ETV Bharat / sitara

Rajinikanth Daughter Bollywood Debut : বিবাহ বিচ্ছেদের পর বলি দুনিয়ায় অভিষেক হতে চলেছে রজনীকান্তের কন্যার - rajinikanths daughter aishwarya to debut in bollywood

হিন্দি ছবির জগতে অভিষেক হতে চলেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্তের ৷ দক্ষিণী এই পরিচালকের হাত ধরে এবার আসতে চলেছে নতুন ছবি 'ও সাথী চল' (Aishwarya R Dhanush New Film O Sathi Chal)৷

Aishwarya to Debut in Bollywood
বলিদুনিয়ায় অভিষেক করতে চলেছেন রজনীকান্তের কন্যা ঐশ্বর্য
author img

By

Published : Mar 21, 2022, 11:48 AM IST

মুম্বই, 21 মার্চ: বলিউডে অভিষেক করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত ৷ এর আগে পরিচালক এবং গায়িকা হিসাবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি ৷ এবার পরিচালক হিসাবে বলিউডেও অভিষেক হতে চলেছে তাঁর ৷ জানা গিয়েছে, প্রযোজক মীনু আরোরার সঙ্গে এই প্রজেক্টে কাজ করতে চলেছেন তিনি ৷ ছবির কাহিনি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে এবং এটি আদ্যপ্রান্ত একটি প্রেমের ছবি ৷

খবর অনুযায়ী ছবির নামও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ বলিউডে ঐশ্বর্যের অভিষেক ছবি হতে চলেছে 'ও সাথী চল' (Aishwarya R Dhanush New Film O Sathi Chal) ৷ যদিও এই নতুন ছবিতে কাদের দেখা যাবে পর্দায় তা এখনও সামনে আসেনি ৷ ঐশ্বর্য এর আগে লাইমলাইটে এসেছিলেন তাঁর সাম্প্রতিক গান 'মুসাফির' সামনে আসার পর ৷

আরও পড়ুন : প্রত্যেক ভারতীয়র 'দ্য কাশ্মীর ফাইলস' দেখা উচিত : আমির খান

২০০৪ সালে দক্ষিণী অভিনেতা ধানুশকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য ৷ তবে বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি ৷ যদিও তাঁদের বিচ্ছেদের কারণ এখনও সামনে আসেনি ৷ তবে আপাতত বলিউডের নতুন জগতে নতুন করে কাজ শুরু করতে চলেছেন ঐশ্বর্য ৷ ধানুশের অবশ্য বলি অভিষেক হয়েছে আগেই ৷ সারা আলি খানের সঙ্গে শেষ তাঁকে দেখা গিয়েছে 'আতরঙ্গি রে' ছবিতে ৷

মুম্বই, 21 মার্চ: বলিউডে অভিষেক করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত ৷ এর আগে পরিচালক এবং গায়িকা হিসাবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি ৷ এবার পরিচালক হিসাবে বলিউডেও অভিষেক হতে চলেছে তাঁর ৷ জানা গিয়েছে, প্রযোজক মীনু আরোরার সঙ্গে এই প্রজেক্টে কাজ করতে চলেছেন তিনি ৷ ছবির কাহিনি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে এবং এটি আদ্যপ্রান্ত একটি প্রেমের ছবি ৷

খবর অনুযায়ী ছবির নামও ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ বলিউডে ঐশ্বর্যের অভিষেক ছবি হতে চলেছে 'ও সাথী চল' (Aishwarya R Dhanush New Film O Sathi Chal) ৷ যদিও এই নতুন ছবিতে কাদের দেখা যাবে পর্দায় তা এখনও সামনে আসেনি ৷ ঐশ্বর্য এর আগে লাইমলাইটে এসেছিলেন তাঁর সাম্প্রতিক গান 'মুসাফির' সামনে আসার পর ৷

আরও পড়ুন : প্রত্যেক ভারতীয়র 'দ্য কাশ্মীর ফাইলস' দেখা উচিত : আমির খান

২০০৪ সালে দক্ষিণী অভিনেতা ধানুশকে বিয়ে করেছিলেন ঐশ্বর্য ৷ তবে বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ৷ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি ৷ যদিও তাঁদের বিচ্ছেদের কারণ এখনও সামনে আসেনি ৷ তবে আপাতত বলিউডের নতুন জগতে নতুন করে কাজ শুরু করতে চলেছেন ঐশ্বর্য ৷ ধানুশের অবশ্য বলি অভিষেক হয়েছে আগেই ৷ সারা আলি খানের সঙ্গে শেষ তাঁকে দেখা গিয়েছে 'আতরঙ্গি রে' ছবিতে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.