কলকাতা, 20 ফেব্রুয়ারি : সদ্য ভ্যালেন্টাইন্স ডে'র গন্ধ এখন উবে গিয়েছে । চলছে অ্যান্টি ভ্যালেন্টাইন্স সপ্তাহ (Anti valentine week 2022)। এ রকম সময়েই অভিনেত্রী মৌবনি সরকারের (Moubani Sorcar in Choti) জীবনে নেমে এল কালো ছায়া । আজকাল স্বামী জুতো পেটা করছে তাঁকে !
ভাবছেন 'এ বাবা!', 'ইস...'। এ বার আসল গল্পটা খুলে বলা যাক । পাঁচটি গল্প নিয়ে একটি ছবি বানাচ্ছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty film)। তার মধ্যে একটির নাম 'চটি'। সেখানেই অভিনয় করতে দেখা যাবে মৌবনি সরকারকে (Bengali cinema)। তাঁর স্বামী রাজেনের চরিত্রে অনিন্দ্য বসু ।
মৌবনির চরিত্রের নাম পলা । সে একজন ফুড ব্লগার । তার ব্লগের নাম 'পলার সংসার'(secret video of Moubani Sorcar)। পাড়ার এক মুচি রতন আবার তার ব্লগের একনিষ্ঠ ভক্ত । সেই মুচির দোকানে পলা প্রায়ই একখানি চটি সারাতে যায় । একই চটি বারবার সারানোর নামে রতনের দোকানে পলার এই যাওয়ার ব্যাপারটায় রতন ও তার বন্ধু ভেবে নেয় পলা হয়তো রতনের প্রেমে পড়েছে । নাহলে কেউ এত পুরোনো চটি বার বার সারাতে আসে না । তারা তো জানে না যে এই চটি ঘিরে রয়েছে অন্য গল্প ।
আরও পড়ুন: প্রতারণার শিকার মৌবনি, খোয়ালেন 17 হাজার টাকা
আসলে পলার বন্ধু অনির্বাণ তার বিয়েতে আসতে না পারায় পরে একদিন পলার বাড়িতে যায় তার সঙ্গে দেখা করতে । পলা খুব খুশি হয়ে তার বন্ধুর জন্য অনেক কিছু রান্না করে । এমন সময় তার স্বামী বাড়ি ফিরে আসে । পলাকে অন্য একটি ছেলের সঙ্গে ফাঁকা বাড়িতে দেখে তাকে ভুল বোঝে এবং তখনই ছেলেটিকে অপমান করে তাড়িয়ে দেয় । রাগের চোটে তাকে চটিটা রেখে খালি পায়ে যেতে বলে । এটাই সেই চটি যা দিয়ে পলাকে তার স্বামী দীর্ঘ ছ’বছর ধরে রোজ রাতে পেটায় এবং ছিঁড়ে গেলে চটিটা সারিয়ে আনতে হয় পলাকেই । এই ভাবে বিনা দোষে শাস্তি পেতে পেতে সে আজ বড় ক্লান্ত । ছেঁড়া চটি, পলার সংসার, স্বামী, রতন সব কিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে আজ পলার কাছে । কী করবে এরপর পলা ? তা অবশ্য ঠিক করে রেখেছেন পরিচালক অনির্বাণ ।
আরও পড়ুন: WBFJA Award 2020-21 : 'সিনেমার সমাবর্তন'-এ কারা পেলেন সেরার শিরোপা ? রইল বিজয়ীদের তালিকা
পলার সেই বন্ধু অনির্বাণের ভূমিকায় রয়েছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী । ছবির পাঁচটি গল্পেই ক্যামিও রোলে দেখা যাবে পরিচালককে । আর তাই এই ছবির নাম 'ওরা পাঁচজন আর অনির্বাণ'।
ছবিতে রতনের চরিত্রে সঞ্জয় দাস । গল্প লিখেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। গান গেয়েছেন রূপঙ্কর বাগচি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনির্বাণ চক্রবর্তী । অন্যান্য গল্পের শুটিং চলছে । 'চটি' গল্পের শুটিং শেষ করে ফেলেছেন পরিচালক ।