ETV Bharat / sitara

Rituparna Kaushiki perform for Cancer Patients: ক্যানসার রোগীদের জন্য রোটারির উদ্যোগে সামিল ঋতুপর্ণা-কৌশিকী - রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291

ক্যানসার রোগীদের জন্য রোটারির (Rotary's Effort for Cancer Patients) সাধু প্রয়াস, এই উদ্যোগে সামিল হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta dances for Cancer Patients) এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী ।

Rotary's Effort for Cancer Patients, Rituparna Sengupta Kaushiki Chakraborty joins this mission
ক্যানসার রোগীদের জন্য রোটারির উদ্যোগে শামিল ঋতুপর্ণা-কৌশিকী
author img

By

Published : Feb 15, 2022, 10:36 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: দুরারোগ্য ক্যানসারের চিকিৎসার খরচ আকাশছোঁয়া ৷ দুঃস্থ পরিবারে এই রোগ হানা দিলে তার চিকিৎসার ভার বহন করতে হিমশিম খেতে হয় মানুষকে ৷ দরিদ্র পরিবারে ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে সাহায্যের (Rotary's Effort for Cancer Patients) হাত বাড়িয়ে দিল 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' ৷ আর এই মহান কর্মযজ্ঞে তাদের সঙ্গী হলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta dances for Cancer Patients) এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty songs)।

দরিদ্র পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে এ বার 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' । তাঁদের সঙ্গে এই উদ্যোগে সামিল টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী । সেই সব শিশুর পরিবারের হাতে টাকা তুলে দিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল ৷ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৌশিকী চক্রবর্তী । তাঁর সঙ্গে গলা মেলান তাঁর পুত্রও । এ দিন মঞ্চে নিজের ট্রুপ নিয়ে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত । তিনি নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী অভিমন্যু সেনগুপ্তর সঙ্গেও । এদিন দু‘জন ক্যানসার জয়ী শিশুর সঙ্গেও নাচ করতে দেখা যায় ঋতুপর্ণাকে ।

আরও পড়ুন: Prosenjit to marry Rituparna : বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, ঘটক পল্লবী ! আমন্ত্রণ ভিডিয়ো বার্তায়

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরে 100 জন ক্যানসার আক্রান্ত রোগীকে সাহায্য করা হবে । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও বাচিক শিল্পী তথা গৌতম পত্নী রায়া ভট্টাচার্য ।

Rotary's Effort for Cancer Patients, Rituparna Sengupta Kaushiki Chakraborty joins this mission
নৃত্যে ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "রোটারি এহেন অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে দীর্ঘদিন ধরে । তাতে সামিল হতে পেরে ভাল লাগছে । নাচ আমার আবেগের জায়গা । অনেক ভাবনাচিন্তা আমার নাচ নিয়ে । আমার নাচ ওই সব ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে কাজে লাগলে নিজেকে ধন্য মনে করব ।"

আরও পড়ুন: 8 বছর হয়ে গেল তুমি নেই, ঋতুপর্ণের মৃত্যুদিনে নস্টালজিক প্রসেনজিত্-ঋতুপর্ণা

কলকাতা, 15 ফেব্রুয়ারি: দুরারোগ্য ক্যানসারের চিকিৎসার খরচ আকাশছোঁয়া ৷ দুঃস্থ পরিবারে এই রোগ হানা দিলে তার চিকিৎসার ভার বহন করতে হিমশিম খেতে হয় মানুষকে ৷ দরিদ্র পরিবারে ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে সাহায্যের (Rotary's Effort for Cancer Patients) হাত বাড়িয়ে দিল 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' ৷ আর এই মহান কর্মযজ্ঞে তাদের সঙ্গী হলেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta dances for Cancer Patients) এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty songs)।

দরিদ্র পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে এ বার 'রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট' ও 'রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট অরগানাইজেশন 3291' । তাঁদের সঙ্গে এই উদ্যোগে সামিল টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী । সেই সব শিশুর পরিবারের হাতে টাকা তুলে দিতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল ৷ এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কৌশিকী চক্রবর্তী । তাঁর সঙ্গে গলা মেলান তাঁর পুত্রও । এ দিন মঞ্চে নিজের ট্রুপ নিয়ে নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত । তিনি নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী অভিমন্যু সেনগুপ্তর সঙ্গেও । এদিন দু‘জন ক্যানসার জয়ী শিশুর সঙ্গেও নাচ করতে দেখা যায় ঋতুপর্ণাকে ।

আরও পড়ুন: Prosenjit to marry Rituparna : বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ-ঋতুপর্ণা, ঘটক পল্লবী ! আমন্ত্রণ ভিডিয়ো বার্তায়

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরে 100 জন ক্যানসার আক্রান্ত রোগীকে সাহায্য করা হবে । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাংবাদিক গৌতম ভট্টাচার্য ও বাচিক শিল্পী তথা গৌতম পত্নী রায়া ভট্টাচার্য ।

Rotary's Effort for Cancer Patients, Rituparna Sengupta Kaushiki Chakraborty joins this mission
নৃত্যে ঋতুপর্ণা

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "রোটারি এহেন অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে আসছে দীর্ঘদিন ধরে । তাতে সামিল হতে পেরে ভাল লাগছে । নাচ আমার আবেগের জায়গা । অনেক ভাবনাচিন্তা আমার নাচ নিয়ে । আমার নাচ ওই সব ক্যানসার আক্রান্ত শিশুদের কল্যাণে কাজে লাগলে নিজেকে ধন্য মনে করব ।"

আরও পড়ুন: 8 বছর হয়ে গেল তুমি নেই, ঋতুপর্ণের মৃত্যুদিনে নস্টালজিক প্রসেনজিত্-ঋতুপর্ণা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.