ETV Bharat / sitara

রাধের সেটে পাশাপাশি 2 সলমন ! - সলমান খান

রাধের সেটে পাশাপাশি দুই সলমান খান ৷ সলমন খানের বডি ডাবল পারভেজ কাজির সঙ্গে ভাইজানের একটি ছবি ভাইরাল হয়েছে ৷

Salman Khan's Pic With Body Double Parvez Kazi From Radhe Sets
রাধের সেটে পাশাপাশি 2 সলমন !
author img

By

Published : May 18, 2021, 7:47 PM IST

মুম্বই, 18 মে: সলমন খানের সদ্য মুক্তি পাওয়া ফিল্ম রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই-এর সেটে পাশাপাশি দাঁড়িয়ে দুই ভাইজান ৷ আসলে সলমন খানের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি হলেন তাঁরই বডি ডাবল পারভেজ কাজি ৷ তাঁর চেহারার হুবহু মিল বলিউডের সুলতানের সঙ্গে ৷ স্বাভাবিক ভাবেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি ৷

ছবিতে দেখা যাচ্ছে, একইরকম পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন সলমন ও কাজি ৷ পরনে ধূসর টি-শার্টের উপরে পরা নীল শার্ট ৷ দু জনেরই শার্টের বোতাম খোলা ৷ ছবিটি পোস্ট করে সলমনের হামশকল কাজি লিখেছেন, "রাধের সেটে ভাইজানের সঙ্গে ৷"

আরও পড়ুন: তোমাদের সমস্যায় পড়তে হবে, রাধে নিয়ে পাইরেটেড সাইটদের হুমকি সলমনের

টাইগার জিন্দা হ্যায়, দাবাং থ্রি, রেস থ্রি-র মতো নানা ফিল্মের অ্যাকশন দৃশ্যে সলমনের বডি ডাবল হিসেবে কাজ করেছেন পারভেজ কাজি ৷ তিনি কাজ করেছেন প্রেম রতন ধন পাও, ভারতের মতো ফিল্মেও ৷

মুম্বই, 18 মে: সলমন খানের সদ্য মুক্তি পাওয়া ফিল্ম রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই-এর সেটে পাশাপাশি দাঁড়িয়ে দুই ভাইজান ৷ আসলে সলমন খানের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটি হলেন তাঁরই বডি ডাবল পারভেজ কাজি ৷ তাঁর চেহারার হুবহু মিল বলিউডের সুলতানের সঙ্গে ৷ স্বাভাবিক ভাবেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হতে সময় নেয়নি ৷

ছবিতে দেখা যাচ্ছে, একইরকম পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন সলমন ও কাজি ৷ পরনে ধূসর টি-শার্টের উপরে পরা নীল শার্ট ৷ দু জনেরই শার্টের বোতাম খোলা ৷ ছবিটি পোস্ট করে সলমনের হামশকল কাজি লিখেছেন, "রাধের সেটে ভাইজানের সঙ্গে ৷"

আরও পড়ুন: তোমাদের সমস্যায় পড়তে হবে, রাধে নিয়ে পাইরেটেড সাইটদের হুমকি সলমনের

টাইগার জিন্দা হ্যায়, দাবাং থ্রি, রেস থ্রি-র মতো নানা ফিল্মের অ্যাকশন দৃশ্যে সলমনের বডি ডাবল হিসেবে কাজ করেছেন পারভেজ কাজি ৷ তিনি কাজ করেছেন প্রেম রতন ধন পাও, ভারতের মতো ফিল্মেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.