মুম্বই, 18 মে: সলমন খানের সদ্য মুক্তি পাওয়া ফিল্ম রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই-এর সেটে পাশাপাশি দাঁড়িয়ে দুই ভাইজান ৷ আসলে সলমন খানের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি হলেন তাঁরই বডি ডাবল পারভেজ কাজি ৷ তাঁর চেহারার হুবহু মিল বলিউডের সুলতানের সঙ্গে ৷ স্বাভাবিক ভাবেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি ৷
ছবিতে দেখা যাচ্ছে, একইরকম পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন সলমন ও কাজি ৷ পরনে ধূসর টি-শার্টের উপরে পরা নীল শার্ট ৷ দু জনেরই শার্টের বোতাম খোলা ৷ ছবিটি পোস্ট করে সলমনের হামশকল কাজি লিখেছেন, "রাধের সেটে ভাইজানের সঙ্গে ৷"
আরও পড়ুন: তোমাদের সমস্যায় পড়তে হবে, রাধে নিয়ে পাইরেটেড সাইটদের হুমকি সলমনের
-
With bhaijan @BeingSalmanKhan on set #RadheYourMostWantedBhai #Radhe #bodydouble pic.twitter.com/5zn3o0ZYCH
— Parvez Kazi ( Official ) (@parvezkazi12) May 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">With bhaijan @BeingSalmanKhan on set #RadheYourMostWantedBhai #Radhe #bodydouble pic.twitter.com/5zn3o0ZYCH
— Parvez Kazi ( Official ) (@parvezkazi12) May 16, 2021With bhaijan @BeingSalmanKhan on set #RadheYourMostWantedBhai #Radhe #bodydouble pic.twitter.com/5zn3o0ZYCH
— Parvez Kazi ( Official ) (@parvezkazi12) May 16, 2021
টাইগার জিন্দা হ্যায়, দাবাং থ্রি, রেস থ্রি-র মতো নানা ফিল্মের অ্যাকশন দৃশ্যে সলমনের বডি ডাবল হিসেবে কাজ করেছেন পারভেজ কাজি ৷ তিনি কাজ করেছেন প্রেম রতন ধন পাও, ভারতের মতো ফিল্মেও ৷