ETV Bharat / sitara

অতীতের রহস্য ভেদ করতে সাগরদ্বীপে পরমব্রত-কোয়েল-গৌরব

মুক্তি পেল 'সাগরদ্বীপে যকের ধন'-এর ট্রেলার । রয়েছেন পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, কোয়েল মল্লিক, কাঞ্চন মল্লিক । সব ঠিক থাকলে 6 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

ছবি
author img

By

Published : Nov 6, 2019, 5:46 PM IST

Updated : Nov 6, 2019, 6:16 PM IST

কলকাতা : পৃথিবী থেকে খনিজ তেল ক্রমশ শেষ হয়ে আসছে । আর তার সমাধান করতেই সাগরদ্বীপে পাড়ি দিলেন পরমব্রত, কোয়েল, গৌরব ও কাঞ্চন । সেখান থেকে যকের ধন খুঁজে আনাই তাঁদের মূল লক্ষ্য । আর এই গল্প দিয়েই আজ মুক্তি পেল 'সাগরদ্বীপে যকের ধন'-এর ট্রেলার ।

ছবিতে বিমল ও কুমারের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি ও গৌরব চক্রবর্তী । আর চিকিৎসক রুবি চ্যাটার্জির চরিত্রে দেখা গেছে কোয়েল মল্লিককে । এক পেট্রল পাম্প মালিক বাকাশ্যাম ধরের সঙ্গে দেখা হয় বিমল ও কুমারের । তাঁর বাবা রাধেশ্যাম ধর একজন বৈজ্ঞানিক ছিলেন । অ্যাডভেঞ্চারও যথেষ্ট পছন্দ করতেন তিনি । আর অ্যাডভেঞ্চারের নেশায় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পরিত্যক্ত দ্বীপে গিয়ে পৌঁছন । সেখানে একটি পাথর দেখতে পান তিনি । নাম 'রেড মারকারি' । এরপর গবেষণার মাধ্যমে তিনি জানতে পারেন ওই পাথরে থাকা কেমিকাল খুবই শক্তিশালী । যা খনিজ তেলের অভাব পূরণ করতে পারে ।

Sagardwipey
ট্রেলার লঞ্চ অনুষ্ঠান

এরপর তাঁদের সঙ্গে দেখা হয় চিকিৎসক রুবি চ্যাটার্জির । তিনিও ওই একই ধরনের কেমিকালের খোঁজ করছিলেন । যা এক শিশুর জীবন বাঁচাতে পারে । লক্ষ্য একই হওয়ায় তাঁরা একসঙ্গেই পাড়ি দেন দ্বীপের উদ্দেশে । সেই পাথর উদ্ধার করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন তাঁরা । এভাবেই এগোতে থাকে গল্প ।

দেখুন ভিডিয়ো

এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ও কৌশিক সেন । কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার । সেখানেই মুক্তি পেয়েছিল পরব্রত, কোয়েল ও গৌরবের ফার্স্ট লুক । ছবি পরিচালনায় সায়ন্তন ঘোষাল । ছবির বেশিরভাগ শুটিং হয়েছে থাইল্যান্ডে । সব ঠিক থাকলে 6 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা : পৃথিবী থেকে খনিজ তেল ক্রমশ শেষ হয়ে আসছে । আর তার সমাধান করতেই সাগরদ্বীপে পাড়ি দিলেন পরমব্রত, কোয়েল, গৌরব ও কাঞ্চন । সেখান থেকে যকের ধন খুঁজে আনাই তাঁদের মূল লক্ষ্য । আর এই গল্প দিয়েই আজ মুক্তি পেল 'সাগরদ্বীপে যকের ধন'-এর ট্রেলার ।

ছবিতে বিমল ও কুমারের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি ও গৌরব চক্রবর্তী । আর চিকিৎসক রুবি চ্যাটার্জির চরিত্রে দেখা গেছে কোয়েল মল্লিককে । এক পেট্রল পাম্প মালিক বাকাশ্যাম ধরের সঙ্গে দেখা হয় বিমল ও কুমারের । তাঁর বাবা রাধেশ্যাম ধর একজন বৈজ্ঞানিক ছিলেন । অ্যাডভেঞ্চারও যথেষ্ট পছন্দ করতেন তিনি । আর অ্যাডভেঞ্চারের নেশায় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পরিত্যক্ত দ্বীপে গিয়ে পৌঁছন । সেখানে একটি পাথর দেখতে পান তিনি । নাম 'রেড মারকারি' । এরপর গবেষণার মাধ্যমে তিনি জানতে পারেন ওই পাথরে থাকা কেমিকাল খুবই শক্তিশালী । যা খনিজ তেলের অভাব পূরণ করতে পারে ।

Sagardwipey
ট্রেলার লঞ্চ অনুষ্ঠান

এরপর তাঁদের সঙ্গে দেখা হয় চিকিৎসক রুবি চ্যাটার্জির । তিনিও ওই একই ধরনের কেমিকালের খোঁজ করছিলেন । যা এক শিশুর জীবন বাঁচাতে পারে । লক্ষ্য একই হওয়ায় তাঁরা একসঙ্গেই পাড়ি দেন দ্বীপের উদ্দেশে । সেই পাথর উদ্ধার করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হন তাঁরা । এভাবেই এগোতে থাকে গল্প ।

দেখুন ভিডিয়ো

এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ও কৌশিক সেন । কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ছবির পোস্টার । সেখানেই মুক্তি পেয়েছিল পরব্রত, কোয়েল ও গৌরবের ফার্স্ট লুক । ছবি পরিচালনায় সায়ন্তন ঘোষাল । ছবির বেশিরভাগ শুটিং হয়েছে থাইল্যান্ডে । সব ঠিক থাকলে 6 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:অমিত চক্রবর্তী,কলকাতা: সায়ন্তন ঘোষাল এর পরিচালনায় এর আগে দর্শকরা দেখেছিল এডভেঞ্চার সিরিজের প্রথম ছবি যক্ষের ধন। মুক্তির পর ছবিটি দর্শকদের বিশেষত ছোট বাচ্চাদের ভীষণই ভালো লাগে। সেই সময় থেকেই শোনা যাচ্ছিল যে যক্ষের ধন সিরিজের পরবর্তী গল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেই অ্যাডভেঞ্চার সিরিজের এবারের গল্প হতে চলেছে সাগরদ্বীপে যক্ষের ধন। বাংলা ছবির ক্ষেত্রে যেভাবে এই ছবিতে ভিএফএক্স এর ব্যবহার করা হয়েছে, তা এর আগে অন্য কোন বাংলা ছবি ব্যবহৃত হয় নি। আগামী 6 ডিসেম্বর ছবিটি দর্শকদের জন্য বড় পর্দায় আসতে চলেছে। তার আগে এদিন মুক্তি পেল ছবির ট্রেলার। এদিনের অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়,কোয়েল মল্লিক, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখার্জি ও পরিচালক সায়ন্তন ঘোষাল।


Body:ভিডিও কপি


Conclusion:
Last Updated : Nov 6, 2019, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.