মুম্বই, 16 জুন : প্রয়াত হলেন জনপ্রিয় টিভি ধারাবাহিক রামায়ণ খ্যাত প্রবীণ অভিনেতা চন্দ্রশেখর (Chandrashekhar) ৷ রামায়ণে সুমন্তের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি ৷ এ ছাড়াও চা চা চা, সুড়ঙ্গের মতো ফিল্মেও দেখা গিয়েছে তাঁকে ৷ বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে ৷ বুধবার মুম্বইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷
চন্দ্রশেখরের পুত্র তথা প্রযোজক অশোক শেখর জানিয়েছেন, আজ সকাল সাতটা নাগাদ নিজের বাড়িতেই তাঁর জীবনাবসান হয় ৷ অশোক শেখরের কথায়, "পরিবারের সামনে ঘুমের মধ্যেই তিনি প্রয়াত হন...যে ভাবে তিনি যেতে চেয়েছিলেন ৷ তাঁর কোনও শারীরিক সমস্যা ছিল না ৷ তিনি সুন্দর জীবন কাটাচ্ছিলেন ৷" জুহুর পবন হংস মহাশ্মশানে প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয় ৷
-
रामायण में महामंत्री सुमंत्र का चरित्र निभाने वाले श्री चंद्रशेखर जी का आज देहांत हो गया है। उन्हें शांति और सद्गति मिले, राम जी से यही प्रार्थना है 🙏
— Arun Govil (@arungovil12) June 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
सर, आपकी बहुत याद आएगी 🙏🙏 pic.twitter.com/1Wj1o6UaBC
">रामायण में महामंत्री सुमंत्र का चरित्र निभाने वाले श्री चंद्रशेखर जी का आज देहांत हो गया है। उन्हें शांति और सद्गति मिले, राम जी से यही प्रार्थना है 🙏
— Arun Govil (@arungovil12) June 16, 2021
सर, आपकी बहुत याद आएगी 🙏🙏 pic.twitter.com/1Wj1o6UaBCरामायण में महामंत्री सुमंत्र का चरित्र निभाने वाले श्री चंद्रशेखर जी का आज देहांत हो गया है। उन्हें शांति और सद्गति मिले, राम जी से यही प्रार्थना है 🙏
— Arun Govil (@arungovil12) June 16, 2021
सर, आपकी बहुत याद आएगी 🙏🙏 pic.twitter.com/1Wj1o6UaBC
আরও পড়ুন: বেলাশেষে ফেরা হল না ঘরে, প্রয়াত স্বাতীলেখা
হায়দরাবাদের ছেলে চন্দ্রশেখর 50-এর দশকে জুনিয়র আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করেন ৷ 1954 সালে সুড়ঙ্গে মুখ্য চরিত্রে ভি শান্তারামের সঙ্গে অভিনয় করেন তিনি ৷ এরপর কবি, মস্তানা, বসন্ত বিহার, কালি টোপি লাল রুমাল ও বরসাত কি রাতে-সহ বিভিন্ন ফিল্মে অভিনয় করেছেন তিনি ৷ 1964 সালে চা চা চা ফিল্ম দিয়ে পরিচালক হিসেবে তাঁর অভিষেক ঘটে ৷ এরপর 1987 সালে রামানন্দ সাগরের টিভি শো রামায়ণে রাজা দশরথের প্রধানমন্ত্রী আর্য সুমন্তের চরিত্রে অভিনয় করেন প্রশংসা কুড়িয়ে নেন তিনি ৷ তাঁর প্রয়াণে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন রাম চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল ৷
আরও পড়ুন: "বীজটা কার? কবে রোপণ করা হল ?" ট্রোলের শিকার নুসরত
প্রায় 250-রও বেশি ছবিতে অভিনয় করেছেন চন্দ্রশেখর ৷ 1972-1976 সাল পর্যন্ত লেখক-চিত্রনির্মাতা গুলজারকে পরিচয়, কোশিশ, আচানক, আঁধি, খুশবু ও মৌসম ফিল্মে পরিচালনায় সহায়তা করেছেন এই প্রবীণ অভিনেতা ৷