ETV Bharat / sitara

Rituparna Sengupta: সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরিতে বাপ্পি লাহিড়ীর ‘আবিষ্কার’ গায়িকা ঋতুপর্ণা - ঋতুপর্ণা সেনগুপ্তর ছবি

বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সঙ্গীত জীবনের 50 বছরের উপহার গায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)৷ বাপ্পিদার সুরে পুজোয় অভিনেত্রী গেয়েছেন 'ফুলমতি' ৷ সেই ভিডিয়ো অ্যালবাম মুক্তি পেয়েছে ৷

Rituparna Sengupta sings Bappi Lahiri's song on his 50th anniversary of musical career
বাপ্পি লাহিড়ীর সঙ্গীতজীবনের 50 বছরের উপহার গায়িকা ঋতুপর্ণা
author img

By

Published : Oct 8, 2021, 3:36 PM IST

Updated : Oct 9, 2021, 5:46 PM IST

কলকাতা, 8 অক্টোবর: বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সঙ্গীত জীবনের 50 বছর পার হল চলতি বছরেই । আর এই বছরেই ঋতু অনুরাগীদের জন্য আছে সুখবর । এ বার পুজোয় তাঁরা তাঁদের প্রিয় অভিনেত্রীকে পাবেন অন্য ভূমিকায় । লিপির কথায় আর বাপ্পি লাহিড়ীর সুরে গান গাইলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

"ফুলমতি, লজ্জাবতী কিছুই তো নই, তোমার সাথে ভালোবাসা মনে প্রাণে রই..."--- কথাগুলি নিজেকে নিয়েই বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত । আর তা বলাচ্ছেন বাপ্পি লাহিড়ী । বিষয়টা খুলে বলি । এই পুজোয় ঋতুপর্ণা সেনগুপ্তর কণ্ঠে বাপ্পি লাহিড়ীর সুরে, লিপির কথায় হাজির মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'ফুলমতি'। ভিডিয়োতে দেখা গিয়েছে ঋতুপর্ণা এবং বাপ্পি লাহিড়ী দু'জনকেই ।

ঋতুপর্ণার গানের সঙ্গে কথার ফুলঝুরি ফোটাচ্ছেন বাপ্পি লাহিড়ী । ভিডিয়োতে কোমর দোলাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে । মুক্তরাম বাবু রোডের 'শ্রীবিনায়ক সেবাস্থানম' মন্দিরে রিলিজ হল 'ফুলমতি' ভিডিয়ো অ্যালবামটি । হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী সুরজিৎ (ভূমি), অভিনেতা অর্জুন চক্রবর্তী ।

আরও পড়ুন: Devlina Kumar: বিয়ের পর প্রথম পুজো, দেবলীনার বাড়ি থেকে তত্ত্ব এল গৌরবের বাড়িতে

অভিনেত্রী বলেন, "বাপ্পিদা যে দিন আমায় বললেন গানটা গাওয়ার কথা আমি তো অবাক । কী করে গাইব? আমি তো গান গাই না । বাপ্পিদা বললেন, চেষ্টা কর না । আমিও সাহস নিয়ে গাইলাম । দাদার পছন্দ হল । পরদিনই বললেন রেকর্ড করবেন । যাই হোক ব্যাপারটা ঘটে গেল অবশেষে । সকলের ভাল লাগলেই আমার জয় । আমি সবসময়ই নিজেকে অন্যভাবে দেখানোর চেষ্টা করি । ফুলমতিও তার মধ্যে একটি হয়ে থাকবে ।"

Rituparna Sengupta sings Bappi Lahiri's song on his 50th anniversary of musical career
প্রদীপ প্রজ্জ্বলনে শিল্পীরা

সুরজিৎ আশাবাদী, ঋতুপর্ণার গান এই পুজোয় সকলে শুনবে এবং কোমর দোলাবে । অর্জুন চক্রবর্তীর কথায়, "অনেক কাজ করেছি আমরা একসঙ্গে । আরও কাজ করব একসঙ্গে । ও আমার পরিবারের সদস্যের মতো । ওর মতো অভিনেত্রী বিরল । আর ওর গান শুনে আমি অবাক হয়ে গিয়েছি ।"

আরও পড়ুন: Aryan Khan : বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানরা, কাল শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

'ফুলমতি' হিন্দি ভার্সানে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ এ দিন সকলকে গোলাপ উপহার দেন অভিনেত্রী । নিজেও মাথায় বেঁধেছিলেন দুটি গোলাপ । খালি গলায় টলি কুইন গেয়ে শোনালেন 'ফুলমতি' গান । পাশাপাশি তিনজনেই বাপ্পি লাহিড়ীর জনপ্রিয় সব গান গাইলেন ।

সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরিতে বাপ্পি লাহিড়ীর ‘আবিষ্কার’ গায়িকা ঋতুপর্ণা

'শ্রী সিদ্ধিবিনায়ক সেবাস্থানম' মন্দিরে এদিন পুজো দেন অভিনেত্রী । তাঁকে ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, হরিহরণ, ঊষা উত্থুপ, রশিদ খান, সাহেব চট্টোপাধ্যায়, জয় সরকার । সকলেই অভিনেত্রীর গায়িকা সত্তার ভূয়সী প্রশংসা করেছেন ।

