ETV Bharat / sitara

'কণ্ঠ' দেখে কী বললেন বাস্তবিক রেডিয়ো জকিরা? - Tollywood

'কণ্ঠ'-র স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন জনপ্রিয় রেডিয়ো জকিরা, যাঁরা রেডিয়ো মাতিয়ে রাখেন। কী বললেন তাঁরা?

কণ্ঠ
author img

By

Published : May 7, 2019, 11:02 PM IST

মুক্তি পাওয়ার আগেই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে 'কণ্ঠ'-র। মানুষের বিশাল প্রত্যাশা ছবিটি নিয়ে। তার আগে ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল শহরে। উপস্থিত ছিলেন কারা? রিয়েল লাইফে যাঁরা রেডিয়ো জকি, যাঁরা আমাদের সারাদিনটা প্রাণবন্ত করে রাখেন তাঁদের কথা দিয়ে, সেই সব মানুষগুলো। নিজেদের জীবনের একটা প্রতিফলন দেখে কেমন লাগল তাঁদের? কী ছিল তাঁদের প্রতিক্রিয়া?

সবাই এক বাক্যে স্বীকার করে নিলেন 'কণ্ঠ' তাঁদের মন কেড়ে নিয়েছে। RJ মীর বললেন, "একজন রেডিয়ো জকির বাকরুদ্ধ হয়ে যাওয়াটা খুব সাংঘাতিক ব্যাপার। শিবুর অভিনয় অত্যন্ত নিপুণ হাতে সামলেছে ও। এই ক্ষেত্রে ও তো নিজে নিজেকে পরিচালনা করছে।"

আরও পড়ুন : অ্যান্টি টোব্যাকোর প্রচারে 'কণ্ঠ'

RJ সৌভিক খুব ভালো বললেন, "কণ্ঠতে অনেকগুলো মুহূর্ত আছে যেগুলো বাঙ্ময় নয়, তবুও সেই মুহূর্তগুলো কেমন কথাময় হয়ে উঠছে।"

RJ জিমি বললেন, "বাস্তবতার দিক থেকে এত ভালো ছবি আমি কখনও দেখিনি। এটা ভিতরে গিয়ে ধাক্কা দেবে।"

দেখে নিন ভিডিয়োটি...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুক্তি পাওয়ার আগেই অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে 'কণ্ঠ'-র। মানুষের বিশাল প্রত্যাশা ছবিটি নিয়ে। তার আগে ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল শহরে। উপস্থিত ছিলেন কারা? রিয়েল লাইফে যাঁরা রেডিয়ো জকি, যাঁরা আমাদের সারাদিনটা প্রাণবন্ত করে রাখেন তাঁদের কথা দিয়ে, সেই সব মানুষগুলো। নিজেদের জীবনের একটা প্রতিফলন দেখে কেমন লাগল তাঁদের? কী ছিল তাঁদের প্রতিক্রিয়া?

সবাই এক বাক্যে স্বীকার করে নিলেন 'কণ্ঠ' তাঁদের মন কেড়ে নিয়েছে। RJ মীর বললেন, "একজন রেডিয়ো জকির বাকরুদ্ধ হয়ে যাওয়াটা খুব সাংঘাতিক ব্যাপার। শিবুর অভিনয় অত্যন্ত নিপুণ হাতে সামলেছে ও। এই ক্ষেত্রে ও তো নিজে নিজেকে পরিচালনা করছে।"

আরও পড়ুন : অ্যান্টি টোব্যাকোর প্রচারে 'কণ্ঠ'

RJ সৌভিক খুব ভালো বললেন, "কণ্ঠতে অনেকগুলো মুহূর্ত আছে যেগুলো বাঙ্ময় নয়, তবুও সেই মুহূর্তগুলো কেমন কথাময় হয়ে উঠছে।"

RJ জিমি বললেন, "বাস্তবতার দিক থেকে এত ভালো ছবি আমি কখনও দেখিনি। এটা ভিতরে গিয়ে ধাক্কা দেবে।"

দেখে নিন ভিডিয়োটি...

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.