ETV Bharat / sitara

অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন ঋতাভরী - operation

পেরি অ্যানাল অবসেস হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর । অস্ত্রোপচার হয়েছে তাঁর । এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন তাঁর দিদি চিত্রাঙ্গদা শতরূপা ।

sdf
sfd
author img

By

Published : Aug 26, 2020, 2:06 PM IST

কলকাতা : পেরি অ্যানাল অবসেস হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর । তার জন্য কোরোনা পরিস্থিতির মধ্যেই হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । অস্ত্রোপচার হয় । এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি । আগামী একসপ্তাহের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী তাঁর দিদি চিত্রাঙ্গদা শতরূপা ।

কিছুদিন আগে খুব অসুস্থবোধ করছিলেন ঋতাভরী । উপসর্গ যা ছিল, তাতে সবার মনে হয়েছিল অর্শ্ব হয়েছে তাঁর । প্রথমদিকে চিকিৎসকও সেই মতোই ওষুধ দিয়েছিলেন । তারপর এত ব্যথা বেড়ে যায়, যে থাকতেই পারছিলেন না 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র শর্বরী ।

sdf
মায়ের সঙ্গে ঋতাভরী

এই কোরোনা পরিস্থিতিতে কোনও হাসপাতালে বেড পাওয়া ভাগ্যের ব্যাপার । প্রথমে সল্টলেকের একটি ক্লিনিকে যোগাযোগ করেন শতরূপা । ডাঃ নিশীথ কর্মকার সাহায্যের হাত বাড়িয়ে দেন । অপারেশন করতেই হবে, সেটাই সিদ্ধান্ত হয় । বিধাননগরের একটি হাসপাতালে তাঁর বাধ্যতামূলক কোরোনা টেস্টও করানো হয় । সেদিন বিকেলেই অপারেশন হয় ঋতাভরীর । জানা যায়, পেরি অ্যানাল অবসেসের শিকার 'ওগো বধুসুন্দরী'-র ললিতা । যন্ত্রণায় খুবই কষ্ট পেয়েছেন তিনি । তার দু'দিন পর বাড়ি ফিরেছেন ।

fd
দিদি ও মায়ের সঙ্গে ঋতাভরী

এই বিপদের সময় যাঁরা পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন শতরূপা । প্রত্যেকের নাম উল্লেখ করে সোশাল মিডিয়াতে একটি পোস্টও করেন তিনি । এ প্রসঙ্গে ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা ETV ভারতকে বলেন, "আগের থেকে অনেক ভালো আছে ঋতাভরী । ডাক্তার ওকে বিশ্রামে থাকতে বলেছেন । আমাদের মনে হয় আর এক সপ্তাহের মধ্যে ও সব আগের মতো করতে পারবে ।"

কলকাতা : পেরি অ্যানাল অবসেস হয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর । তার জন্য কোরোনা পরিস্থিতির মধ্যেই হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । অস্ত্রোপচার হয় । এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি । আগামী একসপ্তাহের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন বলে আশাবাদী তাঁর দিদি চিত্রাঙ্গদা শতরূপা ।

কিছুদিন আগে খুব অসুস্থবোধ করছিলেন ঋতাভরী । উপসর্গ যা ছিল, তাতে সবার মনে হয়েছিল অর্শ্ব হয়েছে তাঁর । প্রথমদিকে চিকিৎসকও সেই মতোই ওষুধ দিয়েছিলেন । তারপর এত ব্যথা বেড়ে যায়, যে থাকতেই পারছিলেন না 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র শর্বরী ।

sdf
মায়ের সঙ্গে ঋতাভরী

এই কোরোনা পরিস্থিতিতে কোনও হাসপাতালে বেড পাওয়া ভাগ্যের ব্যাপার । প্রথমে সল্টলেকের একটি ক্লিনিকে যোগাযোগ করেন শতরূপা । ডাঃ নিশীথ কর্মকার সাহায্যের হাত বাড়িয়ে দেন । অপারেশন করতেই হবে, সেটাই সিদ্ধান্ত হয় । বিধাননগরের একটি হাসপাতালে তাঁর বাধ্যতামূলক কোরোনা টেস্টও করানো হয় । সেদিন বিকেলেই অপারেশন হয় ঋতাভরীর । জানা যায়, পেরি অ্যানাল অবসেসের শিকার 'ওগো বধুসুন্দরী'-র ললিতা । যন্ত্রণায় খুবই কষ্ট পেয়েছেন তিনি । তার দু'দিন পর বাড়ি ফিরেছেন ।

fd
দিদি ও মায়ের সঙ্গে ঋতাভরী

এই বিপদের সময় যাঁরা পাশে এসে দাঁড়িয়েছেন, তাঁদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন শতরূপা । প্রত্যেকের নাম উল্লেখ করে সোশাল মিডিয়াতে একটি পোস্টও করেন তিনি । এ প্রসঙ্গে ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা ETV ভারতকে বলেন, "আগের থেকে অনেক ভালো আছে ঋতাভরী । ডাক্তার ওকে বিশ্রামে থাকতে বলেছেন । আমাদের মনে হয় আর এক সপ্তাহের মধ্যে ও সব আগের মতো করতে পারবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.