ETV Bharat / sitara

কোরোনা আক্রান্ত রাম চরণ - Ram Charan is asymptomatic

টুইটারে একটি বিবৃতি দিয়ে রাম চরণ জানান, "আমি কোরোনায় আক্রান্ত । কোনও উপসর্গ নেই । বাড়িতেই কোয়ারানটিনে রয়েছি । আশাকরি শীঘ্রই সুস্থ হয়ে যাব ।"

asd
asd
author img

By

Published : Dec 29, 2020, 10:09 AM IST

হায়দরাবাদ : কোরোনায় আক্রান্ত তেলুগু অভিনেতা রাম চরণ । এই মুহূর্তে বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি । সম্প্রতি টুইট করে একথা জানান তিনি নিজেই ।

টুইটারে একটি বিবৃতি দিয়ে তিনি জানান, "আমি কোরোনায় আক্রান্ত । কোনও উপসর্গ নেই । বাড়িতেই কোয়ারানটিনে রয়েছি । আশাকরি শীঘ্রই সুস্থ হয়ে যাব ।" এছাড়া এই কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের কোরোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি ।

এই মুহূর্তে আপকামিং ছবি "আরআরআর"-এর শুটিং করছিলেন রাম চরণ । এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিতে রাম চরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আলিয়া ভাট, অজয় দেবগন ও জুনিয়র এনটিআরকে । কয়েকদিন আগেই এই ছবির শুটিংয়ের জন্য হায়দরাবাদে এসেছিলেন আলিয়া ।

এদিকে বড়দিনে নিজের বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন রাম চরণ । সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন অল্লু অর্জুন, নিহারিকা ও চৈতন্য জেভিসহ আরও অনেকে ।

হায়দরাবাদ : কোরোনায় আক্রান্ত তেলুগু অভিনেতা রাম চরণ । এই মুহূর্তে বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন তিনি । সম্প্রতি টুইট করে একথা জানান তিনি নিজেই ।

টুইটারে একটি বিবৃতি দিয়ে তিনি জানান, "আমি কোরোনায় আক্রান্ত । কোনও উপসর্গ নেই । বাড়িতেই কোয়ারানটিনে রয়েছি । আশাকরি শীঘ্রই সুস্থ হয়ে যাব ।" এছাড়া এই কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের কোরোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি ।

এই মুহূর্তে আপকামিং ছবি "আরআরআর"-এর শুটিং করছিলেন রাম চরণ । এসএস রাজামৌলি পরিচালিত এই ছবিতে রাম চরণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আলিয়া ভাট, অজয় দেবগন ও জুনিয়র এনটিআরকে । কয়েকদিন আগেই এই ছবির শুটিংয়ের জন্য হায়দরাবাদে এসেছিলেন আলিয়া ।

এদিকে বড়দিনে নিজের বাড়িতে ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন রাম চরণ । সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক তারকা । সেই তালিকায় রয়েছেন অল্লু অর্জুন, নিহারিকা ও চৈতন্য জেভিসহ আরও অনেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.