কলকাতা : কলকাতার আনন্দপুর এলাকার একটি বিশালবহুল বহুতলে বাস রচনার । এই এলাকার দুস্থ মানুষের হাতে তিনি তুলে দিলেন স্যানিটাইজ়ার, মাস্ক, গ্লাভস আর কিছু খাবারদাবার । শেখালেন স্যানিটাইজ়েশনের পদ্ধতিও । রচনা ETV ভারত সিতারাকে পাঠিয়েছেন কিছু ভিডিয়ো । জানিয়েছেন তাঁর বক্তব্য ।
রচনা আমাদের বললেন, "এই সময় আমাদের প্রয়াস দুস্থ মানুষের পাশে দাঁড়ানো । আর তার জন্য আমার বাড়ির কাছে যত স্লাম আছে, সেখানে যত দুস্থ মানুষ আছেন, তাঁদের হাতে স্যানিটিজ়ার ও মাস্ক তুলে দিলাম । আজ এখানে আমার পাশে আছেন মদনদা (পড়ুন মদন মিত্র), আমার বহুতলের কিছু বন্ধু বান্ধব আছেন । এই জায়গাটাকে আমরা স্যানিটাইজ়ও করেছি। সকলের পাশে দাঁড়ানোই এখন আমাদের মূল উদ্দেশ্য ।"
তিনি আরও বললেন, "অনেকের কাছেই টিভি নেই, তাঁরা জানতেও পারছেন না কী করা উচিত, কীভাবে চলা উচিত । সবাইকে আমি একটা কথাই বলছি, মাস্ক পরাটা খুব দরকার । কিছুদিনের ব্যাপার । সবাই মিলে যদি আমরা চেষ্টা করি ভালো হয় ।"
রচনার সঙ্গে এই কাজে সামিল হয়েছেন রাজনীতিবিদ মদন মিত্রও । বললেন, "রচনার মতো একজন মানুষকে আমরা সঙ্গে পেয়েছি । তিনিও রাস্তায় নেমে স্যানিটাইজ় করছেন। এর মধ্যে বার্তা দেওয়া হচ্ছে ভয় পাবেন না । সব সময় নিজেকে স্যানিটাইজ় করে রাখুন।" অভুক্তদের হাতে একটু চাল-ডাল-তেল-আলু-পেঁয়াজ-সোয়াবিনও তুলে দিলেন মদন আর রচনা ।