মুম্বই : সত্যজিৎ রায় অনেককে পরিচালক হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। ঋতুপর্ণ ঘোষ তার মধ্যে অন্যতম। সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। তিনি হলেন হলিউডের জনপ্রিয় পরিচালক অ্যারি অ্যাস্টার। ছোটোবেলা থেকে তিনি মোহগ্রস্থের মতো দেখেছেন সত্যজিৎ রায়ের ছবি।
মুম্বই ফিল্ম ফেস্টিভালে অতিথি হিসেবে এসেছেন অ্যারি। তাঁর এই ভারত ভ্রমণের পিছনেও রয়েছেন সত্যজিৎ। তিনি বললেন, "আমার এখানে এসে খুব ভালো লাগছে। আমি এর আগে কখনও ভারতে আসিনি। ছোটোবেলা থেকে আমি মোহগ্রস্থের মতো দেখেছি সত্যজিৎ রায়ের ফিল্ম। উনি আমার অন্যতম হিরো। ওঁর ছবি দেখেই আমি ভারতে আসার কথা ভেবেছিলাম।"
হলিউডে হরর কমেডি জঁরে বেশ ভালো মতো পরিচিতি রয়েছে অ্যারির। 'হেরিডিটারি' বা 'মিডসমার'-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। মুম্বইয়ের এই ফেস্টিভালে প্রদর্শিতও হচ্ছে 'মিডসমার'। ব্যক্তিগত জীবনে ব্রেকআপের সময় এই ছবির গল্পটি লিখেছিলেন অ্যারি।
সত্যজিতের ছবি দেখে ভারতে এলেও, এখানকার সবকিছু বেশ ভালো লাগছে পরিচালকের। বললেন, "আমার এখানকার খাবার ভালো লাগে। ভারতীয় দর্শককেও আমার ভালো লাগছে। ওরা ছবির সঙ্গে একেবারে একাত্ম হয়ে যায়।"
তাহলে বলতে হয়, এদেশে এসে নিরাশ হননি অ্যারি!