ETV Bharat / sitara

Sameer Wankhede: 2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক - সমীর ওয়াংখেড়ে

2 লাখ টাকার জুতো, 20 লাখ টাকার ঘড়ি ও 50 হাজার টাকার শার্ট পরেন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷ এমনই অভিযোগ করলেন এনসিপি নেতা (NCP leader) নবাব মালিক (Nawab Malik) ৷

Sameer Wankhede's shoes worth 2 lakhs, shirts worth 50,000: NCP leader Nawab Malik
2 লাখের জুতো, 20 লাখের ঘড়ি, 50 হাজারের শার্ট পরেন সমীর: নবাব মালিক
author img

By

Published : Nov 2, 2021, 1:46 PM IST

মুম্বই, 2 নভেম্বর: 2 লাখ টাকার জুতো, 20 লাখ টাকার ঘড়ি, 50,000 টাকার বেশি দামি শার্ট ও 30,000 টাকার বেশি দামি টি-শার্ট পরেন আরিয়ান খানের (Aryan Khan) মামলার তদন্তের দায়িত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর শীর্ষ আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷ এনসিপি নেতা (NCP leader) নবাব মালিকের (Nawab Malik) এই অভিযোগ উড়িয়ে দিলেন এনসিবি কর্তা ৷ তাঁর দাবি, এসব গুজব ৷ তাঁর আইনজীবী বোন ও জেলবন্দি এক মাদক পাচারকারীর মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাট করার যে অভিযোগ নবাব মালিক তুলেছেন, তারও কড়া ভাষায় জবাব দিয়েছেন সমীর ওয়াংখেড়ে ৷

তিনি আজ দাবি করেছেন, তাঁর বোন ইয়াসমিন ওয়াংখেড়েকে তাঁর হয়ে মামলা লড়ার জন্য অনুরোধ করেছিল একজন মাদক পাচারকারী ৷ তবে ইয়াসমিন তাকে বলে দেন যে, তিনি এনডিপিএস মামলা লড়েন না ৷ ওয়াংখেড়ের কথায়, "মাদক পাচারকারী সলমন আমার বোনের সঙ্গে কথা বলেছিল...কিন্তু ও এনডিপিএস মামলা লড়ে না, তাই সলমনকে ও ফিরিয়ে দেয় ৷ মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাদের ফাঁদে ফেলতে চেয়েছিল সলমন ৷ তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে এখন জেলবন্দি ৷ তার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে মিথ্যে অভিযোগ আনা হয়েছে ৷"

মঙ্গলবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তাঁর বোন ও একটি অজ্ঞাত পরিচয় ফোন নম্বরের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেন এনসিপি নেতা নবাব মালিক ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আপনাদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করছি ৷ এই চ্যাটগুলিতে 'লেডি ডন' ইয়াসমিন ওয়াংখেড়েকে মাদক মামলায় ধৃত এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ৷ তিনি তাঁর ভিজিটিং কার্ড ও ঠিকানাও শেয়ার করেছেন ৷ মাদক পাচারে অভিযুক্তের সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন এনসিবি অফিসারের বোন ?"

আরও পড়ুন: Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক

এ প্রসঙ্গে সমীরের যুক্তি, "মিডলম্যান আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল...চলতি বছরের শুরুতেই মুম্বই পুলিশে সে একটি মিথ্যে অভিযোগ দায়ের করেছিল ৷ কিন্তু তা প্রমাণিত হয়নি ৷ তারপর থেকে সলমনের পাচারকারীরা আমার পরিবারকে ফাঁদে ফেলতে চেষ্টা করছে ৷ এই প্রচেষ্টা চলতে থাকে...এর পেছনে রয়েছে মাদক পাচারকারীরা ৷"

আরও পড়ুন: Sameer Wankhede : আগাম নোটিশ ছাড়া গ্রেফতার নয় ওয়াংখেড়েকে, আদালতে জানাল মহারাষ্ট্র সরকার

দামি পোশাক সংক্রান্ত অভিযোগের জবাব দিয়ে সমীর বলেছেন, "আমার দামি পোশাকের বিষয়ে যা বলা হয়েছে তা গুজব ৷ তাঁর (নবাব মালিক) এ বিষয়ে কোনও ধারণা নেই ৷" মালিক দাবি করেছিলেন যে, 2 লাখ টাকার জুতো, 50,000 টাকার বেশি দামি শার্ট, 30,000 টাকার বেশি দামি টি-শার্ট ও 20 লাখ টাকারও বেশি দামি ঘড়ি পরেন সমীর ওয়াংখেড়ে ৷ তাঁর প্রশ্ন ছিল, "কীভাবে একজন সৎ অফিসার এত দামি জামাকাপড় কিনতে পারেন ? মানুষের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে কোটি কোটি টাকা তোলা তুলেছেন তিনি ৷"

