ETV Bharat / sitara

"নুসরত কোন ধর্মাবলম্বী সেটা আগে পরিষ্কার করুক" - nusrat jahan

কয়েক বছর ধরেই একাধিক দুর্গাপুজোয় অংশ নিয়েছেন নুসরত । কিন্তু, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে । তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।

ছবি
author img

By

Published : Oct 9, 2019, 1:56 PM IST

Updated : Oct 9, 2019, 3:15 PM IST

কলকাতা : অষ্টমীর দিন স্বামীর সঙ্গে অঞ্জলি দিয়েছেন নুসরত জাহান । ঢাকও বাজিয়েছেন । আবার ঢাকের তালে নাচতেও দেখা গেছে তাঁকে । গোটা পুজোতেই সামিল হয়েছিলেন তিনি । কিন্তু, নবমীর দিনই ফের বিতর্কে জড়িয়ে পড়েছিলেন । তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ী শিবাজি পাঁজা । সোশাল মিডিয়ায় নুসরতকে আক্রমণ করে পোস্ট করেন তিনি ।

কয়েক বছর ধরেই একাধিক দুর্গাপুজোয় অংশ নিয়েছেন নুসরত । কিন্তু, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে । তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।

নুসরতের সিঁদুর পরা নিয়েও বিতর্ক হয়েছিল । এরপর ইস্কনের রথযাত্রা নিয়েও বিতর্ক হয় । সংসদে এর প্রতিবাদ করেছিলেন নুসরত । তবে সেখানে থামেনি বিতর্ক । এবার সেই বিতর্ককে আরও একবার উসকে দিলেন শিবাজি পাঁজা ।

সোশাল মিডিয়ায় নুসরতকে আক্রমণ করে তিনি লেখেন, "নুসরত কোন ধর্মাবলম্বী সেটা অবিলম্বে ওর পরিষ্কার করে বলা উচিত ... যদি ও ধর্মবিশ্বাসী না হয় , তাহলে দুর্গাপুজোর প্রতিমা এবং মণ্ডপসজ্জা অসাধারণ Art Installation হিসাবে দেখতে যেতে পারে, রথের মেলায় যেতে পারে ; যদি ইসলাম ধর্মাবলম্বী হয় তাহলেও একইভাবে ও উৎসবে সামিল হতে পারে কিন্তু পুজোর আচারে সামিল হতে গেলে- মন্ত্রোচ্চারণ করে পুষ্পাঞ্জলী দিতে গেলে বা জগন্নাথ দেবের আরতি করতে হলে হিন্দুধর্মাবলম্বী হতেই হবে .. নিজের ধর্মীয় অবস্থানটা ওর পরিষ্কার করে দেওয়া উচিত তা নাহলে রথযাত্রা-দুর্গাপুজো প্রত্যেক পুজো-পার্বণে ওর নিজের Publicity’র জন্য বিতর্কিত ফুটেজ খাওয়াটাকে কেন্দ্র করে একদিন বড় সমস্যা হতে পারে ... "

শিবাজি পাঁজার এই পোস্টকে কেউ সমর্থন জানিয়েছেন । আবার কেউ কটাক্ষ করেছে তাঁকে । তবে এই ধরনের বিষয়ে গুরুত্ব দিতে নারাজ নুসরত । এ বিষয়ে ETV ভারত সিতারার তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল । জানিয়েছিলেন, এই বিতর্ক তিনি গায়ে মাখেন না । সব ধর্মকে সমানভাবে সম্মান করেন । আর সেটা অনেক আগে থেকেই মেনে আসছেন ।

কলকাতা : অষ্টমীর দিন স্বামীর সঙ্গে অঞ্জলি দিয়েছেন নুসরত জাহান । ঢাকও বাজিয়েছেন । আবার ঢাকের তালে নাচতেও দেখা গেছে তাঁকে । গোটা পুজোতেই সামিল হয়েছিলেন তিনি । কিন্তু, নবমীর দিনই ফের বিতর্কে জড়িয়ে পড়েছিলেন । তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ী শিবাজি পাঁজা । সোশাল মিডিয়ায় নুসরতকে আক্রমণ করে পোস্ট করেন তিনি ।

কয়েক বছর ধরেই একাধিক দুর্গাপুজোয় অংশ নিয়েছেন নুসরত । কিন্তু, নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ের পর থেকেই হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে । তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।

নুসরতের সিঁদুর পরা নিয়েও বিতর্ক হয়েছিল । এরপর ইস্কনের রথযাত্রা নিয়েও বিতর্ক হয় । সংসদে এর প্রতিবাদ করেছিলেন নুসরত । তবে সেখানে থামেনি বিতর্ক । এবার সেই বিতর্ককে আরও একবার উসকে দিলেন শিবাজি পাঁজা ।

