মুম্বই, 2 জুন : মুক্তি পেল বিদ্যা বালানের আপকামিং ফিল্ম শেরনির ট্রেলার ৷ ট্রেলার দেখেই দারুণ খুশি ভক্তরা ৷ অনেকে তো এই ছবি ঘিরে অস্কারের স্বপ্নও দেখতে শুরু করেছেন ৷
একটি বাঘিনীর ত্রাসে থরহরিকম্প গোটা গ্রাম ৷ আর তারই খোঁজে ছুটে বেড়াচ্ছেন এক মহিলা ফরেস্ট অফিসার ৷ যদিও তাঁকে ভালো চোখে দেখছেন না গ্রামবাসীরা ৷ তাঁর প্রতিটি পদক্ষেপকে সন্দেহ করছেন সবাই ৷ এই নিয়েই ঘোরাফেরা করেছে শেরনির গল্প ৷ মাস্টার শ্যুটারের ভূমিকায় দেখা যাবে শরদ সাক্সেনাকে ৷ যাঁর দাবি, তিনি বাঘের চোখ দেখেই বুঝতে পারেন যে সেটি মানুষখেকো কি না ৷ গ্রামবাসীদের অবিশ্বাস আর বাঘিনীর ত্রাস - সবকিছুকে একা হাতে সামাল দিচ্ছেন বিদ্যা বালান ৷ 2 মিনিট 27 সেকেন্ডের ট্রেলার রহস্যের ঘনঘটা আরও বাড়িয়ে দিয়েছে ৷
ট্রেলার দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷ সোশ্যাল মিডিয়ায় শেরনির ভক্তের সংখ্যা ক্রমে বাড়ছে ৷ একজন তো লিখেছেন, "এই ট্রেলার দেখার পর বলা যায় যে, হ্যাঁ, ভারত অস্কার জিততে পারে ৷"
আরও পড়ুন: জঙ্গলের অ্যাডভেঞ্চার নিয়ে হাজির শেরনি বিদ্যা
দুদিন আগেই 30 সেকেন্ডের টিজারে ঘন জঙ্গলে বাঘিনীর খোঁজ চালাতে দেখা গিয়েছে ফরেস্ট অফিসার বিদ্যাকে ৷ ব্যাকগ্রাউন্ডে তাঁরই গলা ভেসে ওঠে ৷ হিন্দিতে যে কথাগুলি বলা হয়, তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, "জঙ্গল যতই ঘন হোক, শেরনি নিজের রাস্তা খুঁজেই নেয় ৷" টিজারের শেষেই বলে দেওয়া হয়েছিল যে এই ফিল্মের ট্রেলার মুক্তি পাবে 2 জুন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
গত বছর লকডাউনের সময়ে বন্ধ রাখতে হয়েছিল শেরনির শ্যুটিং ৷ এরপর গত অক্টোবরে কড়া বিধিনিষেধ মেনে মধ্যপ্রদেশের জঙ্গলে হয় শ্যুটিং ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োর এই ফিল্মের অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা ৷