপার ডান্সার চ্যাপ্টার 4-এর বিচারকের আসনে ফের দেখা যায় তাঁকে ৷ তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷ এ বার তিনি আয় বাড়িয়ে নিজের খরচেই সন্তানদের বড় করার দায়ভার নিজের কাঁধে তুলে নিতে চাইছেন বলে খবর ৷ এর থেকেই জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে কি তিনি রাজ কুন্দ্রার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ? জীবন তাঁকে কোন দিকে টেনে নিয়ে যায়, তার উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: Rituparno Ghosh Birthday: জন্মদিনে প্রিয় ঋতুকে আবেগী চিঠি বুম্বার, প্রশংসায় নেট নাগরিকরা

মুম্বই, 31 অগস্ট: আগামী দিনে কি স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ছাড়াই জীবন কাটানোর কথা ভাবছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)? নিজের সন্তানদের কি রাজের থেকে দূরত্বে রাখতে চাইছেন তিনি ? বলিউডে ঘুরছে এমনই সব নানা জল্পনা ৷ শিল্পার এক ঘনিষ্ঠ বান্ধবীর মন্তব্য সেই জল্পনা আরও উস্কে দিয়েছে ৷

অভিনেত্রীর সেই বন্ধু বলেছেন, "খুব শিগগিরই রাজ কুন্দ্রার সমস্যা কাটছে না ৷ বরং প্রতি সপ্তাহেই তা কয়েক গুণ বাড়বে ৷ রাজ কুন্দ্রার সঙ্গে প্রাপ্তবয়স্কদের কনটেন্টের সংযোগের বিষয়টি আমাদের মতোই ভীষণ আঘাত করেছে শিল্পাকেও ৷ ঘৃণ্য উৎস থেকেই যে তাঁর হিরে ও ডুপ্লেক্স আসছে, তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তিনি ৷"

আরও পড়ুন: Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?

শিল্পা তাঁর সন্তানদেরও বাবার সম্পদের থেকে দূরে রাখতে চান বলে জানিয়েছেন তাঁর বন্ধু ৷ তিনি বলেন, "আমরা যতটুকু জানি, তিনি (শিল্পা) কুন্দ্রার সম্পত্তির একটা পয়সাও স্পর্শ করবেন না ৷ রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে তিনি যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করেন ৷ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি খুবই পরিচিত ৷ হাঙ্গামা টু এখনও মুক্তি না-পাওয়া নিকম্মার পর তিনি বলিউডে আরও বেশ কিছু ফিল্মে অভিনয়ের জন্য মুখিয়ে রয়েছেন ৷"

আরও পড়ুন: Raj Kundra : সাইবার পুলিশের মামলায় বম্বে হাইকোর্টে সাময়িক স্বস্তি রাজ কুন্দ্রার

সূত্রের মারফৎ জানা গিয়েছে, চিত্রনির্মাতা অনুরাগ বসু ও প্রিয়দর্শন শিল্পা শেট্টিকে তাঁদের ফিল্মে ভাল চরিত্রে কাজ করার সুযোগ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ৷ সূত্র বলেছে, রাজ যদি দীর্ঘদিন জেলেও থাকেন, তাহলেও শিল্পা যে স্ট্যান্ডার্ডের জীবন যাপন করেন, তাতে তাঁর কোনও সমস্যা হবে না ৷

আরও পড়ুন: Nusrat Jahan: ছেলেকে নিয়ে বাড়ি ফিরে প্রথম ছবি পোস্ট নুসরতের

পর্ন ফিল্ম (Porn Film Case) বানানো ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত 19 জুলাই গ্রেফতার করা হয় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে ৷ এরপর হানা দেওয়া হয়েছে শিল্পার বাড়িতে ৷ তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ তার পর থেকে বেশ কয়েকদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন বাজিগরের অভিনেত্রী ৷ সোশ্যাল মিডিয়া, এমনকী নিজের কাজের জায়গা থেকেও নিজেকে গুটিয়ে নেন তিনি ৷ তবে সপ্তাহখানেক আগে আবার তিনি কাজে ফেরেন ৷ সুপার ডান্সার চ্যাপ্টার 4-এর বিচারকের আসনে ফের দেখা যায় তাঁকে ৷ তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি ৷ এ বার তিনি আয় বাড়িয়ে নিজের খরচেই সন্তানদের বড় করার দায়ভার নিজের কাঁধে তুলে নিতে চাইছেন বলে খবর ৷ এর থেকেই জল্পনা তৈরি হয়েছে যে, তাহলে কি তিনি রাজ কুন্দ্রার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন ? জীবন তাঁকে কোন দিকে টেনে নিয়ে যায়, তার উত্তর দেবে সময় ৷

আরও পড়ুন: Rituparno Ghosh Birthday: জন্মদিনে প্রিয় ঋতুকে আবেগী চিঠি বুম্বার, প্রশংসায় নেট নাগরিকরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.