মুম্বই, 22 অগস্ট : আজ রাখি বন্ধন উৎসব (Raksha Bandhan 2021)৷ ভাইয়ের মঙ্গলকামনায় তাঁদের হাতে বোনেদের রাখি পরিয়ে দেওয়ার দিন ৷ তবে আজ আর তাঁর ভাই পৃথিবীতে নেই ৷ এক বছরেরও বেশি সময় হল অকালেই চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)৷ তাই রাখির দিনে তাঁকে মিস করছেন দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)৷ সুশান্তের সঙ্গে তাঁর ছেলেবেলার একটি ছবি পোস্ট করেছেন শ্বেতা ৷
প্রয়াত ভাই সুশান্ত সিং রাজপুতকে নিয়ে নানা স্মৃতি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শ্বেতা সিং কীর্তি ৷ রাখির দিনেও তিনি ফিরে গেলেন ছেলেবেলায় ৷ তিনি যে ছবিটি পোস্ট করেছেন, সেখানে বাচ্চা ছেলে সুশান্তকে তাঁর দিদির হাত জড়িয়ে থাকতে দেখা গিয়েছে ৷ দুজনেই আনন্দে কুটিপাটি ৷ হাসিতে লুটোপুটি ৷ ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে শ্বেতা ক্যাপশনে লিখেছেন, "তোমায় ভালোবাসি ভাই, আমরা সবসময় একসঙ্গে থাকব ৷" এই পোস্টের সঙ্গে গুড়িয়াগুলশন হ্যাশট্যাগ ব্যবহার করেছেন শ্বেতা ৷ ছবিটি মন জয় করে নিয়েছে নেট নাগরিকদেরও ৷ হার্টের ইমোজিতে বানভাসি হয়েছে কমেন্ট বক্স ৷
![Raksha Bandhan 2021: Shweta Singh Kirti posts throwback picture with Brother Sushant Singh Rajput](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12843970_461_12843970_1629615834715.png)
আরও পড়ুন: Sushant Singh Rajput: সুশান্ত বেঁচে আছেন ? অলৌকিক কিছু ? তোলপাড় নেটপাড়া
গত বছর রাখিতেও ভাইকে স্মরণ করে ছোটবেলায় ভাইকে রাখি পরানোর ছবি পোস্ট করেছিলেন শ্বেতা সিং কীর্তি ৷ ছোটবেলার বিভিন্ন সময়ের রাখির দিনের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, "আমার মিষ্টি ভাই, শুভ রাখি বন্ধন ৷ তোমাকে খুব ভালোবাসি, এ ভাবেই ভালোবেসে যাব ৷ তুমি বরাবর আমাদের গর্ব ছিলে, আছ ও থাকবে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: Binisutoy: মুক্তি পেল বিনিসুতোয়, হলে গিয়ে ঋত্বিক-জয়ার ছবি দেখে উচ্ছ্বসিত ইমন
একদিন আগেই সুশান্তের ফেসবুক প্রোফাইল আপডেট হওয়ায় তোলপাড় পড়ে যায় নেটপাড়ায় ৷ 18 অগস্ট ভোর সাড়ে 6টা নাগাদ হঠাৎই তাঁর ফেসবুক প্রোফাইলে ভেসে ওঠে নতুন ছবি (New Facebook Profile Pic) ৷ প্রয়াত অভিনেতার একটি ছবি তাঁর হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় ৷ এতেই আঁতকে ওঠেন অনেকে ৷ কে সুশান্তের হ্যান্ডেল থেকে তাঁর ছবি পোস্ট করল, এই প্রশ্নে শোরগোল শুরু হয়ে যায় ৷ এর পেছনে অলৌকিক কিছু রয়েছে কি না, সেই ভাবনাও আসে অনেকের মনে ৷ একজন তো লেখেন, "আমি হতবাক ! কে সুশান্তের অ্যাকাউন্ট হ্যান্ডেল করছেন ? এই পেজটা শুধু সুশান্তই হ্যান্ডেল করতেন ৷ তাহলে কে তাঁর প্রোফাইল পিকচার আপডেট করলেন ? কী হচ্ছে এ সব ?" আর এক ভক্ত একে "ভৌতিক ব্যাপার স্যাপার" বলে মনে করছেন ৷
আরও পড়ুন: KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ
2020 সালের 14 জুন বান্দ্রার আবাসন থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ৷ তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পর জানায় পুলিশ ৷ তবে সেই মৃত্যু রহস্যের এখনও সমাধান হয়নি ৷ চলছে তদন্ত ৷ সুশান্তের মৃত্যুর পর মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি দিল বেচারা ৷ 2013 সালে কাই পো চে-তে বলিউডে অভিষেকের পর রাবতা, ছিঁছোড়ে, পিকে, কেদারনাথের মতো বেশ কয়েকটি ফিল্মে নিজের দক্ষতার পরিচয় রাখেন তিনি ৷ তবে তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয়তা দেয় মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ৷
আরও পড়ুন: Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি