কলকাতা : পৃথিবী থেকে খনিজ তেল ক্রমশ শেষ হয়ে আসছে । আর তার সমাধান করতেই সাগরদ্বীপে পাড়ি দিলেন পরমব্রত, কোয়েল, গৌরব ও কাঞ্চন । সেখান থেকে যকের ধন খুঁজে আনাই তাঁদের মূল লক্ষ্য । আর এই গল্প দিয়েই আজ মুক্তি পেল 'সাগরদ্বীপে যকের ধন'-এর ট্রেলার ।
ছবিতে বিমল ও কুমারের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি ও গৌরব চক্রবর্তী । আর চিকিৎসক রুবি চ্যাটার্জির চরিত্রে দেখা গেছে কোয়েল মল্লিককে । এক পেট্রল পাম্প মালিক বাকাশ্যাম ধরের সঙ্গে দেখা হয় বিমল ও কুমারের । তাঁর বাবা রাধেশ্যাম ধর একজন বৈজ্ঞানিক ছিলেন । অ্যাডভেঞ্চারও যথেষ্ট পছন্দ করতেন তিনি । আর অ্যাডভেঞ্চারের নেশায় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পরিত্যক্ত দ্বীপে গিয়ে পৌঁছন । সেখানে একটি পাথর দেখতে পান তিনি । নাম 'রেড মারকারি' । এরপর গবেষণার মাধ্যমে তিনি জানতে পারেন ওই পাথরে থাকা কেমিকাল খুবই শক্তিশালী । যা খনিজ তেলের অভাব পূরণ করতে পারে ।
এরপর তাঁদের সঙ্গে দেখা হয় চিকিৎসক রুবি চ্যাটার্জির । তিনিও ওই একই ধরনের কেমিকালের খোঁজ করছিলেন । যা এক শিশুর জীবন বাঁচাতে পারে । লক্ষ্য একই হওয়ায় তাঁরা একসঙ্গেই পাড়ি দেন দ্বীপের উদ্দেশে । সেই পাথর উদ্ধার করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন তাঁরা । এভাবেই এগোতে থাকে গল্প ।
এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ও কৌশিক সেন । কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার । সেখানেই মুক্তি পেয়েছিল পরব্রত, কোয়েল ও গৌরবের ফার্স্ট লুক । ছবি পরিচালনায় সায়ন্তন ঘোষাল । ছবির বেশিরভাগ শুটিং হয়েছে থাইল্যান্ডে । সব ঠিক থাকলে 6 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">