কলকাতা : বাবা কৌশিক সেনের জন্মদিনে সোশাল মিডিয়ায় সুন্দর একটি পোস্ট করলেন অভিনেতা ঋদ্ধি সেন । তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তিনি । গতকাল 50 বছরে পা দিলেন অভিনেতা ।
সোশাল মিডিয়ায় বাবা কৌশিক সেনের সঙ্গে একটি মোনোক্রম ছবি শেয়ার করেন ঋদ্ধি । সঙ্গে ক্যাপশেন একটা বড় নোট লেখেন অভিনেতা ।
"এবছর গুগল ও IMDB-র দৌলতে দুটি নকল জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার জন্য ধন্যবাদ । অবশেষে দিনটি এসেছে । জন্মদিনের অনেক শুভেচ্ছা সেই ব্যক্তিকে যিনি নিজের সময়কে নিজের মতো করে পরিবর্তন করছেন, তৈরি করছেন, আবিষ্কার করছেন ও নতুন করে সংজ্ঞা দিচ্ছেন । আমি খুব কম মানুষকে দেখেছি যারা ডিলানের জনপ্রিয় লাইন- তিনি জানেন যে ব্যর্থতার মতো কোনও সাফল্য নেই এবং সেই ব্যর্থতা কখনও সফল হয় না -র জীবন্ত উদাহরণ ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তিনি আরও লেখেন, "সবসময় ভালো চাওয়ার জন্য় ধন্যবাদ । ভালোবাসা ।"
ছবিটি সম্পর্কে তিনি লেখেন, "ছবিটি আমার খুব কাছের, আমাদের মন্দিরের ভিতরে । জনপ্রিয় থিয়েটার হলের বেসমেন্টে ।"