আরও পড়ুন: Golondaaj: টিম গোলন্দাজ বনাম আইএফএ লেজেন্ড ম্যাচ ড্র, খেললেন দেব

কলকাতা, 8 অক্টোবর: বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) সঙ্গীত জীবনের 50 বছর পার হল চলতি বছরেই । আর এই বছরেই ঋতু অনুরাগীদের জন্য আছে সুখবর । এ বার পুজোয় তাঁরা তাঁদের প্রিয় অভিনেত্রীকে পাবেন অন্য ভূমিকায় । লিপির কথায় আর বাপ্পি লাহিড়ীর সুরে গান গাইলেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

"ফুলমতি, লজ্জাবতী কিছুই তো নই, তোমার সাথে ভালোবাসা মনে প্রাণে রই..."--- কথাগুলি নিজেকে নিয়েই বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত । আর তা বলাচ্ছেন বাপ্পি লাহিড়ী । বিষয়টা খুলে বলি । এই পুজোয় ঋতুপর্ণা সেনগুপ্তর কণ্ঠে বাপ্পি লাহিড়ীর সুরে, লিপির কথায় হাজির মিউজিক ভিডিয়ো অ্যালবাম 'ফুলমতি'। ভিডিয়োতে দেখা গিয়েছে ঋতুপর্ণা এবং বাপ্পি লাহিড়ী দু'জনকেই ।

ঋতুপর্ণার গানের সঙ্গে কথার ফুলঝুরি ফোটাচ্ছেন বাপ্পি লাহিড়ী । ভিডিয়োতে কোমর দোলাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে । মুক্তরাম বাবু রোডের 'শ্রীবিনায়ক সেবাস্থানম' মন্দিরে রিলিজ হল 'ফুলমতি' ভিডিয়ো অ্যালবামটি । হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সঙ্গীত শিল্পী সুরজিৎ (ভূমি), অভিনেতা অর্জুন চক্রবর্তী ।

আরও পড়ুন: Devlina Kumar: বিয়ের পর প্রথম পুজো, দেবলীনার বাড়ি থেকে তত্ত্ব এল গৌরবের বাড়িতে

অভিনেত্রী বলেন, "বাপ্পিদা যে দিন আমায় বললেন গানটা গাওয়ার কথা আমি তো অবাক । কী করে গাইব? আমি তো গান গাই না । বাপ্পিদা বললেন, চেষ্টা কর না । আমিও সাহস নিয়ে গাইলাম । দাদার পছন্দ হল । পরদিনই বললেন রেকর্ড করবেন । যাই হোক ব্যাপারটা ঘটে গেল অবশেষে । সকলের ভাল লাগলেই আমার জয় । আমি সবসময়ই নিজেকে অন্যভাবে দেখানোর চেষ্টা করি । ফুলমতিও তার মধ্যে একটি হয়ে থাকবে ।"

Rituparna Sengupta sings Bappi Lahiri's song on his 50th anniversary of musical career
প্রদীপ প্রজ্জ্বলনে শিল্পীরা

সুরজিৎ আশাবাদী, ঋতুপর্ণার গান এই পুজোয় সকলে শুনবে এবং কোমর দোলাবে । অর্জুন চক্রবর্তীর কথায়, "অনেক কাজ করেছি আমরা একসঙ্গে । আরও কাজ করব একসঙ্গে । ও আমার পরিবারের সদস্যের মতো । ওর মতো অভিনেত্রী বিরল । আর ওর গান শুনে আমি অবাক হয়ে গিয়েছি ।"

আরও পড়ুন: Aryan Khan : বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানরা, কাল শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

'ফুলমতি' হিন্দি ভার্সানে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ এ দিন সকলকে গোলাপ উপহার দেন অভিনেত্রী । নিজেও মাথায় বেঁধেছিলেন দুটি গোলাপ । খালি গলায় টলি কুইন গেয়ে শোনালেন 'ফুলমতি' গান । পাশাপাশি তিনজনেই বাপ্পি লাহিড়ীর জনপ্রিয় সব গান গাইলেন ।

সঙ্গীত জীবনের হাফ সেঞ্চুরিতে বাপ্পি লাহিড়ীর ‘আবিষ্কার’ গায়িকা ঋতুপর্ণা

'শ্রী সিদ্ধিবিনায়ক সেবাস্থানম' মন্দিরে এদিন পুজো দেন অভিনেত্রী । তাঁকে ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, হরিহরণ, ঊষা উত্থুপ, রশিদ খান, সাহেব চট্টোপাধ্যায়, জয় সরকার । সকলেই অভিনেত্রীর গায়িকা সত্তার ভূয়সী প্রশংসা করেছেন ।

আরও পড়ুন: Golondaaj: টিম গোলন্দাজ বনাম আইএফএ লেজেন্ড ম্যাচ ড্র, খেললেন দেব

Last Updated : Oct 9, 2021, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.