![ঋতুপর্ণা](https://editlite.s3.ap-south-1.amazonaws.com/01:25:30:1610783730_img-20210116-wa0001_1601newsroom_1610783529_965.jpg)
কলকাতা : 1992 সালে 'শ্বেত পাথরের থালা'-তে পার্শ্বচরিত্রে প্রথম দেখা গেছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে । তখন কে জানত যে, এই মেয়ে ইন্ডাস্ট্রি শাসন করবে একদিন ? আজকাল একটু বেছে কাজ করেন ঠিকই, তবে ঋতুপর্ণা সেনগুপ্ত একটা ব্র্যান্ড । বাংলার মানুষ তাঁকে ভরিয়ে দিয়েছে ভালোবাসায় ।
আইএএনএস-কে অভিনেত্রী বললেন, "বলিউড থেকে ডাক পাইনি তেমনটা নয় । তবে আমি আমার নিজের ভাষাকে অবহেলা করতে চাইনি । সবসময় বাংলা ভাষাকে ভালোবেসেছি । সত্যজিৎ রায়, মৃণাল সেন, বিমল রায়, অপর্ণা সেনের মতো পরিচালকরা রয়েছেন যেখানে, সেই ইন্ডাস্ট্রি আমার গর্বের জায়গা ।"
সবার ইচ্ছে থাকে মুম্বইতে গিয়ে কাজ করার । ঋতুপর্ণারও শুরুতে তেমনই ইচ্ছে ছিল । তবে ধীরে ধীরে তিনি বাংলা ইন্ডাস্ট্রির প্রেমে পড়েন । কোথাও একটা কমিটমেন্ট তৈরি হয় তাঁর । আর বাংলাও তাঁকে ভরিয়ে দেয় নতুন নতুন চরিত্রে ।
"আমায় আজও ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রী বলা হয় । তবে কখনও এটাকে নিয়ে অহংকার করিনি । কোনওদিন নিরাপত্তাহীনতাও তৈরি হয়নি । উলটে আমি প্রতিভাবান ছেলেমেয়েদের কাজ পেতে সাহায্য করেছি ।", হাসিমুখে বলেন ঋতুপর্ণা ।
তবে খুব তাড়াতাড়ি এক হিন্দি ছবিতে দেখা যাবে ঋতুপর্ণাকে । চন্দন রায় সান্যালের সঙ্গে 'সল্ট' ছবিতে অভিনয় করবেন তিনি । নতুন এই প্রজেক্ট নিয়ে খুবই এক্সাইটেড অভিনেত্রী ।