ETV Bharat / sitara

Ranjit Mallick as president of artist forum : আর্টিস্ট ফোরামের নতুন সভাপতি রঞ্জিত মল্লিক, অন্য পদে কারা ? - রঞ্জিত মল্লিক

টলিপাড়ার আর্টিস্ট ফোরামের (tollywood artist forum) নতুন সভাপতি হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick as president of artist forum)৷ অন্যান্য পদেও বেশকিছু রদবদল হয়েছে ৷

ranjit-mallick-the-new president-of-artist-forum-in-tollywood
আর্টিস্ট ফোরামের নতুন সভাপতি রঞ্জিত মল্লিক, অন্য পদে কারা ?
author img

By

Published : Jan 10, 2022, 9:51 AM IST

কলকাতা, 10 জানুয়ারি : গঠিত হল 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম'-এর (west bengal motion picture artist forum) নতুন কার্যকরী সমিতি । সভাপতি পদে নিযুক্ত হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick as president of artist forum)।

এ যাবত ফোরামের সভাপতি পদে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তিনি মারা যাওয়ার পর এতদিন এই পদ শূন্যই ছিল । অবশেষে গতকাল নতুন কার্যকরী সমিতি গঠনের (tollywood artist forum) পর এই পদে আসীন হলেন রঞ্জিত মল্লিক । রদবদল ঘটেছে অন্যান্য পদেও ।

কার্যকরী সভাপতি পদে এসেছেন জিৎ । সহ সভাপতি পদে সব্যসাচী চক্রবর্তী, ভরত কল, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য ও সুমন্ত মুখোপাধ্যায় । সম্পাদকের পদে শান্তিলাল মুখোপাধ্যায় । যুগ্ম সম্পাদক পদে দিগন্ত বাগচী এবং অঙ্কুশ হাজরা । সহকারী সম্পাদক পদে রাণা মিত্র এবং কুশল চক্রবর্তী । কোষাধ্যক্ষ তাপস চক্রবর্তী । সহ কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় । সদস্য পদে রয়েছেন পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, অন্দিন্দ্য চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, পায়েল দে এবং শঙ্কর চক্রবর্তী ।

ranjit-mallick-the-new president-of-artist-forum-in-tollywood
নতুন কার্যকরী সমিতি

আরও পড়ুন: ভোট দিলেন শতাব্দী, দেবশ্রী, রঞ্জিত মল্লিক, কোয়েল

ফোরামের তরফে জানানো হয়েছে, অতিমারির কথা মাথায় রেখে প্যানেল ভোটিং-এর মাধ্যমে সমিতির পদ নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই অনুযায়ী সদস্যদের কাছে প্যানেলের প্রস্তাব চাওয়া হয় । নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনও প্যানেলের প্রস্তাব জমা না পড়ায় নির্বাচনী অধিকর্তা এই প্যানেলটিকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করেন । এই প্যানেল ফোরামের সদস্য সোহন বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রস্তাবিত এবং দিগন্ত বাগচী দ্বারা সমর্থিত ।

আরও পড়ুন: জন্মদিন কীভাবে কাটালেন রঞ্জিত মল্লিক ?

কলকাতা, 10 জানুয়ারি : গঠিত হল 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম'-এর (west bengal motion picture artist forum) নতুন কার্যকরী সমিতি । সভাপতি পদে নিযুক্ত হলেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick as president of artist forum)।

এ যাবত ফোরামের সভাপতি পদে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । তিনি মারা যাওয়ার পর এতদিন এই পদ শূন্যই ছিল । অবশেষে গতকাল নতুন কার্যকরী সমিতি গঠনের (tollywood artist forum) পর এই পদে আসীন হলেন রঞ্জিত মল্লিক । রদবদল ঘটেছে অন্যান্য পদেও ।

কার্যকরী সভাপতি পদে এসেছেন জিৎ । সহ সভাপতি পদে সব্যসাচী চক্রবর্তী, ভরত কল, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য ও সুমন্ত মুখোপাধ্যায় । সম্পাদকের পদে শান্তিলাল মুখোপাধ্যায় । যুগ্ম সম্পাদক পদে দিগন্ত বাগচী এবং অঙ্কুশ হাজরা । সহকারী সম্পাদক পদে রাণা মিত্র এবং কুশল চক্রবর্তী । কোষাধ্যক্ষ তাপস চক্রবর্তী । সহ কোষাধ্যক্ষ সোহন বন্দ্যোপাধ্যায় । সদস্য পদে রয়েছেন পার্থসারথি দেব, সুদীপ মুখোপাধ্যায়, অন্দিন্দ্য চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, পায়েল দে এবং শঙ্কর চক্রবর্তী ।

ranjit-mallick-the-new president-of-artist-forum-in-tollywood
নতুন কার্যকরী সমিতি

আরও পড়ুন: ভোট দিলেন শতাব্দী, দেবশ্রী, রঞ্জিত মল্লিক, কোয়েল

ফোরামের তরফে জানানো হয়েছে, অতিমারির কথা মাথায় রেখে প্যানেল ভোটিং-এর মাধ্যমে সমিতির পদ নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই অনুযায়ী সদস্যদের কাছে প্যানেলের প্রস্তাব চাওয়া হয় । নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনও প্যানেলের প্রস্তাব জমা না পড়ায় নির্বাচনী অধিকর্তা এই প্যানেলটিকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করেন । এই প্যানেল ফোরামের সদস্য সোহন বন্দ্যোপাধ্যায় কর্তৃক প্রস্তাবিত এবং দিগন্ত বাগচী দ্বারা সমর্থিত ।

আরও পড়ুন: জন্মদিন কীভাবে কাটালেন রঞ্জিত মল্লিক ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.