কলকাতা : 'সাঁঝবাতি' ছবিটি পরিচালনা করছেন মেগাসিরিয়ালের অন্যতম জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। ছবির চিত্রনাট্য না পড়েই ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্পিতা চ্যাটার্জি। আর একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে অফিশিয়ালি ঘোষণা করাও হয়ে গেছিল অর্পিতার নাম।
সেই প্রেস কনফারেন্সেই অর্পিতা স্পষ্ট করে বলেছিলেন, ছবির চিত্রনাট্য না পড়েই তিনি কাজ করতে রাজি হয়েছেন। তারপর তিনি যখন স্ক্রিপ্টটা পড়লেন, দেখলেন তাঁর চরিত্রটা একেবারেই পছন্দ হচ্ছে না। সম্প্রতি আর একটি প্রেস মিটে অর্পিতা বললেন, " আমি প্রেস কনফারেন্সে প্রথমেই বলেছিলাম গল্পটা আমার জানা নেই। তারপর যখন স্ক্রিপ্টটা লেখা হল, দেখলাম যে চরিত্রটায় আমাকে ভাবা হচ্ছে, সেটা আমার ঠিক পছন্দ নয়। সবাই জানে, আমি যেই সিনেমাই করি, সেখানে আমার চরিত্রটা আমায় এক্সাইট করে বলেই করি। সাঁঝবাতিতে আমার চরিত্রটা আমাকে এক্সাইট করেনি বলে করলাম না।"
সাঁঝবাতির এই চরিত্রে এবার অভিনয় করবেন আর এক দক্ষ অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দেব এবং পাওলি দাম। পরিকল্পনা মতো এই বছর বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। সে দিক থেকে দেখতে গেলে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'ও সেই একই সময়ে মুক্তি পেতে পারে।
অর্পিতা 'রাইফেল' ছবিতে এক IPS অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সেই ছবির শুটিংয়ে এসেই তিনি বললেন...
'সাঁঝবাতি' থেকে কেন বেরিয়ে গেলেন অর্পিতা?
এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায় স্পষ্টভাবেই জানিয়ে দিলেন, "চরিত্রটা আমার ঠিক পছন্দ হয়নি।"
কলকাতা : 'সাঁঝবাতি' ছবিটি পরিচালনা করছেন মেগাসিরিয়ালের অন্যতম জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। ছবির চিত্রনাট্য না পড়েই ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্পিতা চ্যাটার্জি। আর একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে অফিশিয়ালি ঘোষণা করাও হয়ে গেছিল অর্পিতার নাম।
সেই প্রেস কনফারেন্সেই অর্পিতা স্পষ্ট করে বলেছিলেন, ছবির চিত্রনাট্য না পড়েই তিনি কাজ করতে রাজি হয়েছেন। তারপর তিনি যখন স্ক্রিপ্টটা পড়লেন, দেখলেন তাঁর চরিত্রটা একেবারেই পছন্দ হচ্ছে না। সম্প্রতি আর একটি প্রেস মিটে অর্পিতা বললেন, " আমি প্রেস কনফারেন্সে প্রথমেই বলেছিলাম গল্পটা আমার জানা নেই। তারপর যখন স্ক্রিপ্টটা লেখা হল, দেখলাম যে চরিত্রটায় আমাকে ভাবা হচ্ছে, সেটা আমার ঠিক পছন্দ নয়। সবাই জানে, আমি যেই সিনেমাই করি, সেখানে আমার চরিত্রটা আমায় এক্সাইট করে বলেই করি। সাঁঝবাতিতে আমার চরিত্রটা আমাকে এক্সাইট করেনি বলে করলাম না।"
সাঁঝবাতির এই চরিত্রে এবার অভিনয় করবেন আর এক দক্ষ অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, দেব এবং পাওলি দাম। পরিকল্পনা মতো এই বছর বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ছবিটি। সে দিক থেকে দেখতে গেলে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'ও সেই একই সময়ে মুক্তি পেতে পারে।
অর্পিতা 'রাইফেল' ছবিতে এক IPS অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। সেই ছবির শুটিংয়ে এসেই তিনি বললেন...
Body:সেই প্রেস কনফারেন্সেই অর্পিতা স্পষ্ট করে বলেছিলেন, ছবির চিত্রনাট্য না পড়েই তিনি কাজ করতে রাজি হয়েছেন। তারপর তিনি যখন স্ক্রিপ্টটা পড়লেন, দেখলেন তাঁর চরিত্রটা একেবারেই পছন্দ না। অর্পিতা বললেন, " আমি প্রেস কনফারেন্সে প্রথমেই বলেছিলাম গল্পটা আমার জানা নেই। তারপর যখন স্ক্রিপ্টটা লেখা হল, দেখলাম যে চরিত্রটায় আমাকে ভাবা হচ্ছে, সেটা আমার ঠিক পছন্দ নয়। সবাই জানে, যে আমি সিনেমাই করি, সেখানে আমার চরিত্রটা আমায় এক্সাইট করতে হবে। সাঁঝবাতিতে আমার চরিত্রটা আমাকে এক্সাইট করেনি বলে করলাম না।"
Conclusion:সাঁঝবাতির এই চরিত্রে এবার অভিনয় করবেন আরেক সুঅভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করছেন মেগাসিরিয়াল খ্যাত লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী দেব এবং পাওলি দাম। পরিকল্পনা মতো এই বছর বড়দিনের ছুটিতে মুক্তি পাবে ছবি। সে দিক থেকে দেখতে গেলে দেবে নিজস্ব প্রযোজনা সংস্থার ছবি 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'ও সেই একই সময়ে মুক্তি পেতে পারে।
ছবিতে লিলি চক্রবর্তী চরিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে ঘিরেই গল্প। গত সোমবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। ছবিতে দেব যে চরিত্রটিতে অভিনয় করছেন সেটি বাস্তবধর্মী। পরিচালকদ্বয়ের আশা, এই ছবিতে দেবের চরিত্রটি দর্শকদের অবাক করবে। মফস্বল শহর থেকে আসা একটা চরিত্র। সে ভালোবেসে ফেলে যুবতি পাওলিকে।