ETV Bharat / sitara

সত্যজিতের 4 ছোট গল্পের সিরিজে নজরকাড়া অভিনয়, মুক্তি পেল রে-র ট্রেলার - মনোজ বাজপেয়ি

মুক্তি পেল নেটফ্লিক্সের ফিল্ম রে-র ট্রেলার (Ray trailer) ৷ এই ছবি তৈরি হয়েছে সত্যজিত্ রায়ের (Satyajit Ray) চারটি ছোট গল্প নিয়ে ৷ মূখ্য চরিত্রে দেখা যাবে আলি ফজল, হর্ষবর্ধন কাপুর, কেকে মেনন ও মনোজ বাজপেয়িকে ৷

ray-trailer-released interesting-attempt-to-bring-visionary-writings-of-satyajit-ray-onscreen
সত্যজিতের 4 ছোট গল্পের সিরিজে নজরকাড়া অভিনয়, মুক্তি পেল রে-র ট্রেলার
author img

By

Published : Jun 8, 2021, 3:49 PM IST

কলকাতা, 8 জুন : মুক্তি পেল নেটফ্লিক্সের ছবি রে-র ট্রেলার (Ray trailer) ৷ আর ট্রেলারেই বেশ আশা জাগাচ্ছে এই অ্যান্থ্রোলজি সিরিজ ৷ কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিত্ রায়ের (Satyajit Ray) চারটি ছোট গল্পের আধুনিক ভার্সান হল রে ৷

চারটি গল্পের চারটি চরিত্রের উপর গোটা ফিল্মটি দাঁড়িয়ে ৷ ট্রেলারটি শুরু হয়েছে আলি ফজলের গল্প দিয়ে ৷ ছোট গল্প 'ফরগেট মি নট'-এ তিনি প্রধান চরিত্র ৷ একজন চোখালো মানসিকতার উদ্যোগপতির চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ তাঁর জীবনের নানা ওঠা-পড়া নিয়েই গল্প ৷

আর একটি ছোট গল্প 'স্পটলাইট'-এর মুখ্য ভূমিকায় রয়েছেন হর্ষবর্ধন কাপুর ৷ তিনি এই গল্পে একজন সুপারস্টার, যদিও সেই তারকার অভিনয় দক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে ৷ তিনিও জীবনে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে এগোতে থাকেন ৷

আরও পড়ুন : অক্সিজেন সাপোর্টে রয়েছেন দিলীপ কুমার, অবস্থা স্থিতিশীল

'বহুরূপিয়া' গল্পে রয়েছেন অভিনেতা কেকে মেনন ৷ এটা একজন আম আদমির গল্প ৷ 9-6টা ডিউটির চাকরিতে অভ্যস্ত এই চরিত্রটি আসলে একজন মেক-আপ শিল্পী হতে চেয়েছিলেন ৷ স্বাভাবিকভাবেই তাঁর জীবনেও এসেছে হতাশা ৷ সেখান থেকে বেরিয়ে আসতে তিনি কী করেন, তাই নিয়েই গল্পের প্রেক্ষাপট ৷

চতুর্থ গল্পটি হল 'হাঙ্গামা হ্য়ায় কিউ বরপা'৷ এই গল্পের মূল চরিত্র মনোজ বাজপেয়ি ৷ যিনি ফিল্মে একজন প্রখ্যাত শায়র অর্থাত্ কবি ৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই তাঁর অভ্যেস ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রে-র পরিচালনা করেছেন তিন চিত্রনির্মাতা - সৃজিত মুখোপাধ্যায়, অভিষেক চৌবে ও ভাসান বালা ৷ দ্বিতীয় ও তৃতীয় পর্বের পরিচালনা করেছেন সৃজিত ৷ রে-র ট্রেলার চারটি শব্দে এই ফিল্মকে বেঁধেছে - ইগো, প্রতারণা, প্রতিশোধ, হিংসা ৷ আগামী 25 জুন ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তি পাবে ৷

কলকাতা, 8 জুন : মুক্তি পেল নেটফ্লিক্সের ছবি রে-র ট্রেলার (Ray trailer) ৷ আর ট্রেলারেই বেশ আশা জাগাচ্ছে এই অ্যান্থ্রোলজি সিরিজ ৷ কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিত্ রায়ের (Satyajit Ray) চারটি ছোট গল্পের আধুনিক ভার্সান হল রে ৷

চারটি গল্পের চারটি চরিত্রের উপর গোটা ফিল্মটি দাঁড়িয়ে ৷ ট্রেলারটি শুরু হয়েছে আলি ফজলের গল্প দিয়ে ৷ ছোট গল্প 'ফরগেট মি নট'-এ তিনি প্রধান চরিত্র ৷ একজন চোখালো মানসিকতার উদ্যোগপতির চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ তাঁর জীবনের নানা ওঠা-পড়া নিয়েই গল্প ৷

আর একটি ছোট গল্প 'স্পটলাইট'-এর মুখ্য ভূমিকায় রয়েছেন হর্ষবর্ধন কাপুর ৷ তিনি এই গল্পে একজন সুপারস্টার, যদিও সেই তারকার অভিনয় দক্ষতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে ৷ তিনিও জীবনে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে এগোতে থাকেন ৷

আরও পড়ুন : অক্সিজেন সাপোর্টে রয়েছেন দিলীপ কুমার, অবস্থা স্থিতিশীল

'বহুরূপিয়া' গল্পে রয়েছেন অভিনেতা কেকে মেনন ৷ এটা একজন আম আদমির গল্প ৷ 9-6টা ডিউটির চাকরিতে অভ্যস্ত এই চরিত্রটি আসলে একজন মেক-আপ শিল্পী হতে চেয়েছিলেন ৷ স্বাভাবিকভাবেই তাঁর জীবনেও এসেছে হতাশা ৷ সেখান থেকে বেরিয়ে আসতে তিনি কী করেন, তাই নিয়েই গল্পের প্রেক্ষাপট ৷

চতুর্থ গল্পটি হল 'হাঙ্গামা হ্য়ায় কিউ বরপা'৷ এই গল্পের মূল চরিত্র মনোজ বাজপেয়ি ৷ যিনি ফিল্মে একজন প্রখ্যাত শায়র অর্থাত্ কবি ৷ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাই তাঁর অভ্যেস ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

রে-র পরিচালনা করেছেন তিন চিত্রনির্মাতা - সৃজিত মুখোপাধ্যায়, অভিষেক চৌবে ও ভাসান বালা ৷ দ্বিতীয় ও তৃতীয় পর্বের পরিচালনা করেছেন সৃজিত ৷ রে-র ট্রেলার চারটি শব্দে এই ফিল্মকে বেঁধেছে - ইগো, প্রতারণা, প্রতিশোধ, হিংসা ৷ আগামী 25 জুন ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তি পাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.