ETV Bharat / sitara

Shekhar Kapur to direct The Immortals of Meluha: শিবা ট্রিলজি এবার সিরিজে, পরিচালনায় শেখর কাপুর - শিবা ট্রিলজি

শিবা ট্রিলজি (Shiva Trilogy) এ বার আসছে সিরিজে ৷ তার প্রথম ভাগ দ্য ইম্মরট্যালস অফ মেলুহার পরিচালনা করছেন শেখর কাপুর (Shekhar Kapur to direct The Immortals of Meluha)৷

Shekhar Kapur to direct series based on The Immortals of Meluha, the first of the Shiva Trilogy
শিবা ট্রিলজি এবার সিরিজে, পরিচালনায় শেখর কাপুর
author img

By

Published : Mar 9, 2022, 9:17 PM IST

মুম্বই, 9 মার্চ: ব্যান্ডিট কুইন ও মিস্টার ইন্ডিয়া তৈরি করে বিনোদনের দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন চিত্রনির্মাতা শেখর কাপুর (Shekhar Kapur to direct The Immortals of Meluha)৷ এ বার তিনি নিয়ে আসছেন আরও একটা চমক ৷ দ্য ইম্মরট্যালস অন মেলুহার উপর ভিত্তি করে একটি সিরিজের পরিচালনা করছেন তিনি ৷ আমিশ ত্রিপাঠির লেখা শিবা ট্রিলজির (Shiva Trilogy) প্রথম ভাগের উপর সিরিজটি তৈরি করছে ইন্টারন্যাশনাল আর্ট মেশিন ৷

শিবা ট্রিলজি (series adaptation of Amish Tripathi's Shiva Trilogy) বইয়ের সিরিজের প্রথম বই দ্য ইম্মরট্যালস অফ মেলুহাকে নিয়ে যে সিরিজটি তৈরি হচ্ছে, তার নাম রাখা হয়েছে শিবা ৷ দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রিয় চিত্রনির্মাতা শেখর কাপুরকে ৷ তিনি ছাড়াও এই সিরিজের অপর পরিচালক সুপর্ন এস ভার্মা ৷ সুপর্নের শেষ ডিরেক্টোরিয়াল ভেঞ্চার দ্য ফ্যামিলি ম্য়ান 2 মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ৷

আরও পড়ুন: Mission Majnu : হিন্দি ছবিতে কবে অভিষেক হচ্ছে রশ্মিকার? সামনে এল দিনক্ষণ

এই সিরিজ সম্পর্কে শেখর কাপুর বলেছেন, "আমিশের শিবা ট্রিলোজি ভারতের মুদ্রণের ক্ষেত্রে সেনসেশন তৈরি করেছে যে কোনও বয়স ও শ্রেণির মানুষের মধ্যে ৷ এটা কোনও পৌরাণিক গল্প নয়, আধুনিক গল্প বলার মতো এটি বলা হয়েছে ৷ এটি সুন্দর একটি আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে ৷"

আমিশ ত্রিপাঠির দ্য ইম্মরট্যালস অফ মেলুহা 1900 খ্রিষ্টপূর্বাব্দের মেলুহাদের জমিতে তৈরি ৷ এখানে শিবা নামে এক তিব্বতী শরণার্থীর গল্প বলা হয়েছে ৷ তাঁকে ত্রাতা হিসেবে মনে করতেন মেলুহানরা ৷ চন্দ্রবংশীদের বিরুদ্ধে লড়াইয়ে মেলুহানরা পাশে পেয়েছিল শিবাকে ৷ এই বইয়ের পর 2011 সালে প্রকাশিত হয় 'দ্য সিক্রেট অফ দ্য নাগাস' এবং 2013 সালে প্রকাশিত হয় 'দ্য ওথ অফ দ্য বায়ুপুত্রাস' ৷

আরও পড়ুন: SRK New Look : 'পাঠান'-এ কেমন হতে চলেছে বাদশার অবতার ? জল্পনার মাঝে প্রকাশ্য়ে নয়া লুক

মুম্বই, 9 মার্চ: ব্যান্ডিট কুইন ও মিস্টার ইন্ডিয়া তৈরি করে বিনোদনের দুনিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন চিত্রনির্মাতা শেখর কাপুর (Shekhar Kapur to direct The Immortals of Meluha)৷ এ বার তিনি নিয়ে আসছেন আরও একটা চমক ৷ দ্য ইম্মরট্যালস অন মেলুহার উপর ভিত্তি করে একটি সিরিজের পরিচালনা করছেন তিনি ৷ আমিশ ত্রিপাঠির লেখা শিবা ট্রিলজির (Shiva Trilogy) প্রথম ভাগের উপর সিরিজটি তৈরি করছে ইন্টারন্যাশনাল আর্ট মেশিন ৷

শিবা ট্রিলজি (series adaptation of Amish Tripathi's Shiva Trilogy) বইয়ের সিরিজের প্রথম বই দ্য ইম্মরট্যালস অফ মেলুহাকে নিয়ে যে সিরিজটি তৈরি হচ্ছে, তার নাম রাখা হয়েছে শিবা ৷ দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জনপ্রিয় চিত্রনির্মাতা শেখর কাপুরকে ৷ তিনি ছাড়াও এই সিরিজের অপর পরিচালক সুপর্ন এস ভার্মা ৷ সুপর্নের শেষ ডিরেক্টোরিয়াল ভেঞ্চার দ্য ফ্যামিলি ম্য়ান 2 মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ৷

আরও পড়ুন: Mission Majnu : হিন্দি ছবিতে কবে অভিষেক হচ্ছে রশ্মিকার? সামনে এল দিনক্ষণ

এই সিরিজ সম্পর্কে শেখর কাপুর বলেছেন, "আমিশের শিবা ট্রিলোজি ভারতের মুদ্রণের ক্ষেত্রে সেনসেশন তৈরি করেছে যে কোনও বয়স ও শ্রেণির মানুষের মধ্যে ৷ এটা কোনও পৌরাণিক গল্প নয়, আধুনিক গল্প বলার মতো এটি বলা হয়েছে ৷ এটি সুন্দর একটি আন্তর্জাতিক সিরিজ হতে চলেছে ৷"

আমিশ ত্রিপাঠির দ্য ইম্মরট্যালস অফ মেলুহা 1900 খ্রিষ্টপূর্বাব্দের মেলুহাদের জমিতে তৈরি ৷ এখানে শিবা নামে এক তিব্বতী শরণার্থীর গল্প বলা হয়েছে ৷ তাঁকে ত্রাতা হিসেবে মনে করতেন মেলুহানরা ৷ চন্দ্রবংশীদের বিরুদ্ধে লড়াইয়ে মেলুহানরা পাশে পেয়েছিল শিবাকে ৷ এই বইয়ের পর 2011 সালে প্রকাশিত হয় 'দ্য সিক্রেট অফ দ্য নাগাস' এবং 2013 সালে প্রকাশিত হয় 'দ্য ওথ অফ দ্য বায়ুপুত্রাস' ৷

আরও পড়ুন: SRK New Look : 'পাঠান'-এ কেমন হতে চলেছে বাদশার অবতার ? জল্পনার মাঝে প্রকাশ্য়ে নয়া লুক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.