আরও পড়ুন : Aryan Khan: মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন, ছাড়া পেলেন আরবাজ-মুনমুনও

মুম্বই, 2 নভেম্বর: 2 লাখ টাকার জুতো, 20 লাখ টাকার ঘড়ি, 50,000 টাকার বেশি দামি শার্ট ও 30,000 টাকার বেশি দামি টি-শার্ট পরেন আরিয়ান খানের (Aryan Khan) মামলার তদন্তের দায়িত্বে থাকা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর শীর্ষ আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷ এনসিপি নেতা (NCP leader) নবাব মালিকের (Nawab Malik) এই অভিযোগ উড়িয়ে দিলেন এনসিবি কর্তা ৷ তাঁর দাবি, এসব গুজব ৷ তাঁর আইনজীবী বোন ও জেলবন্দি এক মাদক পাচারকারীর মধ্যে হোয়াটসঅ্যাপে চ্যাট করার যে অভিযোগ নবাব মালিক তুলেছেন, তারও কড়া ভাষায় জবাব দিয়েছেন সমীর ওয়াংখেড়ে ৷

তিনি আজ দাবি করেছেন, তাঁর বোন ইয়াসমিন ওয়াংখেড়েকে তাঁর হয়ে মামলা লড়ার জন্য অনুরোধ করেছিল একজন মাদক পাচারকারী ৷ তবে ইয়াসমিন তাকে বলে দেন যে, তিনি এনডিপিএস মামলা লড়েন না ৷ ওয়াংখেড়ের কথায়, "মাদক পাচারকারী সলমন আমার বোনের সঙ্গে কথা বলেছিল...কিন্তু ও এনডিপিএস মামলা লড়ে না, তাই সলমনকে ও ফিরিয়ে দেয় ৷ মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাদের ফাঁদে ফেলতে চেয়েছিল সলমন ৷ তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে এখন জেলবন্দি ৷ তার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে মিথ্যে অভিযোগ আনা হয়েছে ৷"

মঙ্গলবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে তাঁর বোন ও একটি অজ্ঞাত পরিচয় ফোন নম্বরের মধ্যে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করেন এনসিপি নেতা নবাব মালিক ৷ তিনি সাংবাদিকদের বলেন, "আপনাদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ চ্যাট শেয়ার করছি ৷ এই চ্যাটগুলিতে 'লেডি ডন' ইয়াসমিন ওয়াংখেড়েকে মাদক মামলায় ধৃত এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ৷ তিনি তাঁর ভিজিটিং কার্ড ও ঠিকানাও শেয়ার করেছেন ৷ মাদক পাচারে অভিযুক্তের সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন এনসিবি অফিসারের বোন ?"

আরও পড়ুন: Sameer Wankhede: সমীর ওয়াংখেড়ের নিকাহ নামার ছবি প্রকাশ করে প্রতারণার অভিযোগে সরব মালিক

এ প্রসঙ্গে সমীরের যুক্তি, "মিডলম্যান আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করেছিল...চলতি বছরের শুরুতেই মুম্বই পুলিশে সে একটি মিথ্যে অভিযোগ দায়ের করেছিল ৷ কিন্তু তা প্রমাণিত হয়নি ৷ তারপর থেকে সলমনের পাচারকারীরা আমার পরিবারকে ফাঁদে ফেলতে চেষ্টা করছে ৷ এই প্রচেষ্টা চলতে থাকে...এর পেছনে রয়েছে মাদক পাচারকারীরা ৷"

আরও পড়ুন: Sameer Wankhede : আগাম নোটিশ ছাড়া গ্রেফতার নয় ওয়াংখেড়েকে, আদালতে জানাল মহারাষ্ট্র সরকার

দামি পোশাক সংক্রান্ত অভিযোগের জবাব দিয়ে সমীর বলেছেন, "আমার দামি পোশাকের বিষয়ে যা বলা হয়েছে তা গুজব ৷ তাঁর (নবাব মালিক) এ বিষয়ে কোনও ধারণা নেই ৷" মালিক দাবি করেছিলেন যে, 2 লাখ টাকার জুতো, 50,000 টাকার বেশি দামি শার্ট, 30,000 টাকার বেশি দামি টি-শার্ট ও 20 লাখ টাকারও বেশি দামি ঘড়ি পরেন সমীর ওয়াংখেড়ে ৷ তাঁর প্রশ্ন ছিল, "কীভাবে একজন সৎ অফিসার এত দামি জামাকাপড় কিনতে পারেন ? মানুষের উপর মিথ্যে অভিযোগ চাপিয়ে কোটি কোটি টাকা তোলা তুলেছেন তিনি ৷"

আরও পড়ুন : Aryan Khan: মাদক-কাণ্ডে শাহরুখ-পুত্র আরিয়ানের জামিন, ছাড়া পেলেন আরবাজ-মুনমুনও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.