মুম্বই, 10 অক্টোবর : অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির (Jackky Bhagnani) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই ৷ এ বার তাতে প্রায় সিলমোহর দিয়ে দিলেন বলিউডের অভিনেত্রী রাকুল প্রীত সিং (Rakul Preet Singh)৷ নিজের জন্মদিনে ইনস্টাগ্রামে জ্যাকির সঙ্গে সম্পর্ককে একপ্রকার স্বীকার করে নিলেন তিনি ৷
আজ 31-এ পড়লেন রাকুল প্রীত সিং ৷ জ্যাকির সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করার জন্য এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন তিনি ৷ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁদের যুগলের একটি ছবি পোস্ট করেছেন জ্যাকি ৷ সেই ছবিতে রাকুলের হাত ধরে একটি পার্কে ঘুরতে দেখা গিয়েছে তাঁদের ৷ ক্যাপশনে প্রযোজক লিখেছেন, "তোমাকে ছাড়া দিনটাকে দিন বলে মনে হয় না ৷ তোমাকে ছাড়া দারুণ সুস্বাদু খাবার খেয়েও কোনও মজা নেই ৷ সবচেয়ে সুন্দর আত্মা যে আমার জন্য গোটা পৃথিবী, তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ৷ তোমার হাসির মতোই উজ্জ্বল ও তোমার মতোই সুন্দর হোক তোমার দিন ৷ হ্যাপি বার্থ ডে মাই হার্ট আইকন ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: Rekha Birthday: 'গডমাদার' রেখার জন্মদিনে শুভেচ্ছা কঙ্গনার
এই পোস্টের পরই জ্যাকিকে জবাবে ধন্যবাদ জানিয়েছেন রাকুল প্রীত সিং ৷ তিনি লিখেছেন, "ধন্যবাদ আমার হার্ট আইকন ! এ বছর তুমিই আমার সেরা উপহার ৷ আমার জীবনকে রঙিন করার জন্য ধন্যবাদ ৷ আমায় অফুরান হাসি দেওয়ার জন্য ধন্যবাদ ৷ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ৷ একসঙ্গে আরও স্মৃতি তৈরি করব ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বিভিন্ন হিন্দি ও তেলুগু ফিল্মে অভিনয় করেছেন রাকুল প্রীত সিং ৷ তাঁর জনপ্রিয় তেলুগু ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য নান্নাকু প্রেমাথো, কিক 2, জয়া জানকি নয়াকা এবং মনমাধুধু 2 ৷ বলিউডে 2014 সালে দিব্যা খোসলা কুমারের ইয়ারিয়াঁতে অভিষেক হয় রাকুলের ৷ তিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আইয়ারি, অজয় দেবগণ ও তাবুর সঙ্গে দে দে পেয়ার দে-তে অভিনয় করেছেন ৷ তেলুগু ফিল্ম কোন্ডা পোলামে শেষবার দেখা গিয়েছে তাঁকে ৷ পরবর্তীতে তাঁর যে ছবিগুলি আসছে সেগুলি হল, মেডে, ডক্টর জি, অ্যাটাক, থ্যাংক গড ও ইন্ডিয়ান টু ৷ অপরদিকে, কাল কিসনে দেখা, আজব গজব লাভ, ইয়াঙ্গিস্তানে দেখা গিয়েছে জ্যাকি ভাগনানিকে ৷ বেল বটম, কুলি নম্বর ওয়ান ও জওয়ানি জানেমনের মতো ছবির প্রযোজনা করেছেন তিনি ৷
আরও পড়ুন: Gauri Khan: কঠিন সময়ে জন্মদিন, গৌরী খানকে শুভেচ্ছায় শক্ত থাকার বার্তা ফারহা-সুজানদের