সোশাল মিডিয়ায় নুসরতকে আক্রমণ করে তিনি লেখেন, "নুসরত কোন ধর্মাবলম্বী সেটা অবিলম্বে ওর পরিষ্কার করে বলা উচিত ... যদি ও ধর্মবিশ্বাসী না হয় , তাহলে দুর্গাপুজোর প্রতিমা এবং মণ্ডপসজ্জা অসাধারণ Art Installation হিসাবে দেখতে যেতে পারে, রথের মেলায় যেতে পারে ; যদি ইসলাম ধর্মাবলম্বী হয় তাহলেও একইভাবে ও উৎসবে সামিল হতে পারে কিন্তু পুজোর আচারে সামিল হতে গেলে- মন্ত্রোচ্চারণ করে পুষ্পাঞ্জলী দিতে গেলে বা জগন্নাথ দেবের আরতি করতে হলে হিন্দুধর্মাবলম্বী হতেই হবে .. নিজের ধর্মীয় অবস্থানটা ওর পরিষ্কার করে দেওয়া উচিত তা নাহলে রথযাত্রা-দুর্গাপুজো প্রত্যেক পুজো-পার্বণে ওর নিজের Publicity’র জন্য বিতর্কিত ফুটেজ খাওয়াটাকে কেন্দ্র করে একদিন বড় সমস্যা হতে পারে ... "

শিবাজি পাঁজার এই পোস্টকে কেউ সমর্থন জানিয়েছেন । আবার কেউ কটাক্ষ করেছে তাঁকে । তবে এই ধরনের বিষয়ে গুরুত্ব দিতে নারাজ নুসরত । এ বিষয়ে ETV ভারত সিতারার তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল । জানিয়েছিলেন, এই বিতর্ক তিনি গায়ে মাখেন না । সব ধর্মকে সমানভাবে সম্মান করেন । আর সেটা অনেক আগে থেকেই মেনে আসছেন ।

Intro:অভিনেত্রী-সাংসদের ধর্ম নিয়ে বিতর্ক যেন শেষ হতেই চাইছে না। এই পুজোর মরশুমেও ফের একবার ধর্মের কারণে রোষের মুখে পড়তে হল অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানকে। এবার তাঁকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজনৈতিক ব্যক্তিত্ব শিবাজী পাঁজা। সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট মারফত তিনি নুসরাতের কাছে জানতে চেয়েছেন তাঁর ধর্ম।


Body:এবং তাঁর এই পোস্টে তোলপাড় হয়েছে নেটদুনিয়া। কেউ তাঁকে সমর্থন করেছেন। কেউবা এমন প্রশ্ন তোলার জন্য তীব্র কটাক্ষ করেছে তাঁকে। এর আগেও রথযাত্রার সময় জগন্নাথদেবের রথের দড়ি টানার জন্য ট্রোলড্ হতে হয়েছিল নুসরাতকে।

আর এবার দুর্গাপুজোর অঞ্জলী দেওয়ার জন্য কাকে রোষের মুখে পড়তে হয়েছে। শিবাজী তাঁর পোস্টে লিখেছেন,
"নুসরাত কোন ধর্মাবলম্বী, সেটা অবিলম্বে ওর পরিস্কার করে বলা উচিত...
যদি ও ধর্মবিশ্বাসী না হয়, তাহলে দুর্গাপুজোর প্রতিমা এবং মণ্ডপসজ্জা অসাধারণ Art Installation হিসেবে দেখতে যেতে পারে, রথের মেলায় যেতে পারে; যদি ইসলাম ধর্মাবলম্বী হয় তাহলেও একইভাবে ও উৎসবে সামিল হতে পারে কিন্তু পুজোর আচারে সামিল হতে গেলে - মন্ত্রোচ্চারণ করে পুষ্পাঞ্জলী দিতে গেলে বা জগন্নাথ দেবের আরতি করতে হলে হিন্দুধর্মাবলম্বী হতেই হবে..

নিজের ধর্মীয় অবস্থানটা ওর পরিস্কার করে দেওয়া উচিত তা না হলে রথযাত্রা-দুর্গাপুজো প্রত্যেক পুজো-পার্বনে ওর নিজের Publicity'র জন্য বিতর্কিত ফুটেজ খাওয়াটাকে কেন্দ্র করে একদিন বড় সমস্যা হতে পারে...

দুগ্গা দুগ্গা"






Conclusion:যদিও ETV ভারত সিতারার পক্ষ থেকে এর আগে এই ধরনের পোস্টের সম্পর্কে প্রশ্ন করায় নুসরাত বলেছিলেন, তিনি এই ধরনের বিতর্ককে গায়ে মাখেন না। সব ধর্মকে সমানভাবে সম্মান করেন। সেটা অনেক আগে থেকেই তিনি মেনে আসছেন।
Last Updated : Oct 9, 2019, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.