কলকাতা : "2441139" বেলা বোসের এই নম্বর আজও অনেকেরই মনে রয়েছে । একটা সময় খুবই জনপ্রিয়তা পেয়েছিল অঞ্জন দত্তর 'বেলা বোস' গানটি । বেকারত্ব, প্রেমিকের চাকরি না পাওয়া আর চাকরি না পাওয়ায় প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার মতো বিষয়ই এই গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন তিনি । তবে এবার বেলা বোসকেই একটু অন্যভাবে উপস্থাপনা করলেন অন্য এক গায়ক বাম্পাই । সম্পূর্ণ নিজের কল্পনায় বেলা বোসকে এই গানে তুলে ধরেন তিনি । গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচি ।
'বেলা বোস' একটা সেন্টিমেন্ট । "2441139"-এর মত ল্যান্ডলাইন নম্বরগুলো আজ নিখোঁজ । অ্যান্ড্রয়েড ফোন, হোয়াটসঅ্যাপ ও সোশাল মিডিয়ার যুগে যোগাযোগের মাধ্যম অনেকটাই পালটে গিয়েছে । আর এই বর্তমান পরিস্থিতির সঙ্গেই বেলা বোসকে মানানসই করে তুলেছেন বাম্পাই ।
এ প্রসঙ্গে বাম্পাই বলেন, "বেলা বোস নিয়ে একটা গান লিখেছি । অঞ্জন দত্ত হয়ে ভেবেছি লেখার সময় । যদিও এটা আমার একান্ত ভাবনা, আমার ভাবনার সঙ্গে অঞ্জনবাবুর মিল নাও থাকতে পারে । আর সকলের মতো এই গান শুনে আমারও অনেকটা বড় হওয়া, অনেক কিছু শেখা, অনেক কিছু দেখা । কাজেই এই দেখা থেকেই বেলা বোস, রঞ্জনা ও হরিপদ নিয়ে একটা ভাবনা মনে বারবার ঘুরঘুর করছিল । তা থেকেই এই গান তৈরি করেছি । গানটা গাইছেন রূপঙ্কর বাগচি । আর সংগীতায়োজন করছেন আমার বন্ধু সুদীপ্ত পাল ।"
এখন বেলার কী হল, রঞ্জনাই বা কেমন আছে, সেটা বলতে গিয়ে বাম্পাই বলেন, "বেলা বোস কোথায় আছে কেউ জানে না, কিন্তু তার এখন সেনগুপ্ত পদবিটা সবাই জানে । কাজ থেকে অবসর গ্রহণ করেছেন অঞ্জনবাবু । বিয়ে করেননি । এদিকে পাড়ার ছেড়ে হরিপদ ভাড়াবাড়িতে উঠে গিয়েছে । রঞ্জনার ঠিকানা এখন জ়ি প্লাস ফোর ফ্ল্যাট । কসবার ওই নীল দেয়ালের ঘরটা আজ আর নেই । কিন্তু সুমনের গান আজও কানে বাজছে, এবং বাঁচতে বলছে ভাবতে বলছে । তবে শৈশবের পাহাড় ডাকছে অঞ্জনবাবুকে আজও । আজ ফোনের আউট গোয়িং ফ্রি, তাই মিটার বাড়ছে না আগের মতো । রঞ্জনাকে ভুলে গেলেও বেলাকে তিনি কিছুতেই ভুলতে পারছেন না ।"