ETV Bharat / sitara

Sidharth-Shehnaaz: বিয়ের আগেই সব শেষ ! সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে অসুস্থ প্রেমিকা শেহনাজ গিল - শেহনাজ গিল

শোনা যায়, বিয়ের কথা চলছিল ৷ তার আগেই মাত্র 40 বছর বয়সে চলে গেলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) ৷ এই খবর পেয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রেমিকা শেহনাজ গিল (Shehnaaz Gill)৷

Shehnaaz Gill Is Not Fine, says her Father Santokh Singh Sukh After Sidharth Shukla's Death
বিয়ের আগেই সব শেষ ! সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে অসুস্থ প্রেমিকা শেহনাজ গিল
author img

By

Published : Sep 2, 2021, 5:39 PM IST

মুম্বই, 2 সেপ্টেম্বর : অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর প্রেমিকা শেহনাজ গিল (Shehnaaz Gill)৷ এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি শ্যুটিং বন্ধ করে বেরিয়ে যান ৷ তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন শেহনাজের বাবা (Shehnaaz Gill's Father) সন্তোখ সিং সুখ ৷ এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য মুম্বই গিয়েছেন তাঁর ভাই ৷

বিগ বস 13-এ 40 বছরের টিভি স্টার সিদ্ধার্থ শুক্লার সহ-প্রতিযোগী ছিলেন শেহনাজ গিল ৷ তারপর থেকেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা শুরু হয় ৷ দু’জনেই একে-অপরকে যথেষ্ট কো-অপারেট করতেন ৷ কোনও প্রতিযোগীর সঙ্গে ঝামেলায় জড়ালে সিদ্ধার্থকে আগলে রাখতেন শেহনাজ ৷ শোনা যায়, তাঁরা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন ৷ তার মধ্যেই অকালে চলে গেলেন 'বালিকা বধূ' স্টার ৷

আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

এই খবরটি যখন প্রকাশিত হয়, তখন শেহনাজ গিল শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ৷ তিনি প্রেমিকের মৃত্যুর খবর পেয়েই শ্যুটিং ছেড়ে বেরিয়ে যান ৷ তাঁর বাবা সন্তোখ সিং সুখ বলেন, "আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই ৷ যা হয়েছে, তা বিশ্বাস করতে পারছি না ৷" তাঁর কন্যার কথা বলতে গিয়ে সন্তোখ বলেন, "আমি ওর সঙ্গে কথা বলেছি ৷ ও ভাল নেই ৷ আমার ছেলে শেহবাজ ওর পাশে থাকার জন্য মুম্বই রওনা হয়েছে ৷ আমি পরে যাচ্ছি ৷"

আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড

বিগ বস 13 ছাড়াও কয়েকটি মিউজিক ভিডিয়োতেও জুটিতে দেখা গিয়েছে সিদ্ধার্থ ও শেহনাজকে ৷ সেগুলির মধ্যে 'ভুলা দুঙ্গা' ও 'সোনা সোনা' বেশ জনপ্রিয় হয় ৷ গত মাসেই টিভি রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে থ্রি ও বিগ বস ওটিটি-তে একসঙ্গে যান সিদ্ধার্থ ও শেহনাজ ৷ ডান্স রিয়্যালিটি শো-তে তাঁরা একসঙ্গে পারফর্মও করেন, যা মন কেড়ে নেয় প্রতিযোগী ও বিচারকদের ৷

Shehnaaz Gill Is Not Fine, says her Father Santokh Singh Sukh After Sidharth Shukla's Death
বিয়ের আগেই সব শেষ ! সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে অসুস্থ প্রেমিকা শেহনাজ গিল

আরও পড়ুন: Pori Moni: বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা

শোবিজ-এ মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ শুক্লা ৷ টেলিভিশন শো 'বাবুল কা আঙ্গান ছোটে না'তে মুখ্য চরিত্রে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি ৷ পরবর্তীতে 'জানে পেহচানে সে','ইয়ে আজনবি','লাভ ইউ জিন্দেগি'-র মতো টিভি শো-তে তাঁকে দেখা গিয়েছে ৷ তবে 'বালিকা বধূ'-তে অভিনয় করে সর্বোচ্চ জনপ্রিয়তা পান তিনি ৷ 'ঝলক দিখলা যা-6', 'ফিয়ার ফ্যাক্টর : খতরোঁ কে খিলাড়ি-7' ও 'বিগ বস-13', সব মঞ্চেই দর্শকদের মাতিয়ে দেন সিদ্ধার্থ শুক্লা ৷ 2014 সালে করণ জোহর প্রযোজিত 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকাহত ছোট ও বড় পর্দার কুশীলবরা ৷

