ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় ভাইরাল রাণুর ভুয়ো ছবি, দাবি পার্লারের - রাণুর ভুয়ো মেকআপ

এবার রাণুর মেকআপ প্রসঙ্গে মুখ খুলল পার্লার কর্তৃপক্ষ । জানানো হয়েছে সোশাল মিডিয়ায় রাণুর যে ছবি ভাইরাল হয়েছে সেটি ভুয়ো ।

hfh
author img

By

Published : Nov 22, 2019, 12:11 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাণু মণ্ডলের মেকওভারের একটি ছবি । ছবির জন্য যথেষ্ট ট্রোলডও হন তিনি । এমনকি ওই ছবি নিয়ে তৈরি করা হয় মিম । আর এবার রাণুর মেকআপ প্রসঙ্গে মুখ খুলল পার্লার কর্তৃপক্ষ । জানানো হয়েছে সোশাল মিডিয়ায় রাণুর যে ছবি ভাইরাল হয়েছে সেটি ভুয়ো ।

গান গাইতে সেই কবেই মুম্বই পাড়ি দিয়েছেন রানাঘাটের রাণু । ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার সঙ্গে বেশ কয়েকটি গান গেয়েছেন । একটি টিভি শোতে যোগ দিতে দক্ষিণ ভারতেও গেছেন । গোটা ভারতেই এখন যথেষ্ট পরিচিত মুখ তিনি । এই কটাদিনে নিজেকে অনেকটাই পালটে ফেলেছেন । বদল এসেছে তাঁর পোশাক থেকে শুরু করে কথা সব কিছুতেই । শুধু রিয়েলিটি শো নয়, পাবলিক ইভেন্টেও এখন যোগ দিচ্ছেন তিনি । সম্প্রতি একটি ফ্যাশন শো-তে যোগ দেন । ল্যাহেঙ্গা পরে ব়্যাম্প মাতান তিনি ।

সবই ঠিক ছিল, বাধ সাধে তাঁর মেকআপ । ল্যাহেঙ্গার সঙ্গে চড়া মেকআপ করতে দেখা যায় রাণুকে । মেকআপটি করা হয়েছিল কানপুরের 'সন্ধা'স মেকওভার' নামে একটি পার্লারে । আর সেই ফোটো শেয়ার হওয়া মাত্রই শুরু হয় ট্রোলিং । নেটিজ়েনদের মধ্যে কেউ রাণুকে নিয়ে মজার কবিতা লেখেন, কেউ আবার 'নান' সিনেমার ভূতের চরিত্রর সঙ্গে তার তুলনা করেন ।

এরপর সেই মেকআপ নিয়ে মুখ খুলেছে ওই পার্লার কর্তৃপক্ষ । তাদের দাবি, রাণুর যে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা ভুয়ো । ইনস্টাগ্রামে আসল ছবি দিয়ে একটি পোস্টও করা হয় পার্লারের তরফে । ছবির ক্যাপশনে লেখা হয়, "জোকস করা ঠিক আছে । কিন্তু, কারও সেন্টিমেন্ট নিয়ে খেলা করা উচিত নয় ।" যাই হোক এনিয়ে নিয়েই এখনও মুখ খোলেননি রাণু ।

মুম্বই : সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাণু মণ্ডলের মেকওভারের একটি ছবি । ছবির জন্য যথেষ্ট ট্রোলডও হন তিনি । এমনকি ওই ছবি নিয়ে তৈরি করা হয় মিম । আর এবার রাণুর মেকআপ প্রসঙ্গে মুখ খুলল পার্লার কর্তৃপক্ষ । জানানো হয়েছে সোশাল মিডিয়ায় রাণুর যে ছবি ভাইরাল হয়েছে সেটি ভুয়ো ।

গান গাইতে সেই কবেই মুম্বই পাড়ি দিয়েছেন রানাঘাটের রাণু । ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার সঙ্গে বেশ কয়েকটি গান গেয়েছেন । একটি টিভি শোতে যোগ দিতে দক্ষিণ ভারতেও গেছেন । গোটা ভারতেই এখন যথেষ্ট পরিচিত মুখ তিনি । এই কটাদিনে নিজেকে অনেকটাই পালটে ফেলেছেন । বদল এসেছে তাঁর পোশাক থেকে শুরু করে কথা সব কিছুতেই । শুধু রিয়েলিটি শো নয়, পাবলিক ইভেন্টেও এখন যোগ দিচ্ছেন তিনি । সম্প্রতি একটি ফ্যাশন শো-তে যোগ দেন । ল্যাহেঙ্গা পরে ব়্যাম্প মাতান তিনি ।

সবই ঠিক ছিল, বাধ সাধে তাঁর মেকআপ । ল্যাহেঙ্গার সঙ্গে চড়া মেকআপ করতে দেখা যায় রাণুকে । মেকআপটি করা হয়েছিল কানপুরের 'সন্ধা'স মেকওভার' নামে একটি পার্লারে । আর সেই ফোটো শেয়ার হওয়া মাত্রই শুরু হয় ট্রোলিং । নেটিজ়েনদের মধ্যে কেউ রাণুকে নিয়ে মজার কবিতা লেখেন, কেউ আবার 'নান' সিনেমার ভূতের চরিত্রর সঙ্গে তার তুলনা করেন ।

এরপর সেই মেকআপ নিয়ে মুখ খুলেছে ওই পার্লার কর্তৃপক্ষ । তাদের দাবি, রাণুর যে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা ভুয়ো । ইনস্টাগ্রামে আসল ছবি দিয়ে একটি পোস্টও করা হয় পার্লারের তরফে । ছবির ক্যাপশনে লেখা হয়, "জোকস করা ঠিক আছে । কিন্তু, কারও সেন্টিমেন্ট নিয়ে খেলা করা উচিত নয় ।" যাই হোক এনিয়ে নিয়েই এখনও মুখ খোলেননি রাণু ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.