বেঙ্গালুরু : মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী ও সঞ্জনা গলরানিকে । কয়েকদিন আগেই তাঁদের গ্রেপ্তার করে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (CCB)। আজ ডোপ টেস্টের জন্য নিয়ে যাওয়া হলে প্রথমে রক্ত ও চুলের নমুনা দিতে রাজি হননি তাঁরা । পরে অবশ্য টেস্টের জন্য নমুনা দেন দুই অভিনেত্রীই ।
আজ সকালে ডোপ টেস্টের জন্য কেজি জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল দুই অভিনেত্রীকে । এদিকে হাসপাতালে যাওয়ার সঙ্গে সঙ্গেই CCB আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা । কেন তাঁদের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেকথা আধিকারিকদের থেকে জানতে চান । এরপর গ্ল্যামার নষ্ট হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে টেস্টের জন্য প্রয়োজনীয় নমুনা দিতেও অস্বীকার করেন । প্রায় দু'ঘণ্টা পর তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করতে সক্ষম হন আধিকারিকরা ।
পরীক্ষার জন্য সেই নমুনা ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি, মাদিওয়ালা ও সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হবে ।
রাগিনী ও সঞ্জনা মাদক নিতেন কি না তা বোঝা যাবে এই পরীক্ষা থেকেই । আর সেই কারণেই তাঁদের এই পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ।
যদিও এ প্রসঙ্গে সঞ্জনার দাবি, "আমি এই পরীক্ষা করাতে অস্বীকার করতেই পারি । কেউ আমাকে এই পরীক্ষা করার জন্য জোর করতে পারে না । আমার আইনজীবীই এটা আমাকে বলেছেন ।"