আরও পড়ুন : Saira Banu: অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে

মুম্বই, 2 সেপ্টেম্বর : অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) প্রয়াণে ভেঙে পড়েছেন তাঁর প্রেমিকা শেহনাজ গিল (Shehnaaz Gill)৷ এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি শ্যুটিং বন্ধ করে বেরিয়ে যান ৷ তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন শেহনাজের বাবা (Shehnaaz Gill's Father) সন্তোখ সিং সুখ ৷ এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য মুম্বই গিয়েছেন তাঁর ভাই ৷

বিগ বস 13-এ 40 বছরের টিভি স্টার সিদ্ধার্থ শুক্লার সহ-প্রতিযোগী ছিলেন শেহনাজ গিল ৷ তারপর থেকেই তাঁদের সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা শুরু হয় ৷ দু’জনেই একে-অপরকে যথেষ্ট কো-অপারেট করতেন ৷ কোনও প্রতিযোগীর সঙ্গে ঝামেলায় জড়ালে সিদ্ধার্থকে আগলে রাখতেন শেহনাজ ৷ শোনা যায়, তাঁরা বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন ৷ তার মধ্যেই অকালে চলে গেলেন 'বালিকা বধূ' স্টার ৷

আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

এই খবরটি যখন প্রকাশিত হয়, তখন শেহনাজ গিল শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ৷ তিনি প্রেমিকের মৃত্যুর খবর পেয়েই শ্যুটিং ছেড়ে বেরিয়ে যান ৷ তাঁর বাবা সন্তোখ সিং সুখ বলেন, "আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই ৷ যা হয়েছে, তা বিশ্বাস করতে পারছি না ৷" তাঁর কন্যার কথা বলতে গিয়ে সন্তোখ বলেন, "আমি ওর সঙ্গে কথা বলেছি ৷ ও ভাল নেই ৷ আমার ছেলে শেহবাজ ওর পাশে থাকার জন্য মুম্বই রওনা হয়েছে ৷ আমি পরে যাচ্ছি ৷"

আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড

বিগ বস 13 ছাড়াও কয়েকটি মিউজিক ভিডিয়োতেও জুটিতে দেখা গিয়েছে সিদ্ধার্থ ও শেহনাজকে ৷ সেগুলির মধ্যে 'ভুলা দুঙ্গা' ও 'সোনা সোনা' বেশ জনপ্রিয় হয় ৷ গত মাসেই টিভি রিয়্যালিটি শো ডান্স দিওয়ানে থ্রি ও বিগ বস ওটিটি-তে একসঙ্গে যান সিদ্ধার্থ ও শেহনাজ ৷ ডান্স রিয়্যালিটি শো-তে তাঁরা একসঙ্গে পারফর্মও করেন, যা মন কেড়ে নেয় প্রতিযোগী ও বিচারকদের ৷

Shehnaaz Gill Is Not Fine, says her Father Santokh Singh Sukh After Sidharth Shukla's Death
বিয়ের আগেই সব শেষ ! সিদ্ধার্থ শুক্লার মৃত্যুতে অসুস্থ প্রেমিকা শেহনাজ গিল

আরও পড়ুন: Pori Moni: বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা

শোবিজ-এ মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ শুক্লা ৷ টেলিভিশন শো 'বাবুল কা আঙ্গান ছোটে না'তে মুখ্য চরিত্রে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি ৷ পরবর্তীতে 'জানে পেহচানে সে','ইয়ে আজনবি','লাভ ইউ জিন্দেগি'-র মতো টিভি শো-তে তাঁকে দেখা গিয়েছে ৷ তবে 'বালিকা বধূ'-তে অভিনয় করে সর্বোচ্চ জনপ্রিয়তা পান তিনি ৷ 'ঝলক দিখলা যা-6', 'ফিয়ার ফ্যাক্টর : খতরোঁ কে খিলাড়ি-7' ও 'বিগ বস-13', সব মঞ্চেই দর্শকদের মাতিয়ে দেন সিদ্ধার্থ শুক্লা ৷ 2014 সালে করণ জোহর প্রযোজিত 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ করেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকাহত ছোট ও বড় পর্দার কুশীলবরা ৷

আরও পড়ুন : Saira Banu: অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.