ETV Bharat / sitara

Rituparna Kaushiki perform for Cancer Patients: ক্যানসার রোগীদের জন্য রোটারির উদ্যোগে সামিল ঋতুপর্ণা-কৌশিকী

ক্যানসার রোগীদের জন্য রোটারির (Rotary's Effort for Cancer Patients) সাধু প্রয়াস, এই উদ্যোগে সামিল হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta dances for Cancer Patients) এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী ।

author img

By

Published : Feb 15, 2022, 10:36 AM IST

Rotary's Effort for Cancer Patients, Rituparna Sengupta Kaushiki Chakraborty joins this mission
ক্যানসার রোগীদের জন্য রোটারির উদ্যোগে শামিল ঋতুপর্ণা-কৌশিকী

কলকাতা, 15 ফেব্রুয়ারি: দুরারোগ্য ক্যানসারের চিকিৎসার খরচ আকাশছোঁয়া ৷ দুঃস্থ পরিবারে এই রোগ হানা দিলে তার চিকিৎসার ভার বহন করতে হিমশিম খেতে হয় মানুষকে ৷ দরিদ্র পরিবারে ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে সাহায্যের (Rotary's Effort for Cancer Patients) হাত বাড়িয়ে দিল 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' ৷ আর এই মহান কর্মযজ্ঞে তাদের সঙ্গী হলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta dances for Cancer Patients) এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty songs)।

দরিদ্র পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে এ বার 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' । তাঁদের সঙ্গে এই উদ্যোগে সামিল টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী । সেই সব শিশুর পরিবারের হাতে টাকা তুলে দিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল ৷ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৌশিকী চক্রবর্তী । তাঁর সঙ্গে গলা মেলান তাঁর পুত্রও । এ দিন মঞ্চে নিজের ট্রুপ নিয়ে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত । তিনি নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী অভিমন্যু সেনগুপ্তর সঙ্গেও । এদিন দু‘জন ক্যানসার জয়ী শিশুর সঙ্গেও নাচ করতে দেখা যায় ঋতুপর্ণাকে ।

আরও পড়ুন: Prosenjit to marry Rituparna : বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, ঘটক পল্লবী ! আমন্ত্রণ ভিডিয়ো বার্তায়

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরে 100 জন ক্যানসার আক্রান্ত রোগীকে সাহায্য করা হবে । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও বাচিক শিল্পী তথা গৌতম পত্নী রায়া ভট্টাচার্য ।

Rotary's Effort for Cancer Patients, Rituparna Sengupta Kaushiki Chakraborty joins this mission
নৃত্যে ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "রোটারি এহেন অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে দীর্ঘদিন ধরে । তাতে সামিল হতে পেরে ভাল লাগছে । নাচ আমার আবেগের জায়গা । অনেক ভাবনাচিন্তা আমার নাচ নিয়ে । আমার নাচ ওই সব ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে কাজে লাগলে নিজেকে ধন্য মনে করব ।"

আরও পড়ুন: 8 বছর হয়ে গেল তুমি নেই, ঋতুপর্ণের মৃত্যুদিনে নস্টালজিক প্রসেনজিত্-ঋতুপর্ণা

কলকাতা, 15 ফেব্রুয়ারি: দুরারোগ্য ক্যানসারের চিকিৎসার খরচ আকাশছোঁয়া ৷ দুঃস্থ পরিবারে এই রোগ হানা দিলে তার চিকিৎসার ভার বহন করতে হিমশিম খেতে হয় মানুষকে ৷ দরিদ্র পরিবারে ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে সাহায্যের (Rotary's Effort for Cancer Patients) হাত বাড়িয়ে দিল 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' ৷ আর এই মহান কর্মযজ্ঞে তাদের সঙ্গী হলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta dances for Cancer Patients) এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty songs)।

দরিদ্র পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে এ বার 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' । তাঁদের সঙ্গে এই উদ্যোগে সামিল টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী । সেই সব শিশুর পরিবারের হাতে টাকা তুলে দিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল ৷ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৌশিকী চক্রবর্তী । তাঁর সঙ্গে গলা মেলান তাঁর পুত্রও । এ দিন মঞ্চে নিজের ট্রুপ নিয়ে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত । তিনি নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী অভিমন্যু সেনগুপ্তর সঙ্গেও । এদিন দু‘জন ক্যানসার জয়ী শিশুর সঙ্গেও নাচ করতে দেখা যায় ঋতুপর্ণাকে ।

আরও পড়ুন: Prosenjit to marry Rituparna : বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, ঘটক পল্লবী ! আমন্ত্রণ ভিডিয়ো বার্তায়

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরে 100 জন ক্যানসার আক্রান্ত রোগীকে সাহায্য করা হবে । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও বাচিক শিল্পী তথা গৌতম পত্নী রায়া ভট্টাচার্য ।

Rotary's Effort for Cancer Patients, Rituparna Sengupta Kaushiki Chakraborty joins this mission
নৃত্যে ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "রোটারি এহেন অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে দীর্ঘদিন ধরে । তাতে সামিল হতে পেরে ভাল লাগছে । নাচ আমার আবেগের জায়গা । অনেক ভাবনাচিন্তা আমার নাচ নিয়ে । আমার নাচ ওই সব ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে কাজে লাগলে নিজেকে ধন্য মনে করব ।"

আরও পড়ুন: 8 বছর হয়ে গেল তুমি নেই, ঋতুপর্ণের মৃত্যুদিনে নস্টালজিক প্রসেনজিত্-ঋতুপর্ণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.