অভিনেতা শাতাফ ফিগার এই ছবি প্রসঙ্গে জানান 'বরফ'-র শুটিং হয়েছে ছাঙ্গু লেক, সিমলা ও চীন সীমান্তের নানান লোকেশনে। আর ছবির পরিচালক যেভাবে গল্পটাকে সাজিয়েছেন সেটা এক কথায় অনবদ্য। কারণ শাশুড়ি ও ছেলের বউয়ের এক অসামান্য আন্তরিকতা ও ভালোবাসার টানকে তুলে ধরা হয়েছে।
এই ধরনের গল্প নিয়ে ছবি এখন আর খুব একটা দেখা যায় না বলেই মনে করেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। শাশুড়ি ও বউয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা এই ছবিতে সুন্দর ভাবে দেখানো হয়েছে।
অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত এইধরনের ছবিতে অভিনয় করে বেশ আপ্লুত। পরিচালককে ধন্যবাদ জানাতেও ভুললেন না।