ETV Bharat / sitara

হলিউড ডেবিউ নিয়ে উচ্ছ্বসিত রণদীপ হুডা - রণদীপ হুডা

'এক্সট্র্যাকশন' ছবির মাধ্যমে হলিউডে ডেবিউ করতে চলেছেন রণদীপ হুডা । নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি । তবে এই ছবি নিয়ে উচ্ছ্বসিত তিনি ।

zxd
sdf
author img

By

Published : Mar 31, 2020, 8:04 PM IST

মুম্বই : হলিউডে ডেবিউ করতে চলেছেন রণদীপ হুডা । নেটফ্লিক্স সিনেমা 'এক্সট্র্যাকশন' ছবিতে কাজ করতে চলেছেন তিনি । সেখানে ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর এই সিনেমার জন্য উচ্ছ্বসিত তিনি ।

উচ্ছ্বসিত রণদীপ টুইটে লেখেন, "20 বছর আগে এখন কাজ করব বলে ভেবেছিলাম । অবশেষে এটা সত্যি হল । ক্রিউ ও অভিনেতাদের প্রতি কৃতজ্ঞ । এটা অতিরিক্ত অ্যাকশন ও আবেগে ভরা ।"

'এক্সট্র্যাকশন' ছবির প্রাথমিক নাম দেওয়া হয়েছিল 'ঢাকা'। আর সেখানে রণদীপের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে মনোজ বাজপেয়ী ও পঙ্কজ ত্রিপাঠীকেও ।

ছবির গল্প আবর্তিত হয়েছে টাইলার রেককে ঘিরে । যেই চরিত্রে অভিনয় করেছেন হেমসওয়ার্থ । যাঁর উপর জেলে বন্দী এক আন্তর্জাতিক অপরাধীর ছেলেকে অপহরণকারীদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব দেওয়া হয় ।

সব ঠিক থাকবে 24 এপ্রিল মুক্তি পাবে এই সিনেমাটি ।

এছাড়া 'রাধে' সিনেমাতেও দেখা যাবে রণদীপকে । সেখানে সলমান খান ও দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । এদিকে শুটিংয়ের সময় চোট লেগেছিল তাঁর পায়ে । তার জন্য বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখেন তিনি । পরে অবশ্য কোরোনা আতঙ্কের মধ্যে তড়িঘড়ি শেষ করা হয় শুটিং । আর লকডাউনের মধ্যেই বাড়িতে বসে সিনেমাটি এডিট করার সিদ্ধান্ত নিয়েছেন সলমান । যাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই নির্দিষ্ট সময় সিনেমাটি মুক্তি পেতে পারে । সব ঠিক থাকলে ইদে মুক্তি পাবে 'রাধে'।

মুম্বই : হলিউডে ডেবিউ করতে চলেছেন রণদীপ হুডা । নেটফ্লিক্স সিনেমা 'এক্সট্র্যাকশন' ছবিতে কাজ করতে চলেছেন তিনি । সেখানে ক্রিস হেমসওয়ার্থের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর এই সিনেমার জন্য উচ্ছ্বসিত তিনি ।

উচ্ছ্বসিত রণদীপ টুইটে লেখেন, "20 বছর আগে এখন কাজ করব বলে ভেবেছিলাম । অবশেষে এটা সত্যি হল । ক্রিউ ও অভিনেতাদের প্রতি কৃতজ্ঞ । এটা অতিরিক্ত অ্যাকশন ও আবেগে ভরা ।"

'এক্সট্র্যাকশন' ছবির প্রাথমিক নাম দেওয়া হয়েছিল 'ঢাকা'। আর সেখানে রণদীপের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে মনোজ বাজপেয়ী ও পঙ্কজ ত্রিপাঠীকেও ।

ছবির গল্প আবর্তিত হয়েছে টাইলার রেককে ঘিরে । যেই চরিত্রে অভিনয় করেছেন হেমসওয়ার্থ । যাঁর উপর জেলে বন্দী এক আন্তর্জাতিক অপরাধীর ছেলেকে অপহরণকারীদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব দেওয়া হয় ।

সব ঠিক থাকবে 24 এপ্রিল মুক্তি পাবে এই সিনেমাটি ।

এছাড়া 'রাধে' সিনেমাতেও দেখা যাবে রণদীপকে । সেখানে সলমান খান ও দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি । এদিকে শুটিংয়ের সময় চোট লেগেছিল তাঁর পায়ে । তার জন্য বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখেন তিনি । পরে অবশ্য কোরোনা আতঙ্কের মধ্যে তড়িঘড়ি শেষ করা হয় শুটিং । আর লকডাউনের মধ্যেই বাড়িতে বসে সিনেমাটি এডিট করার সিদ্ধান্ত নিয়েছেন সলমান । যাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই নির্দিষ্ট সময় সিনেমাটি মুক্তি পেতে পারে । সব ঠিক থাকলে ইদে মুক্তি পাবে 'রাধে'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.