ETV Bharat / sitara

কোরোনাকে জয় করলেন প্রদীপ ভট্টাচার্য - pradip mukherjee corona

কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হন সত্যজিৎ রায়ের 'জন অরণ্য' ছবির বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী । দু'জনকে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে । দু'জনেই এখন কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ।

asd
asd
author img

By

Published : Aug 12, 2020, 10:45 PM IST

কলকাতা : আমজনতা থেকে শুরু করে তারকা, কোরোনায় আক্রান্ত হচ্ছেন প্রায় সবাই । এর মধ্যে হলিউড থেকে বলিউড এমনকী টলিউডেও থাবা বসিয়েছে কোরোনা । বাদ যাচ্ছেন না কেউই । যেমন কয়েকদিন আগে আক্রান্ত হন সত্যজিৎ রায়ের 'জন অরণ্য' ছবির বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী । দু'জনকে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে । দু'জনেই এখন কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ।

প্রদীপবাবু ও তাঁর স্ত্রীর জ্বর হচ্ছিল । এছাড়া আর কোনও উপসর্গ দেখা যায়নি তাঁদের শরীরে । তবে জ্বর না কমায় কোরোনা পরীক্ষা করান তাঁরা । রিপোর্ট পজ়িটিভ আসে । সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডিতে ভরতি করা হয় । সেখানে ভালো চিকিৎসা পেয়েছেন বলে জানান বর্ষীয়ান অভিনেতা ।

এ প্রসঙ্গে তিনি ETV ভারতকে বলেন, "আমি 3 অগাস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি । আমার স্ত্রীকে ছেড়েছে 31 জুলাই । তারপর থেকে আমরা বাড়িতেই রয়েছি । বেরোচ্ছি না । আমরা দু'জনেই এখন সম্পূর্ণ সুস্থ । আগামীকাল আমাদের কোয়ারানটিনের 14 দিন হবে । বেলেঘাটা আইডিতে আমাদের খুব ভালো চিকিৎসা হয়েছে । ওদের চিকিৎসায় আমরা খুবই কৃতজ্ঞ । ওখানে আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন সুজিত বসু । আমি তাঁর কাছেও কৃতজ্ঞ । পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ ।"

কলকাতা : আমজনতা থেকে শুরু করে তারকা, কোরোনায় আক্রান্ত হচ্ছেন প্রায় সবাই । এর মধ্যে হলিউড থেকে বলিউড এমনকী টলিউডেও থাবা বসিয়েছে কোরোনা । বাদ যাচ্ছেন না কেউই । যেমন কয়েকদিন আগে আক্রান্ত হন সত্যজিৎ রায়ের 'জন অরণ্য' ছবির বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী । দু'জনকে ভরতি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে । দু'জনেই এখন কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ।

প্রদীপবাবু ও তাঁর স্ত্রীর জ্বর হচ্ছিল । এছাড়া আর কোনও উপসর্গ দেখা যায়নি তাঁদের শরীরে । তবে জ্বর না কমায় কোরোনা পরীক্ষা করান তাঁরা । রিপোর্ট পজ়িটিভ আসে । সঙ্গে সঙ্গে বেলেঘাটা আইডিতে ভরতি করা হয় । সেখানে ভালো চিকিৎসা পেয়েছেন বলে জানান বর্ষীয়ান অভিনেতা ।

এ প্রসঙ্গে তিনি ETV ভারতকে বলেন, "আমি 3 অগাস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি । আমার স্ত্রীকে ছেড়েছে 31 জুলাই । তারপর থেকে আমরা বাড়িতেই রয়েছি । বেরোচ্ছি না । আমরা দু'জনেই এখন সম্পূর্ণ সুস্থ । আগামীকাল আমাদের কোয়ারানটিনের 14 দিন হবে । বেলেঘাটা আইডিতে আমাদের খুব ভালো চিকিৎসা হয়েছে । ওদের চিকিৎসায় আমরা খুবই কৃতজ্ঞ । ওখানে আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন সুজিত বসু । আমি তাঁর কাছেও কৃতজ্ঞ । পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.