কলকাতা : দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সংক্রমণ ঠেকাতে বন্ধ রাখা হয়েছিল সিনেমা হল । আনলক 5-এ সিঙ্গল ও মাল্টিপ্লেক্স খোলার কথা আগেই ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে । সেই মতো প্রায় সাত মাস পর আগামীকাল থেকে খুলছে সিনেমা হলের দরজা । তবে মেনে চলতে হবে বেশ কিছু বিধিনিষেধ । আর তা মেনেই স্যানিটাইজ় করা হল সিনেমা হল ।
কী কী বিধিনিষেধ মানতে হবে সিনেমা হলে ?
- দর্শক আসন সংখ্যার 50 শতাংশ পূরণ করা যাবে ।
- বসার সময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।
- টাকা-পয়সার আদান-প্রদান হবে ডিজিটাল মাধ্যমে।
- হলে ঢোকার মুখে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক ।
- উপসর্গ রয়েছে এমন দর্শককে হলে ঢুকতে দেওয়া হবে না ।
- ই-টিকিট বাঞ্ছনীয় ।
- শো শুরুর আগে এবং পরে ও বিরতির সময় মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে ঘোষণা করতে হবে ।
- এয়ার ফিল্টার সিস্টেম রাখতে হবে।
- মাস্ক ও গ্লাভস বিন রাখতে হবে।
- খাবার-দাবারের জন্য ডিসপোজেবল প্যাকেজিং রাখতে হবে।
- দর্শককে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার অনুরোধ।
আর এই সব বিধিনিষেধ মেনেই স্যানিটাইজ় করা হল সিনেমা হল । এমনকী, হলে ঢোকার সময় দর্শকদের থার্মাল স্ক্রিনিয়ের পাশাপাশি যে বিধিনিষেধ মানতে তার একটা ঝলক ভিডিয়োর মাধ্যমে তুলে ধরা হয়েছে হল কর্তৃপক্ষের তরফে ।