ETV Bharat / sitara

দুস্থদের হাতে স্যানিটাইজ়ার-খাবার তুলে দিলেন রচনা, সঙ্গে রাজনীতিবিদ মদন মিত্র - Rochona banerjee along with Madan mItra distributes food

আমাদের দেশে অনেক মানুষ আছেন যাঁদের বাড়িতে টিভি নেই । কোরোনা ভাইরাস রোখার জন্য সাধারণ সতর্কতাটুকু পৌঁছচ্ছে না তাঁদের কাছে । ঠিক মতো নিজেদের শরীর ও ঘরবাড়ি স্যানিটাইজ়ও করতে পারছেন না তাঁরা । এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ালেন 'দিদি নম্বর ওয়ান' রচনা ব্যানার্জি । পাশে পেলেন রাজনীতিবিদ মদন মিত্রকে ।

madan mitra latest news
madan mitra latest news
author img

By

Published : Apr 20, 2020, 7:22 PM IST

Updated : Apr 20, 2020, 7:59 PM IST

কলকাতা : কলকাতার আনন্দপুর এলাকার একটি বিশালবহুল বহুতলে বাস রচনার । এই এলাকার দুস্থ মানুষের হাতে তিনি তুলে দিলেন স্যানিটাইজ়ার, মাস্ক, গ্লাভস আর কিছু খাবারদাবার । শেখালেন স্যানিটাইজ়েশনের পদ্ধতিও । রচনা ETV ভারত সিতারাকে পাঠিয়েছেন কিছু ভিডিয়ো । জানিয়েছেন তাঁর বক্তব্য ।

রচনা আমাদের বললেন, "এই সময় আমাদের প্রয়াস দুস্থ মানুষের পাশে দাঁড়ানো । আর তার জন্য আমার বাড়ির কাছে যত স্লাম আছে, সেখানে যত দুস্থ মানুষ আছেন, তাঁদের হাতে স্যানিটিজ়ার ও মাস্ক তুলে দিলাম । আজ এখানে আমার পাশে আছেন মদনদা (পড়ুন মদন মিত্র), আমার বহুতলের কিছু বন্ধু বান্ধব আছেন । এই জায়গাটাকে আমরা স্যানিটাইজ়ও করেছি। সকলের পাশে দাঁড়ানোই এখন আমাদের মূল উদ্দেশ্য ।"

madan mitra latest news
স্যানিটাইজ় করছেন রচনা

তিনি আরও বললেন, "অনেকের কাছেই টিভি নেই, তাঁরা জানতেও পারছেন না কী করা উচিত, কীভাবে চলা উচিত । সবাইকে আমি একটা কথাই বলছি, মাস্ক পরাটা খুব দরকার । কিছুদিনের ব্যাপার । সবাই মিলে যদি আমরা চেষ্টা করি ভালো হয় ।"

madan mitra latest news
মদনের সঙ্গে রচনা..

রচনার সঙ্গে এই কাজে সামিল হয়েছেন রাজনীতিবিদ মদন মিত্রও । বললেন, "রচনার মতো একজন মানুষকে আমরা সঙ্গে পেয়েছি । তিনিও রাস্তায় নেমে স্যানিটাইজ় করছেন। এর মধ্যে বার্তা দেওয়া হচ্ছে ভয় পাবেন না । সব সময় নিজেকে স্যানিটাইজ় করে রাখুন।" অভুক্তদের হাতে একটু চাল-ডাল-তেল-আলু-পেঁয়াজ-সোয়াবিনও তুলে দিলেন মদন আর রচনা ।

দেখে নিন ভিডিয়ো..

কলকাতা : কলকাতার আনন্দপুর এলাকার একটি বিশালবহুল বহুতলে বাস রচনার । এই এলাকার দুস্থ মানুষের হাতে তিনি তুলে দিলেন স্যানিটাইজ়ার, মাস্ক, গ্লাভস আর কিছু খাবারদাবার । শেখালেন স্যানিটাইজ়েশনের পদ্ধতিও । রচনা ETV ভারত সিতারাকে পাঠিয়েছেন কিছু ভিডিয়ো । জানিয়েছেন তাঁর বক্তব্য ।

রচনা আমাদের বললেন, "এই সময় আমাদের প্রয়াস দুস্থ মানুষের পাশে দাঁড়ানো । আর তার জন্য আমার বাড়ির কাছে যত স্লাম আছে, সেখানে যত দুস্থ মানুষ আছেন, তাঁদের হাতে স্যানিটিজ়ার ও মাস্ক তুলে দিলাম । আজ এখানে আমার পাশে আছেন মদনদা (পড়ুন মদন মিত্র), আমার বহুতলের কিছু বন্ধু বান্ধব আছেন । এই জায়গাটাকে আমরা স্যানিটাইজ়ও করেছি। সকলের পাশে দাঁড়ানোই এখন আমাদের মূল উদ্দেশ্য ।"

madan mitra latest news
স্যানিটাইজ় করছেন রচনা

তিনি আরও বললেন, "অনেকের কাছেই টিভি নেই, তাঁরা জানতেও পারছেন না কী করা উচিত, কীভাবে চলা উচিত । সবাইকে আমি একটা কথাই বলছি, মাস্ক পরাটা খুব দরকার । কিছুদিনের ব্যাপার । সবাই মিলে যদি আমরা চেষ্টা করি ভালো হয় ।"

madan mitra latest news
মদনের সঙ্গে রচনা..

রচনার সঙ্গে এই কাজে সামিল হয়েছেন রাজনীতিবিদ মদন মিত্রও । বললেন, "রচনার মতো একজন মানুষকে আমরা সঙ্গে পেয়েছি । তিনিও রাস্তায় নেমে স্যানিটাইজ় করছেন। এর মধ্যে বার্তা দেওয়া হচ্ছে ভয় পাবেন না । সব সময় নিজেকে স্যানিটাইজ় করে রাখুন।" অভুক্তদের হাতে একটু চাল-ডাল-তেল-আলু-পেঁয়াজ-সোয়াবিনও তুলে দিলেন মদন আর রচনা ।

দেখে নিন ভিডিয়ো..
Last Updated : Apr 20, 2020, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.